বাংলাদেশের সম্পদ শিল্প কৃষি মৎস ও খনিজ

26. কোন দেশের সহায়তায় বাংলাদেশে আণবিক খনিজ উত্তোলন শুরু হয়?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. জাপান
  • গ. কানাডা
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

27. বাংলাদেশে দ্বিতীয় তেল খনিটি অবস্থিত--

  • ক. কৈলাসটিলায়
  • খ. রশিদপুরে
  • গ. হরিপুর
  • ঘ. বরমাচল

উত্তরঃ বরমাচল

বিস্তারিত

28. কোন নদীর উপর বাঁধ দিয়ে পানিবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে?

  • ক. যমুনা
  • খ. শীতলক্ষ্যা
  • গ. ব্রহ্মপুত্র
  • ঘ. মেঘনা

উত্তরঃ ব্রহ্মপুত্র

বিস্তারিত

29. সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয় কোন খাতে?

  • ক. শিল্পখাতে
  • খ. সিএনজি
  • গ. গৃহস্থালি
  • ঘ. বিদ্যুৎ উৎপাদন

উত্তরঃ শিল্পখাতে

বিস্তারিত

30. আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে কি ব্যবহার করা হয়?

  • ক. পানি
  • খ. কয়লা
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. খনিজ তেল

উত্তরঃ প্রাকৃতিক গ্যাস

বিস্তারিত

31. বাংলাদেশ পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কতটি?

  • ক. ৩টি
  • খ. ৬টি
  • গ. ১টি
  • ঘ. ২টি

উত্তরঃ ১টি

বিস্তারিত

32. দেশের প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি?

  • ক. আশুগঞ্জ
  • খ. মেঘনাঘাট
  • গ. হরিপুর
  • ঘ. রূপপুর

উত্তরঃ হরিপুর

বিস্তারিত

33. বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই?

  • ক. ২৮টি
  • খ. ২২টি
  • গ. ৩০টি
  • ঘ. ৩৫টি

উত্তরঃ ২৮টি

বিস্তারিত

34. পরিবেশ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে--

  • ক. ১৪টি জেলায়
  • খ. ১৬টি জেলায়
  • গ. ৯টি জেলায়
  • ঘ. ৭টি জেলায়

উত্তরঃ ৭টি জেলায়

বিস্তারিত

35. সিলেট বনাঞ্চলের প্রধান বৃক্ষ--

  • ক. ধুন্দল
  • খ. জারুল
  • গ. কেওয়া
  • ঘ. গেওয়া

উত্তরঃ জারুল

বিস্তারিত

36. নিচের কোন গাছটি পরিবেশের জন্য ক্ষতিকর?

  • ক. ধৈঞ্চা
  • খ. ইপিল ইপিল
  • গ. নীল গুলমোহর
  • ঘ. ইউক্যালিপটাস

উত্তরঃ ইউক্যালিপটাস

বিস্তারিত

37. রং প্রস্তুতে ব্যবহৃত হয়--

  • ক. জারুল গাছের ছাল
  • খ. গেওয়া গাছের ছাল
  • গ. সুন্দরী গাছের ছাল
  • ঘ. গরান গাছের ছাল

উত্তরঃ গরান গাছের ছাল

বিস্তারিত

38. কোন জাতীয় গাছ সবচেয়ে দ্রুত বাড়ে?

  • ক. বাঁশ
  • খ. নারিকেল
  • গ. বেত
  • ঘ. সুপারি

উত্তরঃ বাঁশ

বিস্তারিত

39. বাংলাদেশের কোন বেসরকারি সংস্থা ব্যাপকহারে বৃক্ষরোপণের উদ্যোগ হিসেবে গাছের চারা বিতরণ করে থাকে?

  • ক. শাইনপুকুর নার্সারি প্রজেক্ট
  • খ. এনজিও ব্র্যাক, আশ ও প্রশিকা
  • গ. ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি
  • ঘ. বাংলাদেশ ক্রিকেট বোর্ড

উত্তরঃ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি

বিস্তারিত

40. বাঁশের চারা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে কোন প্রতিষ্ঠান?

  • ক. ফরেস্ট্রি বিভাগ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
  • খ. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
  • গ. বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট
  • ঘ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

উত্তরঃ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট

বিস্তারিত

41. তাপমাত্রার ভারসাম্য রক্ষা এবং বৃষ্টির গ্রহণযোগ্য উপায় কোনটি?

  • ক. প্রকৃতির উপর নির্ভর করা
  • খ. গাছে পানি সেচ দেওয়া
  • গ. ব্যাপকহারে বৃক্ষরোপণ করা
  • ঘ. ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়া

উত্তরঃ ব্যাপকহারে বৃক্ষরোপণ করা

বিস্তারিত

43. রেললাইনের স্লিপার তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয়?

  • ক. গামারি
  • খ. গরান
  • গ. শাল
  • ঘ. গর্জন

উত্তরঃ গর্জন

বিস্তারিত

44. সাম্পান ও নৌকা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

  • ক. শাল
  • খ. গামারি
  • গ. জারুল
  • ঘ. গরান

উত্তরঃ গামারি

বিস্তারিত

45. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি আছে?

  • ক. বান্দরবান
  • খ. রাঙামাটি
  • গ. বাগেরহাট
  • ঘ. সাতক্ষীরা

উত্তরঃ বাগেরহাট

বিস্তারিত

46. ম্যানগ্রোভ বনভূমি দেখতে পাওয়া যায়--

  • ক. সিলেটের বনাঞ্চল
  • খ. চট্টগ্রামের বনভূমি
  • গ. মধুপুর ও ভাওয়াল গড়
  • ঘ. সুন্দরবন ও চকরিয়া

উত্তরঃ সুন্দরবন ও চকরিয়া

বিস্তারিত

47. বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র কোথায়?

  • ক. সিলেটে
  • খ. মধুপুরে
  • গ. চট্টগ্রামে
  • ঘ. খুলনায়

উত্তরঃ চট্টগ্রামে

বিস্তারিত

48. ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান বৃক্ষ হলো--

  • ক. গর্জন ও জারুল
  • খ. সুন্দরী ও কেওড়া
  • গ. গর্জন ও সেগুন
  • ঘ. শাল বা গজারি

উত্তরঃ শাল বা গজারি

বিস্তারিত

49. বাংলাদেশের বনভূমি কয়টি অঞ্চলে বিভক্ত?

  • ক. ৫টি
  • খ. ৪টি
  • গ. ৩টি
  • ঘ. ২টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

50. ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৬ সালের---

  • ক. ১২ জুন
  • খ. ১২ আগস্ট
  • গ. ১২ অক্টোবর
  • ঘ. ১২ ডিসেম্বর

উত্তরঃ ১২ ডিসেম্বর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects