প্রেম করা কি ঠিক।এই সম্পর্কে ইসলাম কি বলে?
Answers
-
Anonymous - 3 years ago
চুমা-চুমি, জড়িয়ে ধরা, রুম ডেট করা, ফোনে খারাপ কথা বলা এটাকে যদি প্রেম বা ভালোবাসা বলেন তবে এটা করা অবশ্যই হারাম। ইসলাম আপানকে দেখা দেখি করে বিয়ে করতে বলেছে কিন্তু এর মানে এই নয় যে আপনি বিয়ের আগেই সেক্স করবেন, বাইরে কোমরে হাত দিয়ে ঘুরে বেড়াবেন। এগুলো একদম হারাম। আপনার যদি কাউকে ভালো লাগে তবে আপনি পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারবেন।