শরীরের লোম তোলা কি জায়েজ?
Answers
-
Anonymous - 3 years ago
আমার জানা মতে, লোম নিয়ে তিনটি হাদীস রয়েছে। প্রথমত - যে জায়গার লোম তুলতেই হবে। না তুললে শরীরে অপবিত্র থাকে। যেমন - বগল ও গোপনাঙ্গের লোম। দিত্বীয়ত - যেখানের লোম তোলা হারাম। যেমন - ভ্রূ তোলা। তৃতীয়ত - কোন নারীর যদি মুখে দাড়ি বা মোচ আসে তবে সে সেটা তুলতে পারবে। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।