সিজদায় কোন কোন দোয়া পড়তে হয়?

Published: 2021-05-02 18:50:00


সিজদায় অনেকেই দুই অথবা একটা দোয়া পড়ে  কিন্তু রাসূল (সাঃ) আমাদের অনেক দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। যেগুলো তিনি সিজদায় পাঠ করতেন। সেই সকল দোয়া গুলো আমাদের জানা উচিত। কারন রাসুল (সাঃ) বলেন, বান্দা যখন সিজদারত থাকে, তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা সময়ে বেশি বেশি দোয়া করবে। - মুসলিম :৪৮২, নাসায়ী : ১১৩৭, আবু দাউদ : ৮৭৫, আহমাদ : ৯১৬৫

সিজদার দোয়া সমূহ নিম্নরুপঃ

  • হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি নাবী (সা) এর সাথে সলাত আদায় করলেন। তিনি বলেন, রাসূল (সাঃ) রুকূতে ‘‘সুবহা-না রব্বিয়ালআযীম’’ সিজদায় ‘‘সুবহা-না রব্বিয়াল লা-’’ পড়তেন। -  মিশকাত ৮৮১
  • রাসুল (সাঃ) সিজদার সময় বলতেন, আল্লা-হুম্মা লাকা সাজাদতু ওয়াবিকা -মানতু ওয়া লাকা আসলামতু। সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাক্বাহু ওয়া সাওয়্যারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু, তাবারাকাল্লাহু আহ্সানুল খালিক্বীন।  অর্থ : “হে আল্লাহ! আমি আপনার জন্যই সিজদাহ করেছি, আপনার উপরই ঈমান এনেছি, আপনার কাছেই নিজেকে সপে দিয়েছি। আমার মুখমণ্ডল সিজদায় অবনত সেই মহান সত্তার জন্য,  যিনি একে সৃষ্টি করেছেন এবং আকৃতি দিয়েছেন, আর তার কান চোখ বিদীর্ণ করেছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ্অত্যন্ত বরকতময়।” - সহিহ মুসলিম / ৫৩৪
  • আয়িশা (রাঃ) থেকে বর্ণিত : তিনি বলেন, রাসূল (সাঃ) রুকু’-সিজদায় দু অধিক পরিমানে পাঠ করতেন : সুবহা-নাকা আল্ল-হুম্মা রব্বানা- ওয়াবি হামদিকা আল্ল-হুম্মাগ্ ফিরলী।অর্থ:  “হে আল্লাহ! আমার প্রতিপালক। আপনার প্রশংসার সাথে পবিত্রতা ঘোষনা করছি। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন।“  - সহিহ মুসলিম ৯৭২, বুখারী ৭৯৪
  • আয়িশা (রাঃ) থেকে বর্ণিত : রাসূল (সাঃ) রুকূ সিজদায় বলতেন, “সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালা-য়িকাতি ওয়াররূহ। অর্থ : (আপনি) সম্পূর্ণরূপে দোষ-ত্রুটিমুক্ত, অত্যন্ত পবিত্র মহিমান্বিত; ফেরেশতাগণ রূহ এর রব্ব।” - মুসলিম ১১১৯, আবূ দাঊদ ৮৭২, মিশকাতুল মাসাবিহ ৮৭২
  • আয়িশা  (রাঃ) থেকে বর্ণিত : তিনি বলেন, রাসূল (সাঃ) তার ইন্তেকালের পূর্বে এই দুআটি খুব রুকুতে সিজদায় বেশি মাত্রায় পাঠ করতেন : সুবহা-নাকা ওয়াবি হামদিকা আসতাগফিরুকা ওয়াতুবু ইলায়ক অর্থ :মহান পবিত্র আল্লাহ, সকল প্রশংসা প্রাপ্য একমাত্র তার, আমি তোমার নিকট সকল পাপের ক্ষমা চাচ্ছি তাওবাহ করছি।” - সহিহ মুসলিম : ৯৭৩, সিলসিলা সহিহা : ৩০৩২


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in