লকডাউন ও শাটডাউনের মাঝে পার্থক্য কি?
Answers
-
Anonymous - 3 years ago
লকডাউন : লকডাউন মানে সারাদেশে যান ও জনচলাচল, মার্কেট, রেস্টুরেন্ট ও দোকানপাট পুরোপুরি বন্ধ। শাটডাউন : বিধিনিষেধের আওতাধীন এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া সবকিছুই বন্ধ থাকবে-এমন নির্দেশনা দেবে। যদিওবা খোলা থাকে তবে নির্দেশনা শতভাগ মেনে খোলা রাখতে হবে। যেমন - রেস্টুরেন্টে বসে খেতে পারবেন না, কিনে নিয়ে যেতে পারবেন। দুইটার মানে প্রায় একই। যেহেতু আমরা লকডাউন কথাটির সাথে পরিচিত হয়ে গেছি। যদি বলা হয় ৭ দিনের লকডাউন। মানুষের মধ্যে এখন তেমন কোন উদ্বেগ থাকে না। আর যদি বলা হয় শাটডাউন তবে এই বিষয়টি নিয়ে মানুষের মাঝে নানা কথা আলোচনা হয়। এই বার কি হতে পারে ,,,নানা কথা।