সালাতুস তাসবিহ পড়ার নিয়ম

Published: 2021-04-30 00:00:00

 

সালাতুত তাসবীহ অত্যন্ত ফযীলতপূর্ণ নামায।  যারা আল্লাহর প্রিয় বান্দাহ তারা সব সময় আল্লাহর হুকুম ও নবী কারীম (সাঃ) এর সুন্নত মোতাবেক চলেন। তারা সত্যিই আল্লাহর দরবারে নিজেদের কে অপরাধী, গুনাহগার, জালেম মনে করেন। গুনাহ মাফের জন্য তারা গ্রহণ করেন বিভিন্ন কার্যকরী পন্থা। তাই তো হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ ) প্রতি শুক্রবার এই নামাজ আদায় করতেন। হজরত আবু জাওযা( রহঃ)  অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিদিন জোহরের আজানের পর জামাত শুরু হওয়ার আগে সালাতুত তাসবিহ পড়তেন।

এই নামাযে তিনশত বার তাসবীহ পাঠ করা হয় তাই সালাতুত তাসবীহ বলা হয়। হাদীসে আছে এই নামায পড়লে আল্লাহপাক আপনার আগের পরের, পুরাতন এবং নতুন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ছোট বড়, গোপনে, প্রকাশ্যে করা যাবতীয় গুনাহ মাফ করে দেন। এই নামায সম্ভব হলে দৈনিক একবার, তা না হলে সপ্তাহে একবার, তা না হলে মাসে একবার, যদি তাও না হয় বছরে একবার পড়া উচিত।

রাসুল (সা.) তার চাচা হজরত আব্বাস (রা.)-কে বলেন, ‘চাচা, পারলে আপনি সালাতুল তাসবিহ নামাজ সপ্তাহে একবার, তাও না হলে মাসে একবার, তাও না পারলে বছরে একবার পড়বেন। তাতেও অক্ষম হলে অন্তত জীবনে একবার হলেও নামাজ পড়বেন। নামাজ দ্বারা জীবনের ছোট, বড়, স্বেচ্ছায়, অনিচ্ছায়, নতুন, পুরনো, গোপন, প্রকাশ্য সব রকম অপরাধ মাফ হয়ে যায়।

নিয়াত :  নাওয়াইতু আন উসালি্লয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতাই সালাতিল সালাতুল-তাসবী সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার। (نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى ارْبَعَ رَكَعَاتِ صَلَوةِ التَّسْبِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ)

অর্থ : আমি সালাতুল-তাসবী -চার-রাকআত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

নামাজের দোয়া : সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ)

অর্থ : আমি আল্লাহ তাআলার গুণগান কীর্তন করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার নিমিত্ত, আল্লাহ ভিন্ন অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ।

সালাতুত তাসবিহ পড়ার নিয়মঃ

সালাতুত তাসবিহ চার রাকায়াত নামাজ। প্রত্যেক রাকায়াতে ৭৫ বার করে মোট রাকায়াতে ৩০০ বার নিম্নোক্ত দোয়া পড়তে হয়।সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’

সালাতুত তাসবিহতে উপরোক্ত দোয়া পাঠ করার ব্যাপারে হাদিস ফিকাহের কিতাবগুলোর মধ্যে কিছু নিয়ম আছে।

১. প্রথম রাকাতে সানা পড়ার পর ১৫ বার পড়তে হবে- “সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।”

২. তারপর স্বাভাবিক নিয়মে সুরা ফাতিহা অন্য আরেকটি সুরা অথবা অন্তত তিন আয়াত পড়ার পরে তাসবীহ টি ১০ বার পড়তে হবে

৩. রুকু করবে এবং রুকু অবস্থায় দোয়ার পর তাসবিহটি  ১০ বার পাঠ করতে হবে।

৪. রুকু থেকে মাথা ওঠানোর পর সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় (রাব্বানা লাকাল হামদ পড়ার পর) তাসবিহ ১০ বার পাঠ করতে হবে।।

৫. তারপর সিজদায় যাবে এবং সিজদা অবস্থায় তাসবীহ ১০ বার পাঠ করবে।

৬. সিজদা থেকে মাথা ওঠানোর পর ১০ বার।

৭. পুনরায় সিজদা গিয়ে ১০ বার

৮. সিজদা থেকে মাথা ওঠিয়ে আবার দ্বিতীয় রাকাতে একি ভাবে তাসবিহ পাঠ করতে হবে।

এই নামায যে কোন সূরা মিলিয়ে পড়া যায়। মাকরূহ সময় ব্যতীত দিনে-রাতে যে কোন সময় এই নামায পড়া যায়।এই নামায নিজে পড়ুন এবং অন্যদেরও পড়তে বলুন।



There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in