পিল খেতে খেতে ছেড়ে দিলে কি সমস্যা হয়?
Answers
-
Anonymous - 3 years ago
হঠাৎ পিল খাওয়া ছেড়ে দিলে অতিরিক্ত পিরিয়ড হওয়াসহ তলপেটে ব্যথা হতে পারে। তাছাড়া অনেকের ওজন বেড়ে যায় আবার অনেকের ওজন কমে যায়। তাই পিল গ্রহণ করার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন এবং পিল খাওয়া বন্ধ করলে ডাক্তারের পরামর্শ নিয়ে বন্ধ করবেন।
-
Anonymous - 3 years ago
পিল খেতে খেতে হঠাৎ বন্ধ করলে যে সমস্যা হয় তা হল - ১. অতিরিক্ত পিরিয়ড ও পেট ব্যথা। ২. ওজন হ্রাস বা বৃদ্ধি। ৩. স্তন হ্রাস পাওয়া। ৪. মুখে ব্রণ বা ফুসকুড়ি হতে পারে। ৫. দ্রুত গর্ভধারণর সম্ভাবনা থাকে।