রোগ/বিপদ থেকে মুক্তির জন্য আমল
Published: 2021-04-24 04:35:00
আল – আব্বাস ইবনু আবদিল মুত্তালিব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (সাঃ) এমন কিছু আমাকে শিখিয়ে দিন যা আল্লাহ তাআলার নিকট আমি প্রার্থনা করতে পারি। তিনি বললেনঃ ”আল্লাহুম্মা ইন্নি আস'আলুকাল 'আফিয়্যাহ।”
অর্থঃ ওহ! আল্লাহ, আমি আপনার কাছে 'আফিয়্যাহ’ চাচ্ছি।
কিছু দিন পর আবার গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ)! এমন কিছু আমাকে শিখিয়ে দিন যা আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। তখন রাসূল (সাঃ) বললেন : হে আল্লাহর রাসূলের চাচা “আল্লাহর কাছে আফিয়্যাহ কামনা করুন, এর থেকে উত্তম কোন জিনিস আপনাকে দেওয়া হবে না।”
আফ্যিয়া কি : যখন আমরা মহান আল্লাহ তাআলার কাছে আফ্যিয়া চাই তখন যা বুঝায়-
- শাস্তির পরিবর্তে ক্ষমা পাবার জন্য দু'আ।
- বেঁচে থাকার জন্য আর্থিক স্বচ্ছলতার জন্য দু'আ।
- যেকোন দু:খ-দর্দশা থেকে মুক্তির জন্য দু'আ
- সন্তান – সন্তুতির সুরক্ষার জন্য দু'আ।
- সুস্বাস্থ্য অর্জনের জন্য দু'আ।
আফ্যিয়ার অর্থ :
হে আল্লাহ , আমাকে সকল দুঃখ-দুর্দশা, গ্লান্তি ও ভোগান্তি থেকে রক্ষা করুন। দুনিয়া ও আখিরাতে উভয় স্থানেই।
সুনান আত-তিরমিযী : খন্ড – ০৬, অধ্যায় – ৪৫, অধ্যায় – দু’আ, হাদিন নাম্বার - ৩৫১৪