NSI এর ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক পরীক্ষা – ২০২১ এর প্রশ্ন সমাধান

  1. পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ‍উত্তর : পরি + ঈক্ষা
  2. ‘বিদ্যালয়’ শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? উত্তর : বিদ্যা + আলয়
  3. ‘সন্ধান’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি? উত্তর : সম + ধান
  4. ‘গায়ক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? উত্তর : গৈ + অক
  5. ‘প্রত্যেক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? উত্তর : প্রতি + এক
  6. অন্ন শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর : দ্যুতি
  7. ‘ইচ্ছা’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর : বিভু
  8. ‘অম্ল’ এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর : মধুর
  9. ‘নির্মল’ এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর : পঙ্কিল
  10. ‘অথৈ জল’ বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? উত্তর : ভীষণ বিপদ
  11. ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি? উত্তর : সারাবেলা
  12. ‘হিমু’ নাটকটির রচয়িতা কে? উত্তর : হুমায়ূন আহমেদ
  13. ‘কবর’ কবিতার রচয়িতা কে? উত্তর : জসীমউদদীন
  14. নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কী? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
  15. ‘সৎ পাত্রে কন্যা দান করিও।’ এখানে সৎ পাত্রে কোন কারক? উত্তর : সম্প্রদান কারক
  16. ‘বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।’ – ইহা কোন কারক? উত্তর : কর্মকারক
  17. ‘সুগন্ধি’ কি ধরনের সমাস? উত্তর : বহুব্রীহি
  18. ‘চালাক-চতুর’ কি ধরনের সমাস? উত্তর : কর্মধারয়
  19. ‘হাসনাহেনা’ কোন দেশী শব্দ? উত্তর : জাপানি
  20. কোনটি দেশী শব্দ? উত্তর : ঝোল
  21. এখন ৫টা বাজে – উত্তর : It is five o’clock now.
  22. তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? উত্তর : Have you ever been to Cox’s Bazar?
  23. ভুল করা মানুষের স্বভাব – উত্তর : To err is human.
  24. আল্লাহ তোমার মঙ্গল করুক – উত্তর : May Allah bless you
  25. আমি চা পান করি না – উত্তর : I do not take tea
  26. তোমার বাবার পেশা কি? উত্তর : What is your father’s profession
  27. আমার ক্ষুধা নেই – উত্তর : I have no appetite.
  28. আমি সেখানে যাবো – উত্তর : It is I who will go there
  29. There are ---types of present tense. Ans : four
  30. Which one is correct? Ans: Intelligence
  31. Which one is correct? Ans : Decisive
  32. Which one is correct? Ans : One of my friends is a lawyer.
  33. He said that he had done the work’ The direct speech is – Ans: He said, “He did the work.”
  34. ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলো – Ans : The patient had died before the doctor came.
  35. He is absent----home. Ans : from
  36. She was awarded ---her bravery. Ans: for
  37. I have started--- my office. Ans: for
  38. She preferred rice----bread. Ans : to
  39. There are---types of parts of speech. Ans : Eight
  40. Which one is correct? Ans: I was a candidate for the post.
  41. পিতা পুত্রের বয়সের অনুপাত ৪ : ১। পুত্রের বয়স ১০ হলে, পিতার বয়স কত? উত্তর : ৪০
  42. ২, ৪, ৮ এর ল.সা.গু. কত? উত্তর : ৮
  43. ১৫ ও ২৫ এর গ.সা.গু. কত? উত্তর : ৫
  44. দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গুর গুণফল সংখ্যা দুটির – উত্তর : গুণফলের সমান
  45. যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০% শার্ট হয়, তবে কতটি শার্ট নয়? উত্তর : ৯
  46. ৩ দিনে একটি কাজের ১/৮ অংশ শেষ হয়। ঐ কাজের দ্বিগুণ কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? উত্তর : ৪৮ দিন
  47. ১ টন = কত কেজি? উত্তর : ১০০০ কেজি
  48. ৩ * ০ * ০.৩ = ? উত্তর : ০
  49. a + 1/ a = 3 হলে a2 + 1/a2 এর মান কত? উত্তর : ৭
  50. a – {a-(a+1)} = কত? উত্তর : a + 1
  51. সমবাহু ত্রিভুজের কোণগুলি? উত্তর : ৬০ ডিগ্রী
  52. একটি বর্গক্ষেত্রের একটি বাহু x  হলে, উহার ক্ষেত্রফল কত? উত্তর : x2
  53. বৃ্ত্তের পরিধি = ? উত্তর : ২পাইr
  54. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ? উত্তর : দৈর্ঘ্য * প্রস্থ
  55. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর : বরিস জনসন
  56. NATO stand for – উত্তর : North Atlantic Treaty Organization
  57. সমবাহু ত্রিভুজের সর্ববৃহৎ কোণটি কত? উত্তর : ৯০ ডিগ্রী
  58. সর্বশেষ টি-২০ ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশে কোন দল আসে? উত্তর : নিউজিল্যান্ড
  59. UNDP তে কি হয়? উত্তর : United Nations Development Program
  60. বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? উত্তর : ময়মনসিংহ
  61. ‘স্ফুলিং’ ছায়াছবির পরিচারক কে? উত্তর : তৌকির আহমেদ
  62. আফগান সরকারের প্রধান হচ্ছেন ? উত্তর : মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
  63. CIA কি? উত্তর : Central Intelligence Agency
  64. BRICS এর সদর দপ্তর কোথায়? উত্তর : সাংহাই
  65. গণচীনের প্রতিষ্ঠাতা কে? উত্তর : মাও সেতুৎ
  66. Malacca strait কোথায় অবস্থিত? উত্তর : ভারত মহাসাগর
  67. Covid-19 রোগী প্রথম কোন শহরে দেখা যায়? উত্তর : উহান
  68. Facebook এর Inventor কে? উত্তর : Mark Zukerberg
  69. আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? উত্তর : চার্লস ব্যাবেজ
  70. CPU কি? উত্তর : Central Processing Unit
  71. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তর : ১৪ ডিসেম্বর
  72. বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? উত্তর : ভুটান
  73. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রচয়িতা কে? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  74. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর : ১১
  75. ৬-দফা দাবী কে উত্থাপন করেন? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  76. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? উত্তর : মহাস্থানগড়
  77. ‘আকবর নামা’ গ্রন্থের লেখক কে? উত্তর : আবুল ফজল
  78. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? উত্তর : কাজী সালাউদ্দিন
  79. নিচের কোনটির Memory Capacity সর্বোচ্চ? উত্তর : None of the
  80. কম্পিউটারের RAM হচ্ছে – উত্তর : Random Access Memory

Exams

Subjects