সুন্নত কাজ সম্পর্কে জানতে চায়?
Answers
-
Anonymous - 3 years ago
আমরা যে কাজ গুলো করলে সুন্নাত আদায় হবে তা হল - ১. কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। ২. সব কাজ ডান দিকে থেকে শুরু করা। ৩. মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা। ৪. মাঝে মাঝে খালি পায়ে মাটিতে বা ঘাসের উপর হাটা। ৫. রাতে ঘুমার আগে বিছানা পরিষ্কার করে নেয়া। ৬. রাতে ঘুমার আগে ওযু করে ঘুমা। ৭. প্রাকৃতিক কাজ শেষ করে ওযু করা। ৮. নিশক করা। ৯. সব সময় পবিত্র থাকা। ১০. ছোট বড় সকলকে সালাম দেয়া।