বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর প্রমোশন অফিসার/এক্সটেনশন অফিসার অন্যান্য পদের প্রশ্ন সমাধান (২০২১)

MCQ প্রশ্ন উত্তর

১. ১৯৬৬ সালের বাঙ্গালী জাতির মুক্তির সনদ ‘ছয়-দফা’ দাবি কোথায় উত্থাপন করা হয়?

উত্তরঃ লাহোরে ।

২. মুক্ত গণমাধ্যম সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ১৫২ তম।

৩. মৃত্যুক্ষুধা উপন্যাসটি কার লেখা?

উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

৪. করােনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে?

উত্তরঃ রাশিয়া। 

৫. ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগােলিক নাম?

উত্তরঃ পটুয়াখালী । 

৬. বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রােহিঙ্গাদের প্রধান দাবি কোনটি?

উত্তরঃ নাগরিকত্ব ।

৭. ‘Man is born free and everywhere he is in chains.’ উক্তিটি কার?

উত্তরঃ জঁ জ্যাক রুশো । 

৮. ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল?

উত্তরঃ ইউক্রেন। 

 ৯. কোন সভ্যতাটি প্রাচীনতম?

উত্তরঃ সুমেরীয় সভ্যতা 

১০. ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?

উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট

১১. স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত? 

উত্তরঃ নাগাসাকিতে

১২. IBRD- এর পূর্ণরূপ কী?

উত্তরঃ International Bank for Reconstruction and Development

১৩. ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোফোর্স  অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িয়ে আছে?

উত্তরঃ রাজীব গান্ধী।

১৪.”এই জানোয়ারদের হত্যা করতে হবে”- শিরোনামের মুক্তিযুদ্ধভিত্তিক পোস্টারের শিল্পী কে?

উত্তরঃ কামরুল হাসান । 

১৫. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস বের হয়?

উত্তরঃ কার্বন মনোক্সাইড

১৬. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা?

উত্তরঃ WFP 

১৭. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?

উত্তরঃ নবম ।

১৮. স্প্রেডশিট, এম এস ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট কোন সফটওয়্যার কোম্পানির পণ্য?

উত্তরঃ Microsoft 

১৯. আন্ডার লাইন করার কী-বোর্ড (Key Board) কমান্ড-

উত্তরঃ Ctrl+U 

২০. Font সাইজ ছোট করার কী-বোর্ড (Key Board) কমান্ড-

উত্তরঃ Ctrl+[    

২১. বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির  প্রতীক-

উত্তরঃ রাষ্ট্রপতি

২২. ”ততোধিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

উত্তরঃ ততঃ+অধিক

২৩. নিচের কোনটি সঠিক বানান?

উত্তরঃ পুনরুজ্জীবন। 

২৪. “কোন ভাবেই যা নিবারণ করা যায় না”-এর এক কথায় কি হবে?

উত্তরঃ অনিবার্য

২৫.”ঘাটের মড়া”- বাগধারাটির অর্থ কী?

উত্তরঃ অতি বৃদ্ধ 

২৬. ”গরীয়ান” শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি?

উত্তরঃ গরিয়সী

২৭.  ”বিধি” শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ  নিষেধ

২৮. ”তরঙ্গ” শব্দের বহুবচন কী?

উত্তরঃ তরঙ্গমালা

২৯.  ”রিক্সা” কোন ভাষার শব্দ?

উত্তরঃ জাপানী 

৩০.কোনটি ”রাজপথ” শব্দের ব্যাসবাক্য?

উত্তরঃ পথের রাজা 

৩১.”ছন্দের জাদুকর” বলা হয় কোন কবিকে?

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

৩২. ইংরেজি প্রবাদ “Black and White” এর অর্থ কী?

উত্তরঃ লিখিতভাবে

৩৩.”মাতৃস্নেহ কখনো শেষ হয় না“- এর ইংরেজি অনুবাদ কী?

উত্তরঃ Love of mother never ends.

৩৪. What is the antonym of the word “foe”? 

উত্তরঃ Friend 

৩৫. Identify the uniform of the underlined parts of sentence. ”The invention of the electric telegraph gave birth of the communications industry. “

উত্তরঃ of 

৩৬. Which of the following sentence is not correct? 

উত্তরঃ I want that he goes.

৩৭. ০.২ * ০.০২ * ০.০০২ * ০.০০০২= কত?

উত্তরঃ ০.০০০০০০০০১৬ 

৩৮. √০.০০০০০৯=কত?

উত্তরঃ ০.০০৩ 

৩৯. তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত?

উত্তরঃ ৮৯৯ 

ব্যাখ্যা: 

তিন অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯

তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০ 

সংখ্যা দুটির পার্থক্য = ৯৯৯ - ১০০ = ৮৯৯ (উত্তর)

৪০. √১+√১ এর বর্গ কত?

উত্তরঃ ৪ 

ব্যাখা:

(√১+√১)2 = (২√১)2 =  ২* √১2 = ৪ * ১ = ৪

উত্তর : ৪


লিখিত অংশ

১. Translate From Bangla to English :

  • যত বেশি পড়বেন তত বেশি জানবেন।  Ans: The more you read, the more you learn. 

  •  তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন । Ans: He has refused my proposal. 

  • পরিছন্নতা একটি গুণ। Ans: Cleanliness is a virtue. 

  •  এ পোশাকে তোমাকে সুন্দর লাগে। Ans: You look beautiful in this dress. 

  •  সুশৃংখল জীবন সাফল্যের মূল চাবিকাঠি। Ans: Disciplined life is the key to success. 

 2. Write meaning of the following idioms and make sentence with them:

  •  at a loss  - Ans : হতবুদ্ধি।
  •  fight tooth and nail - Ans : প্রাণপণে চেষ্টা করা।
  •  hue and cry - Ans : শোরগোল।
  •  in lieu of - Ans : পরিবর্তে
  • by fits and starts Ans: অনিয়মিতভাবে


Exams

Subjects