জাতীয় মানবাধিকার কমিশনের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০২০ এর প্রশ্ন সমাধান

  • বাংলা অংশের সমাধান:

১. সন্ধি বিচ্ছেদ:

  • গবেষণা - গো + এষণা
  • উদ্ভব - উৎ + ভব
  • সংগীত - সম + গীত 
  • দিগন্ত - দিক + অন্ত
  • পবন - পো + অন

২. বাকধারা :

  • অকাল কুষ্মাণ্ড - অপদার্থ
  • মাছের মায়ের পুত্র শোক - লোক দেখানো শোক
  • ভিজে বিড়াল - কপট
  • বসন্তের কোকিল - সুসময়ের বন্ধু
  • বালির বাধ - ক্ষণস্থায়ী বস্তু

৩. এক কথায় প্রকাশঃ

  • অনেকের মধ্যে একজন - অন্যতম 
  • অন্য দেশ - দেশান্তর
  • কণ্ঠের সমীপে - উপকণ্ঠ 
  • মরার মত অবস্থা যার - মুমূর্ষু 
  • খাওয়ার ইচ্ছা - ক্ষুধা

৪. অনুচ্ছেদ : মানবাধিকার 

উত্তর: নিজে চেষ্টা করুন।

ইংরেজি অংশের সমাধান :

১. Translate into English:

  • আমার একটি হাত ঘড়ি আছে। Ans: I have a wrist watch.
  • মানুষ মাত্রই ভুল হয়। Ans: To err is human.
  • সসকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। Ans: It has been drizzling since morning.
  • তোমার বাড়ি যাওয়াই ভালো। Ans: You had better go home. 

২.Fill in the blanks

  • She is good -- mathematics. ans: at
  • He confessed --his guilt. ans: to
  • Don't tun -- the road. ans: on
  • The committee is consisted -- ten members. ans: of
  • He is always busy -- nothing. ans: about

3. Idiom and phrases:

  • Burning question - গুরুত্বপূর্ণ বিষয় 
  • On the contrary - অপরপক্ষে
  • On the eve of - প্রাক্কালে 
  • Ups and downs - উত্থান পতন
  • To look after - দেখা শুনা করা

4. Write a short paragraph on 'Human Rights'.

Ans: নিজে চেষ্টা করুন। 

গণিত অংশের সমাধান :

১. শতকরা বার্ষিক ৮ ১/২ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?

ব্যাখ্যাঃ

হার  r = ৮.৫

n = ৬

I = ২৫৫০

P =?

I = pnr

আমরা জানি,

p = I × 100/ nr

=  ২৫৫০ × ১০০/৬×৮.৫

= ৫০০০ টাকা

উত্তরঃ আসল ৫০০০ টাকা।

২. একটি ঘড়ি ৮℅ ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮℅ লাভ হতো ঘড়িটির ক্রয়মূল্য নির্ণয় কর।

উত্তর : ৫০০০ টাকা

ব্যাখ্যাঃ

৩. a+1/a = 7 হলে a3+1/a3 এর মান কত?

উত্তর: ৩২২


সাধারণ জ্ঞান অংশ :

১. পূর্ণঅর্থ লিখুনঃ

  • UDHR - Universal Declaration of Human Rights.
  • RAM - Random Access Memory
  • CNG - Compressd Natural Gas
  • NHRC - National Human Rights Commission 
  • WHO - World Health Organisation 

২. জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?

উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ ১৯২০ সালে জন্মগ্রহণ করেন।

৩. মুজিব বর্ষের লোগোটির ডিজাইনার কে?

উত্তর : সব্যসাচী হাজরা। 

৪. জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভা

৫. করোনা ভাইরাস প্রথম কোথা হতে ছড়ায়?

উত্তরঃ হুবেই প্রদেশের উহান নগরী থেকে।

৬. ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ কাতার

৭. মানবাধিকার দিবস কোন তারিখে পালন করা হয়?

উত্তরঃ ১০ ডিসেম্বর

৮. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর : ৬.১৫ কিমি।

৯. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে?

উত্তর : ২ মার্চ ১৯৭১ সালে।

১০. বাংলাদেশের আইনসভার নাম কি?

উত্তর : বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। 

১১. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় কোন প্রতিষ্ঠান? 

উত্তর : বিশ্ব খাদ্য কর্মসূচি 



Exams

Subjects