এসএসআই NSI এর ফিল্ড অফিসার

1. তাপ ইঞ্জিনের কাজ (Heat Engine)

  • ক. যান্ত্রিকশক্তিতে রূপান্তর
  • খ. তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
  • গ. বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
  • ঘ. তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর

5. ‘বারীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. বারী + ঈশ
  • খ. বারি + ঈশ
  • গ. বারী + ইশ
  • ঘ. বারি + ইশ

9. 'The heel of achilles' কথাটার অর্থ কী?

  • ক. একিলিসের গোড়ালি
  • খ. দুর্বল জায়গা
  • গ. সবল অংশ
  • ঘ. একিসিলের বীরত্ব

10. As you make your bed so you must lie on it. ইংরেজি এ প্রবচনটির বাংলা অর্থ কী হবে?

  • ক. তোমাকে একাকী ঘুমাতে হবে।
  • খ. তোমার নিজের জীবন নিজেকেই গড়তে হবে।
  • গ. তোমাকে তোমার কর্মফল মানতেই হবে।
  • ঘ. ধর্মের কল বাতাসে নড়ে

13. ধ্বনাত্মক দ্বিত্বের উদাহরণ -

  • ক. চুপচাপ
  • খ. পট পট
  • গ. উড়ু উড়ু
  • ঘ. ঠেকাঠেকি

14. সে এখন যাবে না। - এই বাক্যে ‘না’ কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. অব্যয়
  • গ. ক্রিয়াবিশেষণ
  • ঘ. অনুসর্গ

17. ‘রাজমিস্ত্রী’ শব্দের ব্যাসবাক্য -

  • ক. রাজার মিস্ত্রী
  • খ. রাজ যে মিস্ত্রী
  • গ. মিস্ত্রীর রাজা
  • ঘ. মিস্ত্রী যার রাজ্য

18. বিভক্তি লোপ পায় কোন সমাসে?

  • ক. অলুক সমাসে
  • খ. বহুব্রীহি সমাসে
  • গ. কর্মধারয় সমাসে
  • ঘ. তৎপুরুষ সমাসে

19. ‘আটঘাট বাঁধা’ বাগধারায় অর্থ -

  • ক. ঘাটে নামা
  • খ. কাজে নামা
  • গ. সর্বনাশ করা
  • ঘ. প্রস্তুতি নেওয়া

20. শুদ্ধ বানানগুচ্ছ -

  • ক. পরিস্কার, পুরষ্কার
  • খ. বিকৃত, বিক্রীত
  • গ. স্বিকার, শীকার
  • ঘ. ধরণ, ধারণা

21. ভুল বানান কোনটি?

  • ক. সায়ত্ত্বশাসন
  • খ. সর্বস্বান্ত
  • গ. মুমূর্ষু
  • ঘ. শুশ্রুষা

22. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ কার লেখা?

  • ক. শওকত ওসমান
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. আখতুরুজ্জামান ইলিয়াস
  • ঘ. আনোয়ার পাশা

23. অসহায়ের পাশে দাঁড়াও। - এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?

  • ক. যারা অসহায়, তাদের পাশ দাঁড়াও।
  • খ. কিছু লোক আছে অসহায়, তাদের পাশে দাঁড়াও।
  • গ. পাশে দাঁড়াতে হবে, যারা কিনা অসহায়।
  • ঘ. অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে।

24. বাক্যের প্রধান তিনটি অংশ -

  • ক. সমাস, উপসর্গ, প্রত্যয়
  • খ. ধ্বনি, শব্দ, বাক্য
  • গ. বিশেষ্য, সর্বনাম, বিশেষণ
  • ঘ. কর্তা, কর্ম, ক্রিয়া


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics