সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক - ২০২০ চাকরির পরীক্ষার সমাধান

১. সন্ধি বিচ্ছেদ 

  • যথেষ্ট - যথা + ইষ্ট
  • দিগন্ত - দিক + অন্ত
  • সংযম - সম + যম
  • পরিষ্কার - পরি + কার
  • নাবিক - নৌ + ইক

২. এক কথায় প্রকাশ

  • যা দমন করা যায় না - অদম্য
  • যা খুব শীতল বা উষ্ণ নয় - নাতিশীতোষ্ণ
  • যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ
  • যে মেয়ের বিয়ে হয়নি - কুমারি
  • যার কোন উপায় নেই - নিরুপায়

৩. বাগধারা

  • অকুল পাথর - ভীষণ বিপদ
  • কৈ মাছের প্রাণ - দীর্ঘজীবী
  • গোঁফ খেজুরে - নিতান্ত অলস
  • ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা
  • মণিকাঞ্চন যোগ - উপযুক্ত মিল

৪. Translation

  • আমাকে সেখানে যেতেই হবে -  I have to go there.
  • আকাশ মেঘাচ্ছন্ন - The sky is overcast with clouds.
  • বালিকাটি নাচতে নাচতে আসছে - The girl is coming to dance.
  • লোকটি তিন দিন যাবত জ্বরে ভুগছে - The man has been suffering form fever for three days.
  • রহিম  একজন সফল কৃষক - Rahim is a successful farmer.

৫. Fill the gap

  • - sky is blue. - The
  • I eat - apple every day.- an
  • We should abide - the rules. - by
  • He is zealous - freedom. - for
  • He is weak - mathematics. - at
  • He is - one eyed man. - a

৬. Idioms & phrases

  • Blue Blood - অভিজাত্য
  • All day long - সমগ্র সময়/সারাদিন

৭. একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত?  - ১০ টাকা

ব্যাখ্যা:

কলমটির বিক্রয় মূল ১১০ টাকা হলে ক্রয় মূল ১০০ টাকা 

    ”              “     ”      ১১   “      ”       “    “”  (১০০ * ১১)/১১০ = ১০ টাকা

৮. x + y = 4 হলে x3 + y3 + 12xy এর মান নির্ণয় করুন। - ৬৪

৯. প্রশ্নগুলোর উত্তর দিন

  • সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কে কী বলে ? - অতিভুজ
  • ৩০ কোণের পূরক কোণক কত? -  ৬০
  • কোন বর্গের একবাহুকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে? - ৪ গুণ
  • ০.৫ এর শতকরা ২০ কত? - ০.১
  • এক সরলকোণের পরিমাণ কত? - ১৮০

১০. প্রশ্নগুলোর উত্তর দিন

  • বাংলাদেশের জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট
  • বাংলাদেশকে প্রথম স্বীকৃত দেয় - ভুটান
  • করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয় - উহান

Exams

Subjects