বাংলাদেশের সম্পদ শিল্প কৃষি মৎস ও খনিজ

51. মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি?

  • ক. শাল
  • খ. গামার
  • গ. সেগুন
  • ঘ. গর্জন

উত্তরঃ শাল

বিস্তারিত

52. কর্ণফুলী পেপার মিলে কাঁচামান হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

  • ক. বাঁশ
  • খ. নলখাগড়া
  • গ. আঁখের ছোবড়া
  • ঘ. গেওয়া কাঠ

উত্তরঃ বাঁশ

বিস্তারিত

53. সুন্দরবন কোন ধরনের বন?

  • ক. ম্যানগ্রোভ
  • খ. রেইন
  • গ. কনিয়ার
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ম্যানগ্রোভ

বিস্তারিত

54. বাংলাদেশের সুন্দরবন কোন রকমের বন?

  • ক. শালবন
  • খ. রেইন
  • গ. চিরহরিৎ
  • ঘ. পত্রঝরা

উত্তরঃ চিরহরিৎ

বিস্তারিত

55. ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়--

  • ক. ৬ ডিসেম্বর ১৯৯৭
  • খ. ২৮ অক্টোবর ১৯৯৭
  • গ. ২ নভেম্বর ১৯৯৬
  • ঘ. ৭ জানুয়ারি ১৯৯৫

উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯৭

বিস্তারিত

56. বাংলাদেশের কোন বনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে?

  • ক. সিঙ্গরা বন
  • খ. সুন্দরবন
  • গ. হিমছড়ি বন
  • ঘ. মধুবুর বন

উত্তরঃ সুন্দরবন

বিস্তারিত

57. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?

  • ক. চিরহরিৎ বনভূমি
  • খ. সরলবর্গীয় বনভূমি
  • গ. ভূমধ্যসাগরীয় বনভূমি
  • ঘ. সুন্দরবন

উত্তরঃ সুন্দরবন

বিস্তারিত

58. 'ভাওয়াল জাতীয় উদ্যান' কত সালে প্রতিষ্ঠিত?

  • ক. ১৯৮৪ সালে
  • খ. ১৯৮০ সালে
  • গ. ১৯৮৩ সালে
  • ঘ. ১৯৯২ সালে

উত্তরঃ ১৯৯২ সালে

বিস্তারিত

59. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে?

  • ক. সুন্দরবন
  • খ. ভাওয়াল
  • গ. পার্বত্য চট্টগ্রাম
  • ঘ. সিলেট

উত্তরঃ ভাওয়াল

বিস্তারিত

60. লাউয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে?

  • ক. উল্লুক
  • খ. ভুবন চিল
  • গ. চিতল হরিণ
  • ঘ. হনুমান

উত্তরঃ উল্লুক

বিস্তারিত

61. বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জঙ্কারী প্রধান পণ্য/খাত/শিল্প কোনটি?

  • ক. তৈরি পোশাক
  • খ. হিমায়িত চিংড়ি
  • গ. চা
  • ঘ. পাট ও পাটজাত পণ্য

উত্তরঃ তৈরি পোশাক

বিস্তারিত

63. যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

  • ক. কম্পোস্ট
  • খ. টিএসপি
  • গ. এমপি
  • ঘ. ইউরিয়া

উত্তরঃ ইউরিয়া

বিস্তারিত

64. বাংলাদেশে সরকারি মিলগুলোতে বর্তমানে আনুমানিক কি পরিমাণ কাগজ উৎপাদিত হয়?

  • ক. ৩২ লক্ষ মে.টন
  • খ. ৩০ লক্ষ মে.টন
  • গ. ৪০ লক্ষ মে.টন
  • ঘ. ৩৫ লক্ষ মে.টন

উত্তরঃ ৩২ লক্ষ মে.টন

বিস্তারিত

65. বর্তমানে (২০১৫) দেশে সবচেয়ে বড় সিমেন্ট কারখানা কোনটি?

  • ক. ছাতক সিমেন্ট
  • খ. হোলসিম সিমেন্ট
  • গ. শাহ সিমেন্ট
  • ঘ. হুন্দাই সিমেন্ট

উত্তরঃ ছাতক সিমেন্ট

বিস্তারিত

66. বাংলাদেশে সরকারি সিমেন্ট কারখানা নয় কোনটি?

  • ক. হুন্দাই
  • খ. চট্টগ্রাম
  • গ. মংলা
  • ঘ. ছাতক

উত্তরঃ হুন্দাই

বিস্তারিত

67. বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি কি?

  • ক. প্রাকৃতিক সম্পদ
  • খ. খনিজ সম্পদ
  • গ. পোশাক সম্পদ
  • ঘ. মৎস্য সম্পদ

উত্তরঃ পোশাক সম্পদ

বিস্তারিত

69. 'মেসতা' এক জাতীয়--

  • ক. পাট
  • খ. তুলা
  • গ. তামাক
  • ঘ. ধান

উত্তরঃ পাট

বিস্তারিত

70. কোন বাংলাদেশী বিজ্ঞানী পাটের 'জেনোম' সূত্র আবিস্কার করেছেন?

  • ক. ড. মোজাম্মেল আলম
  • খ. ড. মোর্শেদ আলম
  • গ. ড. মাকসুদুল আলম
  • ঘ. ড. কামরুল আলম

উত্তরঃ ড. মাকসুদুল আলম

বিস্তারিত

71. বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে?

  • ক. উজবেকিস্তান
  • খ. ব্রাজিল
  • গ. ভুটান
  • ঘ. নেপাল

উত্তরঃ ব্রাজিল

বিস্তারিত

72. বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত?

  • ক. ২৫%
  • খ. ৩০% (প্রায়)
  • গ. ৩২%
  • ঘ. ৩৫%

উত্তরঃ ৩০% (প্রায়)

বিস্তারিত

73. বাংলাদেশের কৃষিতে 'উত্তরণ'--

  • ক. কৃষি যন্ত্রের নাম
  • খ. উন্নত জাতের ভুট্টার নাম
  • গ. কৃষি সংস্থার নাম
  • ঘ. উন্নত জাতের ধানের নাম

উত্তরঃ উন্নত জাতের ভুট্টার নাম

বিস্তারিত

74. বাংলাদেশে সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়--

  • ক. বান্দরবান
  • খ. কুড়িগ্রাম
  • গ. দিনাজপুর
  • ঘ. পঞ্চগড়

উত্তরঃ পঞ্চগড়

বিস্তারিত

75. বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?

  • ক. ১৯৮৪
  • খ. ২০০১
  • গ. ২০০৮
  • ঘ. ১৯৯৬

উত্তরঃ ২০০৮

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects