সূরা মূলক এর গুরুত্ব সম্পর্কে জানতে চায়?
Answers
-
Anonymous - 3 years ago
হাদিসে আছে, সূরা মূলক একচল্লিশবার পাঠ করলে সমস্ত বিপদ-আপদ হতে রক্ষা পাওয়া যায়।
-
Anonymous - 3 years ago
হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রাসূল (সাঃ) বলেন, ‘সূরা মূলক’ কবর আযাব থেকে রক্ষা করে। ইবনে আব্বাস (রাঃ) এক ব্যক্তিতে বললেন, আমি কি তোমাদের একটি হাদীস উপহার দিব যাতে তুমি সন্তুষ্ট হবে? তিনি বললেন হ্যাঁ দিন, সূরা মূলক নিজে পড়, পরিবারের সকল ছেলে-মেয়েকে এবং প্রতিবেশিকেও শিখাও। কেননা এটি শাস্তি হতে নাজাত দিবে এবং কিয়ামত দিবসে আল্লাহর সাথে ঝগড়া করে জাহান্নামের আগুন হতে নাজাত দিবে। আর এর পাঠকারী কবর আযাব হতে মুক্তি পাবে। রাসূল (সাঃ) বলেন, আমি ভালবাসি যে, আমার প্রত্যেক উম্মতের অন্তরে যেন এই সূরা থাকে।