বাংলাদেশের সংবিধান

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি --সাংবিধানিক সংস্থা
বাংলাদেশে সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়?-৪ নভেম্বর, ১৯৭২
বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?-আবদুর রউফ
বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা ছিলেন---বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কার সম্মতি ছাড়া কোন বিল পাস করা যাবেনা ?-রাষ্ট্রপতির
সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কত দিনের বেশি বিরতি থাকবে না ?-৬০ দিন
সংবিধান সংশোধনে প্রয়োজন হয়---দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি
সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?-১১৮ নং অনুচ্ছেদে
বাংলাদেশে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে ?-জাতীয় সংসদ
বাংলদেশ থেকে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যের দ্বারা কি গঠিত হয়?-গণপরিষদ
মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার ?-সামাজিক
'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -(Constitution of the people's Republic of Bangladesh was introduced on)-16 December, 1972
সাংসদদের প্রধান কাজ কি ?-যুতসই আইন প্রণয়ন
কোন সালে ঢাকার ইংরেজী বানান Dacca থেকে Dhaka হয় ?-১৯৮২
জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় --দ্বিতীয় সংশোধনীতে
বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হবে ? (According to the Constitution of Bangladesh what is the minimum age to become the President ?)-35
কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত?-সুপ্রিমকোর্ট
সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে ?-৯৩ (১)
অধ্যাদেশ প্রণয়ন করেন - (Who has the authority to issue an ordinance is Bangladesh?)-President
মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয় ?-মৌলিক অধিকার
বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে?-মাননীয় স্পিকার
ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে ?-১৯৮৮
বাংলাদেশের সুপ্রিমকোর্টের ডিভিশন বা বিভাগ কয়টি?-২ টি
বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি-ব্যবস্থা করার অধিকার থাকবে' বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের --৪২ নং অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধানে যে এক কক্ষবিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে, তার নাম কি ?-জাতীয় সংসদ
বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি ?-The People's Republic of Bangladesh
নির্বাচন কমিশনারদের মেয়াদকাল --৫ বছর
প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?-প্রধান বিচারপতি নিয়োগ
বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত (২০১১) কতটি সংশোধনী আনা হয়েছে?-১৫
বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয় ?-৮ম
সংবিধান সংশোধনে গণভোট প্রথা বাতিল করা হয় কোন অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে?-১৪২
বাংলাদেশের সরকারী কর্ম কমিশন কোন মন্ত্রণালয়য়ের সাথে সংশ্লিষ্ট?-সংস্থাপন
বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে "সকল সময়ে ---- চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য"। শূন্যস্থানটি পূরণ কর।-জনগনের সেবা করিবার
বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?-১৮ বছর
বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রায়ব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?-১১৭
বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে কি বলা হয় ?-অ্যাটর্নী জেনারেল
সংবিধানের কোন অনুচ্ছেদে 'চলাফেরার স্বাধীনতা' উল্লেখ রয়েছে ?-৩৬ নং অনুচ্ছেদ
কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান ?-বাংলাদেশ নির্বাচন কমিশন
সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক ?-৬০
'রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান' - উক্তিটি কে করেন ?-এরিস্টটল
কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয় ?-জরুরী আইন
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে ?-৭
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন - (Who is the Supreme commander of Defence in Bangladesh ?)-President
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরীর ক্ষমতা পায়?-২৮ (৪)
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য প্রার্থীর বয়স ন্যূন্যতম কত হওয়া দরকার?-পঁচিশ বছর
বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে ?-রাষ্ট্রপতি
বাংলাদেশের সংবিধানের ৮ম সংশোধনীর উদ্দেশ্য ছিল --ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া
সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে --রাষ্ট্রের মৌলিক আইন
বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?-২৬ টি
বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি ?-বাংলাদেশ সরকারী কর্মকমিশন
রাষ্ট্রপতি সংবিধান সংশোধন বিল কত দিনের মধ্যে পাস করবেন?-৭ দিন
'অর্থ বিল' সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?-৮১ (১)
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন ?-রাষ্ট্রপতি
বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে ?-শেখ মুজিবুর রহমান
বাংলাদেশর সংবিধানের মূলনীতি কয়টি ?-৪ টি
কোন এ্যাডভোকেটকে সুপ্রীম কোর্টের জজ হিসেবে নিযুক্ত করতে হলে সুপ্রীম কোর্টের ন্যূনতম কত বৎসরের এ্যাডভোকেট পেশার অভিজ্ঞতা বাঞ্ছনীয় ?-১০ বৎসর
সংবিধান দিবস পালিত হয়—-৪ নভেম্বর
এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কয়বার সংশোধিত হয়েছে ? (The Constitution of Bangladesh has been subject to how many amendments till today ?)-15
বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ বা অধ্যায় আছে ?-১১ টি
সুপ্রীম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়স কত ?-৬৭
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পীকার কে ছিলেন?-শাহ্ আবদুল হামিদ
বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে মনোনীত করেন --রাষ্ট্রপতি
'প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার' এর উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?-৩৯(২)ক
বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে ?-জাতীয় সংসদ
জাতীয় সংসদে নির্বাচিত কোন সদস্য একটানা কত দিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে ?-৯০ দিন
"Ordinance" এর বাংলা কোনটি ?-অধ্যাদেশ
সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় --১৯৭৯ সালে
সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ রয়েছে?-২৭ নং অনুচ্ছেদ
কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয় ?-চতুর্থ
সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধীকারী কে ?-রাষ্ট্রপতি
বাংলাদেশের সংবিধান কটি ভাষায় রচিত?-দুটি
অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের কেবিনেট দায়ী থাকবে ?-জাতীয় সংসদের কাছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা কতটি?-১৫৩টি
বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদের কোন তারিখে পাস হয়েছিল ?-২৫ জানুয়ারি, ১৯৭৫
একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কত দিন সংসদের বাইরে থাকতে পারবে?-৯০ দিন
বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?-১৫২
বাংলাদেশের সংবিধানিক নাম কি ?-দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
Consitution is the way of life the state has chosen for itself. ঊক্তিটি কে করেন ?-Aristotle
বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?-সুপ্রিম কোর্ট
বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ?-৫৬ (২) ধারা
হাতে লিখিত সংবিধানে স্বাক্ষর করেননি কে?-সুরঞ্জিত সেন গুপ্ত
বাংলদেশের সংবিধান একটি---লিখিত সংবিধান
'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে? (The constitution of Bangladesh was made effective on -)-ডিসেম্বর ১৬, ১৯৭২
বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?-১২ অক্টোবর, ১৯৭২
'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে ?-৪ নভেম্বর
বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়?-২৩ নভেম্বর, ১৯৭৪
বাংলাদেশে সংবিধান রচিত হয় --- সনে ?-১৯৭২
বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহীত হয়?-ত্রয়োদশ
বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল ?-চতুর্থ
বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে ?-১৭ নং ধারা
বাংলাদেশ গণপরিষদ আদেশ কার্যকর করা হয়—-২৬ মার্চ ১৯৭১
বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?-জাতীয় সংসদে সদস্যদের ভোটে
বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি—-৭ টি
বাংলাদেশের সংবিধান দুস্পরিবর্তনীয় কেন?-পরিবর্তন সহজ নয় বলে
বাংলাদেশর সংবিধান গ্রন্থের লিপিকার কে ?-শিল্পী আব্দুর রউফ
বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত দরকার? (Which is the minimum age requirement to be the Prime Minister of Bangladesh?)-২৫ বছর
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?-৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?-১৫ দিন
বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?-সুপ্রিমকোর্ট
বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত সরকারী বিল বলতে বুঝায় --কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল
বাংলাদেশ সুপ্রিম কোটের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন?-প্রেসিডেন্ট
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?-২৮ (২) নং অনুচ্ছেদে
'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?-১৫৩ টি
বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? (The number of reserve seats for Women in our parliament is -)-50
বাংলাদেশ সুপ্রীম কোর্টর বিচারপতিদের নিয়োগ দেন কে ?-রাষ্ট্রপতি
কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন ?-রাষ্ট্রপতি
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে?-রাষ্ট্রপতি
সংসদের 'বিশেষ অধিকার কমিটি' কোন ধরনের কমিটি?-সাংবিধানিক স্থায়ী কমিটি
'কোর্ট অব রেকর্ড' বলা হয় কোন আদালতকে ?-সুপ্রীমকোর্ট
আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে?-দ্বিতীয় পরিচ্ছেদে
বাংলাদেশ সরকারী কর্মকমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে ?-নবম ভাগে
চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি ?-মহিলাদের সংরক্ষিত আসন
বাংলাদেশর সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন?-৩৪ জন
সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপ-রাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয় ?-দ্বাদশ
কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাস হয় ?-জিয়াউর রহমান
সংসদের মোট সদস্য সংখ্যার ন্যূনতম কত ভোটে গৃহীত না হলে সংবিধানের কোনো বিধান সংশোধন করার জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না ?-দুই-তৃতীয়াংশ
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 'সুপ্রিম কমান্ডার' কে ?-রাষ্ট্রপতি
বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কাদের কাছে দায়ী ?-জাতীয় সংসদের কাছে
জাতীয় সংসদের কত ভোটে সাধারণ আইন পাস হয়?-৫০ %+১
বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?-১২
বাংলাদেশ সংবিধানে বাঙালি জাতীয়তা বাংলাদেশী জাতীয়তা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যে সংশোধনীতে --পঞ্চম
বাংলাদেশের সুপ্রীম কোর্ট --- নিয়ে গঠিত ?-হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ
দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে ?-আইন বিভাগ
বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য --বেগম রাজিয়া বানু
বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি ছিল ?-সংসদীয় সরকার ব্যবস্থা
বাংলাদেশের সংবিধান গৃহিত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন ?-বিচারপতি আবু সাঈদ চৌধুরী
বাংলাদেশের সাংবিধানিক নাম হলো --গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো --৪৭
সংসদে সবসময় থাকবে - (In a parliament, there will always be -)-সংসদ সদস্যগণ (The MPs)
মানুষের মৌলিক চাহিদা কয়টি ?-৫ টি
সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে ?-১৪২
সংসদে 'casting vote' কি ?-স্পিকারের ভোট
কোনো কারণে সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ?-৯০ দিন
ইংরেজীতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম --House of Nation
সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?-১২১ নং অনুচ্ছেদে
নিচের কোনটি বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নয় ? (Fundamental rights of the citizens as provided in the Bangladesh constitution does not include)-সুখের অধিকার (Right to happiness)
বেসরকারী বিল কাকে বলে?-সংসদ সদস্যদের উথাপিত বিল
বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হবে?-২৫ বছর
বাংলাদেশের বর্তমান সরকার প্রধান কে? (Who is the Head of the Govt. in Bangladesh?)-প্রধানমন্ত্রী (Prime Minister)
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা কে মূলনীতি নির্ধারণ করা হয়?-৮(১)
সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায় ?-এক-দশমাংশ
বাংলাদেশর সংবিধানে সংবিধান সংশোধন সংক্রান্ত অনুচ্ছেদ—-১৪২
কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?-রাষ্ট্রপতি
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?-১৩৭
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন?-৬ আগস্ট, ১৯৯১
বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত ?-৬৭ বছর
বাংলাদেশর সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে ?-তৃতীয়
বাংলাদেশের সংবিধান—-দুষ্পরিবর্তনীয়
কোন ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স --২৫ বছর
বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় ?-১০ এপ্রিল, ১৯৭২
রাষ্ট্রপতি কোন ধারার বিধানমতে কারো সাথে কোন পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন ?-৪৮ (৩) ধারা
গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে---১১
ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায় ?-সুইডেনে
বাংলাদেশে কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয় ?-১৯৭২ সালে
'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী' সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?-২৭
বাংলাদেশ একটি --গণপ্রজাতন্ত্রী
চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত ?-৩৯
বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?-৬০ জন
বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ?-তৃতীয় ভাগে
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ 'বাংলাদেশী' বলিয়া পরিচিত হবেন?-৬ (২)
জোরজবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধের কথা বলা আছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে---৩৪
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে ?-২২
সংবিধানের কত অনুচ্ছেদ 'ন্যায়পাল' নিয়োগের বিধান আছে?-৭৭ নং অনুচ্ছেদে
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান --রাষ্ট্রপতি
বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন ?-জাতীয় সংসদ

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics