গরমের দিনে প্রচন্ড গরম ও শীতের দিনে প্রচন্ড শীত হওয়ার কারণ কি?
Answers
-
Anonymous - 3 years ago
এর ইসলামীক ব্যাখ্যা হল - রাসূল (সাঃ) বলেন, "জাহান্নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করল, হে, আমার প্রতিপালক, আমার বিভিন্ন অংশ পরস্পরকে খেয়ে ফেলছে ! সুতরাং তিনি জাহান্নামকে দুইবার শ্বাস নেয়ার অনুমতি দিলেন। একটি শীতকালে (প্রশ্বাস), অন্যটি গ্রীষ্মকালে (নিঃশ্বা)। এবং এটাই (গ্রীষ্মকালে) প্রখর গরম ও (শীতকালে) তীব্র শীতের কারণ। ” - সহীহ বুখারী ৪:৫৪:৪৮২