আয়াতাল কুরশির গুরুত্ব সম্পর্কে জানতে চায়?
Answers
-
Anonymous - 3 years ago
আয়াতুল কুরসী পাঠ করলে মানব জাতির অনেক কল্যাণ সাধিত হয়, বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচা যায়।
-
Anonymous - 3 years ago
পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরা ‘সূরা আল-বাক্বারার ২৫৫ নং আয়াত’ হচ্ছে আয়াতুল কুরসি। এ আয়াতটিতে ১০টি বাক্য রয়েছে। যার প্রত্যেকটিতে আল্লাহর ক্ষমতার কথা বর্ণনা করা হয়েছে। হজরত আলী (রা:) বলেন, আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি- যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি এ আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। [সুনানে বাইহাকী]
-
Anonymous - 3 years ago
যারা আয়াতাল কুরসি পাঠ করে তাদের থেকে শয়তান দূরে থাকে এবং কোন প্রকার জাদু তাদের ক্ষতি করতে পারে না।