বাংলাদেশ পরিচিতি

এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী 'মুসা ইব্রাহীম' কোন জেলার অধিবাসী?-লালমনিরহাট
শেখ মুজিবুর রহমান প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন---২৩ মার্চ, ১৯৭১
বাংলাদেশের উত্তরে অবস্থিত?-পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?-৫ জুলাই ২০১৫
বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ?-৫৬,৫০১ বর্গমাইল
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?-৪৪৫ মাইল
সমুদ্রবন্দরের জন্য কয়টি বিপদ সংকেত প্রদান করা হয়?-১০
জাতীয় গ্রন্থকেন্দ্রের পূর্ব নাম কি ছিল?-National Book Centre of Pakistan
জাতীয় পতাকার সবুজ বর্ণ কিসের প্রতীক?-তারুণ্যের উদ্দীপনা
যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?-ভারত ও মায়ানমার
নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত আছে?-রাঙ্গামাটি
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা---রাঙ্গামাটি
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি---১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা
রণসংগীত প্রথম প্রকাশিত হয় কোন শিরোনামে?-নতুনের গান
বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?-রাঙ্গামাটি
বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি?-থানচি
'SPARRSO' কত সনে প্রতিষ্ঠিত হয়?-১৯৮০ সনে
'ভোমরা' স্থল বন্দরটি কোন জেলায় অবস্থিত?-সাতক্ষীরা
'SPARRSO' কোথায় অবস্থিত?-ঢাকার আগারগাঁওয়ে
মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত?-২৮৩ কি.মি.
'বেরুবাড়ী' কোন জেলায় অবস্থিত?-পঞ্চগড়
বাংলাদেশ পরিবেশ আদালত গঠন করা হয় কবে?-২০০১ সালে
কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?-রংপুর
'ট্রপিক অব ক্যানসার' কি?-২৩.৫° উত্তর অক্ষাংশ
নিম্নের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়?-ময়মনসিংহ
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?-বান্দরবান
বাংলাদেশের সর্ব-উত্তরের গ্রাম কোনটি?-জায়গীরজোত
'আমার সোনার বাংলা' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?-বঙ্গদর্শন
বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কত?-১৬২টি
কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?-১৮৪৬ সালে
নিচে উল্লেখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে?-পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা
পঞ্চম আদমশুমারি তথ্য অনুযায়ী জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?-বান্দরবান
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?-২০০ নটিক্যাল মাইল
কর্কটক্রান্তি রেখা নিম্নের কোন জেলার ওপর দিয়ে গেছে?-চট্টগ্রাম
বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের --২০°৩৮'- ২৬°৩৮'
ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?-৩০
বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা কোনটি?-শিবগঞ্জ
জাতীয় পতাকার মাঝে লাল বৃত্ত কিসের প্রতীক?-স্বাধীনতার নতুন সূর্যের
সিলেটের পাহাড়গুলো কোন আমলে সৃষ্ট?-টারশিয়ারি
কৃত্রিম উপায়ে বাংলাদেশে কিভাবে বঙ্গোপসাগরে চর জাগানো সম্ভব?-ক্রস ড্যাম পদ্ধতিতে
মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?-দক্ষিণপূর্ব
বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয়---খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের মোট আয়তন --১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
কোন দ্বীপটি চর ওসমান ও চর কমলা এ দু'ভাগে বিভক্ত?-নিঝুম
বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কোনটি?-কক্সবাজার
রাষ্ট্রীয় অনুষ্ঠানে রণসংগীতের কত লাইন বাজানো হয়?-২১
বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে ?-মিয়ানমার
নদীবন্দরের ক্ষেত্রে কয়টি বিপদ সংকেত প্রদান করা হয়?-৪
কবে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?-১ জুলাই ২০১৫
বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়?-কক্সবাজার
আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?-৯০তম
ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ?-মনিপুর
'নয়াগ্রাম' ছিটমহলটি বাংলাদেশের কোন সীমান্তে অবস্থিত?-সিলেট
রণসংগীত নজরুলের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?-সন্ধ্যা
বাংলাদেশে আবহাওয়া অফিস কয়টি?-৩৫টি
সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার?-৩৭.৫০ মিটার
ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে---৩টি অঞ্চলে
কোন বাংলাদেশী দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?-এম.এ. মুহিত
বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি?-চলনবিল
'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা কত সালে হয়েছিল?-১১৭৬
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?-৫টি
কবে বাংলাদেশের বাইরে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়?-১৮ এপ্রিল, ১৯৭১
টাঙ্গুয়ার হাওড়ের আয়তন কত?-১০০ বর্গ কিমি
কোন জেলাকে বাংলার শস্যভাণ্ডার বলা হয়?-বৃহত্তর বরিশাল জেলা
বাংলাদেশের উত্তরাঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত?-টিলা
"চর আলেকজান্ডার" কোথায় অবস্থিত?-লক্ষীপুর
মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য --২৮০ কিলোমিটার
বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানায় নদীর নাম?-নাফ নদী
কোনটি পদ্মার শাখা নদী?-আড়িয়াল খাঁ
হাকালুকি হাওড় কোন জেলায়?-সিলেট
সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশের সঙ্গে বিরোধ রয়েছে---ভারত ও মিয়ানমারের
নিচের কোন অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?-সমুদ্র উপকূলবর্তী এলাকায়
আংটিহারা শুল্কপয়েন্ট কোন জেলায়?-খুলনা
ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ?-মনিপুর
সম্প্রিতি (৬ সেপ্টেম্বর ২০১১) একটি গ্রাম বাংলাদেশ ভারতকে হস্তান্তর করে, গ্রামটির নাম কি?-চন্দন নগর
বাংলাদেশে ঘূর্ণিঝড় কখন হয়?-মৌসুমী বায়ু প্রবাহের পূর্বে
বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?-২টি
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?-১৮ কিমি
বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে?-রাঙ্গামাটি
সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?-মেঘালয়
চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?-কর্ণফুলী
ঘূর্ণিঝড় 'সিডর' কবে আঘাত হানে?-২০০৭
ডেঙ্গী ভ্যালি কোন জেলায় অবস্থিত?-রাঙামাটি
জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়?-১৬ ডিসেম্বর, ১৯৮২
কর্কটক্রান্তি রেখা --বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?-১২
উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কোন জেলায় অবস্থিত?-মৌলভীবাজার ও হবিগঞ্জ
বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য --৪৭১৯ কি.মি.
হারিকেন আইলা কখন বাংলাদেশের সমুদ্র উপকূলে আঘাত হানে?-২৫-২৬ মে ২০০৯
বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে---১৪ মার্চ ২০১২
'আমার সোনার বাংলা' কবিতায় কতটি চরণ আছে?-২৫টি
রণসংগীত সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়?-১৯২৮ (১৩৩৫ বঙ্গাব্দ)
বড় মাপের ভূমিকম্পের সম্ভাবনা সৃষ্টিকারী কয়টি সক্রিয় ভূমিকম্প ফাঁটল রেখা বাংলাদেশে বিদ্যমান রয়েছে?-৪টি
বাংলাদেশের মোট আয়তন---১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
তামাবিল কোথায় অবস্থিত?-সিলেট
রণসংগীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?-শিখা
বাংলাদেশের কোন ভূমিরূপটি সবচেয়ে প্রাচীন?-পাহাড়ি ভূমি
বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল?-৫৬৯৭৭ বর্গমাইল
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?-৩৭১৫ কিলোমিটার
চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়িয়া অঞ্চলে আছে---উষ্ণ প্রসবণ
অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কয় ভাগে ভাগ করা যায়?-দুই ভাগে
গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?-বৃহত্তর ময়মনসিংহ
ইনানী সমুদ্র সৈকত অবস্থিত---কক্সবাজার
বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত ?-২৯২৮ মাইল
মহুরীর চর কোন জেলায় অবস্থিত?-ফেনী
পার্বত্য চট্টগ্রাম এলাকা মোটামোটি বাংলাদেশের --- ভাগের এক ভাগ।-১০
বাংলাদেশের কোন অঞ্চলকে ডিপ্রেশন অঞ্চল বলা হয়?-হাওড় ও বিল
বাংলাদেশ বছরে মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার---০.৮ টন
বাংলাদেশের হাওড়সমূহ কোন অঞ্চলে অবস্থিত?-সিলেট
কক্সবাজার আদি নাম কি ছিল?-ফালকিং
লালমাই সমভূমির গড় উচ্চতা কত?-২১ মিটার
২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়ের নাম কি?-সিডর
'আমার সোনার বাংলা' কবিতা প্রথম কবে প্রকাশিত হয়?-১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দ)
দুর্যোগজনিত ঝুঁকির ক্ষেত্রে ঢাকা মহানগর কীভাবে পরিচিত?-মারাত্মক ঝুঁকিপূর্ণ
বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি?-৩২টি
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?-৭১১ কি.মি.
বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?-খুলনা
বাংলাদেশ-ভারত বিরোধপূর্ণ দ্বীপ 'পূর্বাশা' কোন জেলায় অবস্থিত?-সাতক্ষীরা
বাংলাদেশ সর্বমোট কতকিলোমিটার পর্যন্ত বিস্তৃত?-পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার
বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?-৫১৩৮ কি.মি.
১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশে আসা মার্কিন টাস্কফোর্সের নাম?-অপারেশন সি এঞ্জেল
ঢাকা শহরের বাতাসে বিপদজনক ধাচব দূষণ কোনটি?-সীসা
বাংলাদেশ কোন ভৌগলিক অঞ্চলের অন্তর্গত?-ওরিয়েন্টাল
'বলিশিরা ভ্যালি' কোথায় অবস্থিত?-মৌলভীবাজার
পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণির উৎপত্তি হয়েছে---টারশিয়ারি যুগে
বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই?-বরিশাল

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics