QR কোড এর সিকিউরিটি কি?
Answers
-
Anonymous - 3 years ago
QR কোড এর পূর্ণ অর্থ হলো Quick Response Code. এর সাহায্যে আমরা যে কোনো এনক্রিপট্টেড তথ্য অনেক সহজে সংরক্ষণ এবং অনেক দ্রুত এক্সেস করতে পারে বলে এর নাম QR কোড। QR কোড হলো এক ধরনের দ্বিমাত্রিক বার কোড। QR কোড মূলত ব্যবহার করা হয় পণ্যের দাম, বিভিন্ন ধরনের প্রমোশোনাল অফার বা অল্প জায়গায় বেশি তথ্য সংরক্ষণ করার জন্য। QR কোড দুই প্রকার। যথা : ১. ডাইনামিক QR কোড ২. স্ট্যাটিক QR কোড ১. ডাইনামিক QR কোড : যে QR কোড তৈরি হয়ে যাওয়ার পর সেটির ভেরের সকল তথ্য পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক QR কোড বলে। ২. স্ট্যাটিক QR কোড : যে QR কোড তৈরি হয়ে যাওয়ার পর তার ভেতর বা বাহিরের কোন তথ্য পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক QR কোড বলে।