বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতি
1. অজয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
- ক. ময়মনসিংহ এলাকায়
 - খ. গাঙ্গেয় উপত্যকায়
 - গ. পশ্চিমবঙ্গে
 - ঘ. বর্ধমান জেলার অজয় নদীর তীরে
 
উত্তরঃ বর্ধমান জেলার অজয় নদীর তীরে
3. আর্যরা কখন বাংলায় আগমন করে?
- ক. খ্রিস্টপূর্ব চতুর্থ শতক
 - খ. খ্রিস্টীয় দ্বিতীয় শতক
 - গ. খ্রিস্টপূর্ব তৃতীয় শতক
 - ঘ. খ্রিস্টীয় প্রথম শতক
 
উত্তরঃ খ্রিস্টীয় প্রথম শতক
5. বৈদিক ভাষাকে সংস্কার করে কোন ভাষার জন্ম হয়?
- ক. উর্দু
 - খ. সংস্ক্রৃত
 - গ. হিন্দি
 - ঘ. পালি
 
উত্তরঃ সংস্ক্রৃত
8. প্রাকৃত ভাষা থেকে নিম্নের যে দু'টি ভাষার জন্ম হয়--
- ক. আরবি ও উর্দু
 - খ. পালি ও অপভ্রংশ
 - গ. ফারসি ও পালি
 - ঘ. বাংলা ও হিন্দি
 
উত্তরঃ পালি ও অপভ্রংশ
10. ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি?
- ক. সুলতানি আমল
 - খ. মুঘল সাম্রাজ্য
 - গ. মৌর্য সাম্রাজ্য
 - ঘ. গুপ্ত সাম্রাজ্য
 
উত্তরঃ মৌর্য সাম্রাজ্য
11. চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল--
- ক. ৩-৪ খ্রিস্টাব্দ
 - খ. খ্রিস্টপূর্ব ৩-২ অব্দ
 - গ. ৩০০-৩২৪ খ্রিস্টাব্দ
 - ঘ. খ্রিস্টপূর্ব ৩২৪-৩০০ অব্দ
 
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩২৪-৩০০ অব্দ
12. চন্দ্রগুপ্ত প্রথম কোথাকার সিংহাসনে বসেন?
- ক. কলকাতা
 - খ. উড়িষ্যা
 - গ. পাটলিপুত্র (পাটনা)
 - ঘ. মগধ
 
উত্তরঃ পাটলিপুত্র (পাটনা)
13. কে প্রথম উপমহাদেশ থেকে গ্রিকদের বিতাড়িত করেন?
- ক. সম্রাট আকবর
 - খ. সম্রাট অশোক
 - গ. গৌড়ের রাজা শশাঙ্ক
 - ঘ. মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য
 
উত্তরঃ মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য
14. গ্রিক বীর আলেকজান্ডারের সেনাপতির নাম কি?
- ক. অশোক
 - খ. কৌটিল্য
 - গ. মেগান্থিনিস
 - ঘ. সেলিউকাস
 
উত্তরঃ সেলিউকাস
15. সেলিউকাস কার সাথে যুদ্ধ করে হেরে যান?
- ক. শশাঙ্ক
 - খ. রাজ্যবর্ধন
 - গ. হর্ষবর্ধন
 - ঘ. চন্দ্রগুপ্ত
 
উত্তরঃ চন্দ্রগুপ্ত
- ক. সম্রাট আকবরের রাষ্ট্রদূত
 - খ. কৌটিল্যের বাবা
 - গ. অশোকের পুত্র
 - ঘ. সেলিউকাসের দূত
 
উত্তরঃ সেলিউকাসের দূত
- ক. খ্রিস্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ
 - খ. ২৮০-৩৬০ খ্রিস্টাব্দ
 - গ. খ্রিস্টপূর্ব ৩২৪-৩০০ অব্দ
 - ঘ. ৩২২-৩৬০ খ্রিস্টাব্দ
 
উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ
19. বাংলা সম্পর্কে লিখিত প্রচীনতম তথ্য যে গ্রন্থে পাওয়া যায়--
- ক. চর্যাপদে
 - খ. মহাভারতে
 - গ. রামায়ণে
 - ঘ. কৌটিল্যের অর্থশাস্ত্রে
 
উত্তরঃ কৌটিল্যের অর্থশাস্ত্রে
20. কোন যুগ থেকে বাংলায় ছাপাঙ্কিত মুদ্রার প্রচলন হয়?
- ক. সুলতানি
 - খ. মুঘল
 - গ. মৌর্য
 - ঘ. গুপ্ত
 
উত্তরঃ মৌর্য
21. কোন যুগ থেকে বাংলায় ছাঁচে ঢালা মুদ্রার ব্যবহার দেখা যায়?
- ক. কৃষাণ পরবর্তী যুগ
 - খ. মুঘল
 - গ. গুপ্ত
 - ঘ. মৌর্য
 
উত্তরঃ কৃষাণ পরবর্তী যুগ
23. দেবপর্বত- এর অবস্থান ছিল--
- ক. শেরপুর জেলায়
 - খ. নওগাঁর পাহাড়পুর
 - গ. বগুড়ার মহাস্থানগড়
 - ঘ. কুমিল্লার লালমাই
 
উত্তরঃ কুমিল্লার লালমাই
- ক. লালমাই পাহাড়
 - খ. মহাস্থানগড়ে
 - গ. পশ্চিমবঙ্গের বাকুরা জেলায়
 - ঘ. পাহাড়পুরে
 
উত্তরঃ পশ্চিমবঙ্গের বাকুরা জেলায়
25. বাংলাদেশের কোন সময়ের ইতিহাস প্রায় অন্ধকারাচ্ছন্ন?
- ক. ৫-৬ খ্রিস্টাব্দ
 - খ. ৪-৬ খ্রিস্টাব্দ
 - গ. খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দ থেকে তৃতীয় শতক
 - ঘ. ৩ থেকে ৪ খ্রিস্টাব্দ
 
উত্তরঃ খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দ থেকে তৃতীয় শতক