বাংলাদেশ বিভিন্ন সংস্থার সদস্য

জাতিসংঘের মহাসচিব হিসাবে প্রথম কে বাংলাদেশ সফর করেন ?-কুর্ট ওয়াল্ডহেইম
১৯৬১ সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন(NAM)-এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত ছিল?-২৫
বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন সদস্য কোথায় বিমান দুর্ঘটনায় শহীদ হন ?-বেনিনে
মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?-ইরাক
১৯৭১ সালের ডিসেম্বরে দুই লক্ষাধিক ভারতীয় সেনা (মিত্র বাহিনী) আমাদের মুক্তি বাহিনীর সাথে বাংলাদেশে প্রবেশ করে। উক্ত ভারতীয় সেনা বাংলাদেশের অবস্থান করেছিল ?-প্রায় তিন
কোন বিদেশী সাংবাদিক ১৯৭১ সালে পুর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?-সাইমন ড্রিং
বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে?-২ বার
কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ? ( Which country was the first to recognize Bangladesh as an Independent Nation ?)-ভারত (India)
কোন দেশে বাংলাদেশের দূতাবাস নেই ?-Maldives
বাংলাদেশ কোন বছর আন্তর্জাতিক অর্থ তহবিলের সদস্যপদ লাভ করে ?(In which year did Bangladesh become a member of the IMF ?)-1972
জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে তারিখে বাংলাদেশে গমন করেন --১ নভেম্বর ২০০৮
'৭১ -এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনুষ্ঠিত হয়েছিল?-১৯৯২ সালে
বাংলাদেশ কোন সালে বিশ্ব আলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে ?-১৯৮০ সালে
বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?-৩২ তম
বাংলাদেশে নিযুক্ত ১৪ টি দাতা দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারের সংগঠনের নাম --টুয়েসডে গ্রুপ
বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?(In which year Bangladesh was elected as the president of UN General Assembly?)-1986
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র --পূর্ব জার্মানী
বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?-১৯৭৯-৮০
জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশ কবে আই.সি.সির সহযোগী সদস্যপদ (Associate membership)লাভ করে ?-১৯৭৭
যে কারণে বাংলাদেশের সেনাবাহিনীর বিশ্বে সুনাম অর্জন করেছে --আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম
কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে?-১৭ সেপ্তেম্বের,১৯৭৪
কোন আরব দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?-ইরাক
যুদ্ধে অংশগ্রহনের জন্য কোন দেশে বাংলাদেশী সৈন্যদের পাঠানো হয়েছিল ?-কুয়েত
বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয় ?-ASEAN
বাংলাদেশ কোন বছর কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে ?(In which year did Bangladesh become a member of Commonwealth ?)-1972
বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) সদস্য হয়?-জানুয়ারী, ১৯৯৫
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হলো --পোল্যান্ড
জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ?-হুমায়ুন রশীদ চৌধুরী
যে সন থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে --১৯৮৮
যে দেশে বাংলাদেশী পাসপোর্ট দ্বারা ভ্রমণ করা যায়না - (The country that you cannot travel with your Bangladeshi passport is -)-Israel
বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে ?-কমনওয়েলথ
স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?-৪ এপ্রিল, ১৯৭২
জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র --চীন
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রাদান করেন করেন?-সাধারণ পরিষদের অধিবেশন
বাংলাদেশ কোনটির সদস্য নয়? (Bangladesh is not a member of which of the following association?)-OPEC
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?-সেনেগাল
কোন দেশের সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই? ( With which country does Bangladesh have no economic and diplomatic relations?)-Israel
বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে --১৮ এপ্রিল,১৯৭২
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?-হুমায়ুন রশীদ চৌধুরী
বাংলাদেশ কোন আঞ্চলিক সংগঠনের সদস্যপদ চাইছে ?-আসিয়ান
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম - (Name of the 2nd country that recognized the independence of Bangladesh.)-ভারত (India)
বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থা(OIC) - এর সদস্যপদ লাভ করে?-১৯৭৪ সালে
বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই --তাইওয়ান
জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশে সফর করেন --২০০১ সালে
বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য ? (Bangladesh is a member of which of the following association ?)-WTO
কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?-ইরাক
বাংলাদেশ কোন জোটের সদস্য নয় ?-জি-৮
জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশে সশস্ত্র বাহিনী বর্তমানে কয়টি দেশে কর্মরত আছে ?-১১
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান --১ম

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics