বাংলাদেশ বিষয়াবলী

76. মোট বাজেট কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?

  • ক. ২,৯৫,২৫০ কোটি
  • খ. ২,৯৫,২০০ কোটি
  • গ. ২,৯৫,৪০০ কোটি
  • ঘ. ২,৯৫,১০০ কোটি

উত্তরঃ ২,৯৫,১০০ কোটি

বিস্তারিত

77. 'ফিরে দেখো '৭১ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ' ভাস্কর্য কোথায় অবস্থিত?

  • ক. ঢাকা সেনানিবাস
  • খ. নারায়ণঞ্জ পুলিশ-লাইন
  • গ. রাজশাহী সেনানিবাস
  • ঘ. রংপুর সেনানিবাস

উত্তরঃ নারায়ণঞ্জ পুলিশ-লাইন

বিস্তারিত

78. সাধারণ করমুক্ত আয়সীমা কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?

  • ক. ২ লাখ ৭০ হাজার
  • খ. ২ লাখ ৪৫ হাজার
  • গ. ২ লাখ ৩৫ হাজার
  • ঘ. ২ লাখ ৫০ হাজার

উত্তরঃ ২ লাখ ৫০ হাজার

বিস্তারিত

79. 'বাংলার বিজয়' ভাস্কর্য কোথায় অবস্থিত?

  • ক. কালুরঘাট, চট্টগ্রাম
  • খ. ষোলশহর, চট্টগ্রাম
  • গ. হালিশহর, চট্টগ্রাম
  • ঘ. পাহাড়তলি, চট্টগ্রাম

উত্তরঃ ষোলশহর, চট্টগ্রাম

বিস্তারিত

80. নারী ও ৬৫ বছরের উর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?

  • ক. ২.৭০ লাখ
  • খ. ২.৫০ লাখ
  • গ. ২.২৫ লাখ
  • ঘ. ৩.০০ লাখ

উত্তরঃ ৩.০০ লাখ

বিস্তারিত

81. মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন' কোথায় অবস্থিত?

  • ক. যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
  • খ. রাজশাহী, ঢাকা ও কুমিল্লা সেনানিবাস
  • গ. রংপুর, কুমিল্লা ও ঢাকা সেনানিবাস
  • ঘ. যশোর, রংপুর ও ঢাকা সেনানিবাস

উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস

বিস্তারিত

82. ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত 'বিশ্বাস-ই-বিজয়' ভাস্কর্যের স্থপতি কে?

  • ক. মইনুল আহসান
  • খ. আহসান হাবীব
  • গ. দীপক সরকার
  • ঘ. উপরের কেউ না

উত্তরঃ দীপক সরকার

বিস্তারিত

83. বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?

  • ক. যশোর
  • খ. চাঁপাই নবাবগঞ্জ
  • গ. কক্সবাজার
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

84. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট- এর জেনেটিক গবেষণায় উদ্ভাবিত তেলাপিয়ার নাম কি?

  • ক. বিএফআরআই গিফট তেলাপিয়া
  • খ. বিএফআরআই তেলাপিয়া
  • গ. বিএফ গিফট তেলাপিয়া
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিএফআরআই গিফট তেলাপিয়া

বিস্তারিত

85. বর্তমানে (২০১৪ সালে) বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?

  • ক. জাপান
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. যুক্তরাজ্য
  • ঘ. চীন

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

86. ২০১৫ সালে বৈশিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

  • ক. ৮০ তম
  • খ. ৮২ তম
  • গ. ৮৪ তম
  • ঘ. ৮৬ তম

উত্তরঃ ৮৪ তম

বিস্তারিত

88. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে বাস্তবায়ন শুরু হয়?

  • ক. ১ জুন ২০১৫
  • খ. ১৫ জুন ২০১৫
  • গ. ১ জুলাই ২০১৫
  • ঘ. ১০ জুলাই ২০১৫

উত্তরঃ ১ জুলাই ২০১৫

বিস্তারিত

90. বাংলাদেশে বৃহত্তম পানি শোধনাগারটি কোথায় অবস্থিত?

  • ক. গোদনাইল, নারায়ণগঞ্জ
  • খ. চাঁদনীঘাট, ঢাকা
  • গ. পুঠিয়া, রাজশাহী
  • ঘ. সায়েদাবাদ, ঢাকা

উত্তরঃ সায়েদাবাদ, ঢাকা

বিস্তারিত

92. বর্তমানে (২০১৫) কোন নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে?

  • ক. পাঁচ টাকা
  • খ. এক টাকা
  • গ. দুই টাকা
  • ঘ. ওপরের সবগুলো

উত্তরঃ ওপরের সবগুলো

বিস্তারিত

93. বর্তমানে (২০১৫) কোন নোট সরকারি মুদ্রা?

  • ক. পাঁচ টাকা
  • খ. এক টাকা
  • গ. দুই টাকা
  • ঘ. ওপরের সবগুলো

উত্তরঃ ওপরের সবগুলো

বিস্তারিত

94. প্রথম বাংলাদেশি হিসেবে কে সেভেন সামিট জয় করেন?

  • ক. মুসা ইব্রাহীম
  • খ. ওয়াসফিয়া নাজরীন
  • গ. এম.এ. মুহিত
  • ঘ. নিশাত মজুমদার

উত্তরঃ ওয়াসফিয়া নাজরীন

বিস্তারিত

95. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট-এর বর্তমান (২০১৫) নাম কি?

  • ক. বাংলাদেশ সুগারকেইন গবেষণা ইনস্টিটিউট
  • খ. বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট
  • গ. বাংলাদেশ সুগারকেইন ক্রপ গবেষণা ইনস্টিটিউট
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট

বিস্তারিত

96. সরকারি মুদ্রায় কার স্বাক্ষর থাকে?

  • ক. প্রধানমন্ত্রীর
  • খ. প্রেসিডেন্টের
  • গ. অর্থমন্ত্রীর
  • ঘ. অর্থসচিবের

উত্তরঃ অর্থসচিবের

বিস্তারিত

97. বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ-এর নাম কি?

  • ক. বঙ্গবন্ধু-২
  • খ. বঙ্গবন্ধু-১
  • গ. বঙ্গবন্ধু
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বঙ্গবন্ধু-১

বিস্তারিত

98. বঙ্গবন্ধু স্যাটেলাইটের মূল আয়ুষ্কাল ধরা হয়েছে কত বছর?

  • ক. ১২ বছর
  • খ. ১৫ বছর
  • গ. ১০ বছর
  • ঘ. ১৮ বছর

উত্তরঃ ১৫ বছর

বিস্তারিত

99. ২০১৫ সালের বৈশ্বিক সমৃদ্ধি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

  • ক. ১০০তম
  • খ. ১০৫তম
  • গ. ১০৩তম
  • ঘ. ১০৭তম

উত্তরঃ ১০৩তম

বিস্তারিত

100. NSSS-এর পূর্ণরূপ কি?

  • ক. National Security Service Strategy
  • খ. National Social Security Strategy
  • গ. National Social Service Strategy
  • ঘ. None of the above

উত্তরঃ National Social Security Strategy

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects