মৃত ব্যক্তির জন্য কি কি করা যাবে?
Answers
-
Anonymous - 3 years ago
দিসে এসেছে হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, মানবী (সা.) বর্ণনা করেছেন, ‘মানুষ যখন মারা যায়, তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের দরজা বন্ধ হয় না। ক.) সদকায়ে জারিয়া খ.) যদি কেউ এমন সন্তান রেখে যায়, যে সন্তান বাবা-মায়ের জন্য দোয়া করবে গ.) এমন দ্বীনি শিক্ষা রেখে যায়, যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে।’
-
Anonymous - 3 years ago
মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করা।
-
Anonymous - 3 years ago
মৃত ব্যক্তির জন্য নিম্নের দেয়াটি পড়তে পারেন - ‘রাব্বানাগফিরলানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযিনা ছাবাকুনা বিল ইমানি ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম’ (সূরা হাশর : আয়াত ১০)। অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! আমাদের ক্ষমা কর এবং আমাদের সেসব ভাইকেও ক্ষমা কর যারা আমাদের আগে ইমান এনেছে আর মুমিনদের প্রতি আমাদের হৃদয়ে কোনো বিদ্বেষ রেখ না। হে আমাদের পালনকর্তা! নিশ্চয় তুমি অতি স্নেহশীল ও বারবার কৃপাকারী।’
-
Anonymous - 3 years ago
ত ব্যক্তির জন্য মুসলমানদের দু‘আ এবং আল্লাহর নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করা
-
Anonymous - 3 years ago
আয়েশা (রাঃ) বলেনঃ“জনৈক মহিলা ব্যক্তি রাসূল (সাঃ) এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। তাই কোন অছিয়ত করতে পারেন নি। আমার ধারণা তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে দান-ছাদকা করতেন। আমি তাঁর পক্ষ থেকে ছাদকা করলে তিনি কি এর ছাওয়াব পাবেন? রাসূল (সাঃ) বললেন হ্যাঁ, অবশ্যই পাবেন।” - বুখারী ও মুসলিম উপরের সহীহ হাদীসটির মাধ্যমে আমরা একথাই জানতে পারলাম, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে তার সওয়াব মৃত ব্যক্তির নিকট পৌঁছবে এবং সেটা দিয়ে সে উপকৃত হবে।
-
Anonymous - 3 years ago
মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী করলে তার সওয়াব দ্বারা তারা উপকৃত হবে।