দোয়া কবুল না হওয়ার কারণ

Published: 2021-04-24 14:30:00

 

শাকিকুল বলখী হতে বর্ণিত, তিনি বলেন, ইব্রাহিম বীন আদহাম একজন সুপ্রসসিদ্ধ সুখী ছিলেন। তিনি একদিন বসরার বাজারে গেলে অনেক লোক তাকে ঘিরে ধরে প্রশ্ন করল, হে ইব্রাহিম বীন আদহাম আল্লাহ তার কিতাবে বলেছেন যে, ”হে আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো।” অথচ আমরা দীর্ঘদিন ধরে দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না । তখন তিনি তাদের বললেন, হে বসরার বাসিন্দারা! তোমারেদ অন্তর দশটি জিনিসের কারণে মৃত্যুবরণ করেছে। যার জন্য তোমাদের দোয়া কবুল হচ্ছে না। কারণ গুলো হল –

  • তোমরা আল্লাহ কে জানো অথচ তার হক পুরোপুরি আদায় করোনা।
  • তোমরা শয়তানকে শত্রু হিসেবে জানো অথচ তার পথেই অনুসরণ করে চলেছ।
  • কোরআন শরীফ পাঠ করো অথচ তার গুরুত্ব ‍অনুধাবন করো না।
  • তোমরা রাসূল (সাঃ) কে ভালোবাস অথচ তার সুন্নতকে ছেড়ে দাও।
  • তোমরা মৃত মানুষকে দাফন করো অথচ তা থেকে শিক্ষা গ্রহণ করো না।
  • তোমরা জান্নাত চাও অথচ জান্নাত লাভের আমল করো না।
  • তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চাও কিন্তু তোমরা আযাবের মধ্যেই রয়েছ।
  • মৃত্যু সত্য বলে জানো কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো না।
  • তোমরা আল্লাহর দেয়া খাবার খাও কিন্তু তোমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না।
  • তোমরা অন্যের দোষ প্রচার করে বেরাও কিন্তু নিজের দোষের দিকে লক্ষ্য করো না।


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in