অক্সিজেন পাম্প ছাড়া কি অ্যাকুরিয়াম এর মাছ বাচে না?
Answers
-
Anonymous - 3 years ago
অ্যাকুরিয়ামে মাছ রাখতে হলে সবার আগে পানির পরিবেশ ঠিক রাখা চাই। পানির লবণাক্ততা, তাপমাত্রা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মাছের সংখ্যা; এসব কিছুই এই পরিবেশের সঙ্গে সম্পর্কিত। যদি সেটা চার দেয়ালের অ্যাকুরিয়াম হয় তবে পাম্প সব সময় চালু রাখতে হবে। বদ্ধ পানি, মাছগুলোও জলাশয়ের মাছ থেকে তুলনামূলক দুর্বল। সামান্য ডিজলভড অক্সিজেন এরা গ্রহণ করতে পারে না। তাই পাম্পটি সব সময় চালু রাখতে হবে।
-
Anonymous - 3 years ago
আমার একটি অ্যাকুয়ারাম আছে। এটিতে আমি অক্সিজেন পাম্প ব্যবহার করি না। আমার মাছ গুলো ঠিকই আছে। অক্সিজেন পাম্প অবশ্যিক নয়। তবে পানি পরিষ্কার রাখতে হবে। ২/৩ দিন পর পর বা পানি ঘোলা হলে পানি পরিবর্তন করতে হবে।