বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর প্রমোশন অফিসার/এক্সটেনশন অফিসার অন্যান্য পদের লিখিত পরীক্ষা অংশের সমাধান - ২০২১

English লিখিত অংশের সমাধান: 

1. Translate from Bangla to English.

i) যত বেশি পড়বেন তত বেশি জানবেন।

Ans: The more you read, the more you learn. 

ii) তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

Ans: He has rejected my proposal. 

iii) পরিছন্নতা একটি গুণ।

Ans: Cleanliness is a virtue. 

iv)  এ পোশাকে তোমাকে সুন্দর লাগে।

Ans: You look beautiful in this dress. 

v) সুশৃংখল জীবন সাফল্যের মূল চাবিকাঠি।

Ans: Disciplined living/life is the key to success. 

2. Write meaning of the following idioms and make sentence with them:

i) at a loss   - হতভম্ব

ii) fight tooth and nail - প্রাণপণে যুদ্ধ করা

iii) hue and cry - শোরগোল

iv) in lieu of -  পরিবর্তে

v) by fits and starts - অনিয়মিতভাবে

3. Write the correct meaning of the underlined part of the following sentences: 

i) She handed out warm clothes.

Ans: বিতরণ করা 

ii) Please hand in your paper before Friday.

Ans: দাখিল করা/জমা দেওয়া 

iii) The Cricket match kicked off  at 3 o’clock.

Ans: শুরু হওয়া 

iv) I came across my old friend day before yesterday.

Ans: হঠাৎ দেখা হওয়া 

4. Write meaning of the following words and make sentences with them:

i) Adept - দক্ষ

ii) Adopt   - দত্তক নেওয়া  

iii) Adapt  - খাপ খাওয়ানো

5. Fill in the blank with appropriate preposition.

i) My cousin is senior ____ me. - Ans: to 

ii) We should adhere ___ our strategy. - Ans: to 

iii) The kid is trembling ___ fear. - Ans: with 

iv) He is polite ___ his manners. - Ans: in 

v) I’m always independent _____ my family. - Ans: of 

vi) I’ve no zest ___ listening to music. - Ans: for 

 

৬. Read the following passage and then answer (in your own words) the questions given at end of the passage.

i) Give a suitable title for the passage.

উত্তর: নিজে চেষ্টা করুন।

গণিত অংশের সমাধান :

৭. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন :

i)৬(-৩)(১/৩)(-০.২৫) = কত ? উত্তর : ৩/২

ii)-১ পাওয়ার জন্য -৫/৪ এর সঙ্গে কত যোগ করা দরকার? উত্তর : ১/৪

iii)একটি সংখ্যা ৭৫৭ থেকে যত ছোট ৫৫৫ থেকে তত বড় সংখ্যাটি কত? উত্তর : ৬৫৬

iv)-২+(-২) – [-(২)] – ২ = কত? উত্তর : -৪

৮. কোনো একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা। পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের মোট শিক্ষক- শিক্ষিকার সংখ্যা কত? উত্তর : ৯০ জন।

৯. একটি শহরের জনসংখ্যা ৮০০০ জন। প্রথম বছরের জনসংখ্যা বৃদ্ধি পায় শতকরা ১০ জন এবং দ্বিতীয় বছরে শতকরা ২০ জন। ২ বছর পরে জনসংখ্যা কত হবে? উত্তর : ১০৫৬০ জন।

১০. X ও y  এর মান নির্ণয় করুন। 3x – 5y = -9; 5x – 3y = 1 উত্তর : x=2, y=3

Exams

Subjects