উলংগ হয়ে গোসল করা কি যায়? ইসলাম কি বলে এই সম্পর্কে?
Answers
-
Anonymous - 3 years ago
উলংগ না হয়ে গোসল করা উত্তম। কারণ আপনি যখন উলংগ হয়ে গোসল করেন তখন আপনার পাশে ফেরেশতারা থাকতে পারে। এবং শয়তানও থাকতে পারে। কাউকে উলংগ হতে দেখলে শয়তান খুশি হয়। তবে সেক্ষেত্রে বিসমিল্লাহ বলে জামা খুলবেন। আমার মতে উলংগ না হয়ে গোসল করা উত্তম।