বাংলাদেশের গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ

চুক্তি অনুযায়ী বেরুবাড়ির বদলে ভারত থেকে কোন স্থানটি বাংলাদেশের পাবার কথা?-তিন বিঘা
ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?-১৯৭২ সালের ১৯ মার্চ
Extradition Treaty হল --অপরাধী প্রত্যর্পণ চুক্তি
বাংলাদেশ-ভারত পানিচুক্তি (গঙ্গার পানিবন্টন চুক্তি) স্বাক্ষরিত হয়েছে কবে ?-১২ ডিসেম্বর, ১৯৯৬
বহুল আলোচিত 'টিফা' চুক্তির বিষয় --বাণিজ্য ও বিনিয়োগ
বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মান করেছে?-পদ্মা
কোন তারিখে ভারত-বাংলাদেশ পানি চুক্তি কার্যকর হয়?-১২ ডিসেম্বর, ১৯৯৬
এখন পর্যন্ত ফারাক্কার ওপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ?-৫
বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?-২০০০
১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?-দিল্লী
১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ কার নেতৃতে পরিচালিত হয় ?-মওলানা আবদুল হামিদ খান ভাসানী
পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর করেন ?-জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
সর্বশেষ ফারাক্কা পানিবন্টন চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?-১২ ডিসেম্বর, ১৯৯৬
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?-১৬.৫ কিলোমিটার
উপজাতিদের প্রতিনিধি হিসেবে কে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন ?-সন্তু লারমা
ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে ?-বন্যার প্রকোপ বৃদ্ধি
১৯৯৭ সালের ২ ডিসেম্বরে আমাদের প্রধান স্বরণীয় ঘটনা কি ?-পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি
ভারত-বাংলাদেশ (গঙ্গা নদীর) পানি চুক্তির মেয়াদ --৩০ বছর
ফারাক্কা বাঁধ চালু হয় কবে?-১৯৭৫
বাংলাদেশ কত সালে 'হানা' (হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস আসেসমেন্ট ) চুক্তি স্বাক্ষর করে?-১৯৯৮
ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয় ?-১৬ মে,১৯৭৪
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় ?-২ ডিসেম্বর, ১৯৯৭
ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?-নয়াদিল্লী

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics