বাংলাদেশের সম্পদ শিল্প কৃষি মৎস ও খনিজ

সাম্পান ও নৌকা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?-গামারি
বাংলাদেশের কৃষিতে 'উত্তরণ'---উন্নত জাতের ভুট্টার নাম
বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?-২০০৮
সর্বপ্রথম কবে গ্যাসফিল্ড আবিস্কৃত হয়?-১৯৫৫ সালে
বাংলাদেশের কোন বেসরকারি সংস্থা ব্যাপকহারে বৃক্ষরোপণের উদ্যোগ হিসেবে গাছের চারা বিতরণ করে থাকে?-ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি
বাংলাদেশের শতকরা কতজন লোক কৃষি কাজ করে?-৮০ জন
দেশের প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি?-হরিপুর
'ভাওয়াল জাতীয় উদ্যান' কত সালে প্রতিষ্ঠিত?-১৯৯২ সালে
কোন দেশের সহায়তায় বাংলাদেশে আণবিক খনিজ উত্তোলন শুরু হয়?-অস্ট্রেলিয়া
কোন বাংলাদেশী বিজ্ঞানী পাটের 'জেনোম' সূত্র আবিস্কার করেছেন?-ড. মাকসুদুল আলম
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে?-১৯৬২ সালে
সোনার বাংলা-১ হচ্ছে---ধান
ঢাকায় সরবরাহকৃত গ্যাস আসে---তিতাস গ্যাসক্ষেত্র থেকে
বাংলাদেশের বনভূমি কয়টি অঞ্চলে বিভক্ত?-৩টি
বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই?-২৮টি
কর্ণফুলী পেপার মিলে কাঁচামান হিসেবে কোনটি ব্যবহৃত হয়?-বাঁশ
গ্যাস ব্লকসমূহের মধ্যে কয়টি ব্লক সমুদ্রে?-২টি
'নারিকা-১' কি?-ধান
বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে?-ভাওয়াল
কোন জাতীয় গাছ সবচেয়ে দ্রুত বাড়ে?-বাঁশ
কোন বছর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম শুরু করে?-১৯৬২
বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কলা চাষ হচ্ছে। নিচের কোনটি তাদের একটি?-অগ্নিশ্বর
নিচের কোন গাছটি পরিবেশের জন্য ক্ষতিকর?-ইউক্যালিপটাস
বাংলাদেশে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত?-রাজশাহী
বাংলাদেশের মোট আয়তনের কতভাগ বনভূমি আছে?-১৭ ভাগ
মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি?-শাল
কক্সবাজারের কোন কোন স্থানে কালো সোনা মজুদ রয়েছে?-বদর মোকাম ও টেকনাফ
কোন নদীর উপর বাঁধ দিয়ে পানিবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে?-ব্রহ্মপুত্র
বাংলাদেশে দ্বিতীয় তেল খনিটি অবস্থিত---বরমাচল
বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ (কোটি টন) বছরে কত?-২.৫
সিমেন্ট প্রস্তুত করতে কোন খনিজ ব্যবহার করা হয়?-চুনাপাথর
ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান বৃক্ষ হলো---শাল বা গজারি
বাংলাদেশের সুন্দরবন কোন রকমের বন?-চিরহরিৎ
সিলেট বনাঞ্চলের প্রধান বৃক্ষ---জারুল
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?-সুন্দরবন
বাংলাদেশে সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়---পঞ্চগড়
দৈনিক সবচেয়ে বেশি গ্যাস তোলা হয় কোন গ্যাসফিল্ড থেকে?-তিতাস
বাংলাদেশের 'কৃষি দিবস'---পহেলা অগ্রহায়ণ
বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র কোথায়?-চট্টগ্রামে
বাংলাদেশে সর্বশেষ যে গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে তার নাম কি?-মৌলভীবাজার
অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ এর তথ্য মতে বাংলাদেশের মোট রপ্তানি আয়ে তৈরি পোশাকের অংশ কত?-৪১.১%
'মেসতা' এক জাতীয়---পাট
বাংলাদেশের চুনাপাথরের অধিক ব্যবহার হচ্ছে---সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে
বাংলাদেশে কার্যরত বিদেশি সবচেয়ে বড় তেল-গ্যাস উৎপাদন ও বন্টন কোম্পানি কোনটি?-ইউনোকল, মার্কিন যুক্তরাষ্ট্র
সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয় কোন খাতে?-শিল্পখাতে
পরিবেশ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে---৭টি জেলায়
বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি কি?-পোশাক সম্পদ
বাঁশের চারা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে কোন প্রতিষ্ঠান?-বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট
১৯৯৮ সালে সিলেটের কোথায় গ্যাসফিল্ড আবিষ্কৃত হয়?-বিবিয়ানা
বনাঞ্চল থেকে সংগৃহীত কাঠ ও লাকড়ি দেশের মোট জ্বালানির কত ভাগ পূরণ করে?-শতকরা ৬০ ভাগ
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান---পঞ্চম
বাংলাদেশের কোন বনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে?-সুন্দরবন
বিবিয়ানা গ্যাসক্ষেত্রটি দেশের কত নম্বর গ্যাস ব্লকের অধীনে?-১৩নং
বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে?-২৫ বিঘা
বাংলাদেশে গন্ধক পাওয়া গেছে---কুতুবদিয়া
দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কি উত্তোলন করার জন্য খনি প্রকল্পের কাজ চলছে?-কঠিন শিলা
বাংলাদেশে সরকারি সিমেন্ট কারখানা নয় কোনটি?-হুন্দাই
লাউয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে?-উল্লুক
তিতাস-ঢাকা গ্যাস পাইপ লাইনের দৈর্ঘ্য কত?-৯০ কিলোমিটার
বাংলাদেশে সরকারি মিলগুলোতে বর্তমানে আনুমানিক কি পরিমাণ কাগজ উৎপাদিত হয়?-৩২ লক্ষ মে.টন
বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয়---জিয়াউর রহমানের আমলে
হরিপুর তেলক্ষেত্র হতে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয় কতে সালে?-১৯৮৭ সালে
নেত্রকোনার বিজয়পুরে কি পাওয়া গেছে?-সাদামাটি
কোনটি নিকৃষ্টমানের কয়লা?-পীট
বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র অবস্থিত?-চাঁপাই নবাবগঞ্জ
বাংলাদেশ পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কতটি?-১টি
ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৬ সালের----১২ ডিসেম্বর
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি আছে?-বাগেরহাট
রেললাইনের স্লিপার তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয়?-গর্জন
ম্যানগ্রোভ বনভূমি দেখতে পাওয়া যায়---সুন্দরবন ও চকরিয়া
সিলিকা বালি খনিজ কি প্রস্তুতে ব্যবহৃত হয়---কাচ
'রূপালী' ও 'ডেলাফোজ' কি?-উন্নত জাতের তুলা
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে?-ব্রাজিল
যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?-ইউরিয়া
মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আদমজী জুট মিলস কার নিকটে হস্তান্তর করা হয়েছে?-বেজপা
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে কি ব্যবহার করা হয়?-প্রাকৃতিক গ্যাস
BADC-এর কাজ কি?-কৃষি উন্নয়ন
বাংলাদেশে বন্যা হওয়ার কারণ কি?-উপরের সব কয়টি
বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত?-৩০% (প্রায়)
কঠিন শিলা কি কাজে ব্যবহৃত হয়?-উপরের সবকয়টি
টেলিফোন ও বৈদ্যুতিক তারের খুঁটি তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয়?-শাল
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জঙ্কারী প্রধান পণ্য/খাত/শিল্প কোনটি?-তৈরি পোশাক
তিতাস গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়---১৯৬২ সালে
বাখরাবাদ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন কবে শুরু হয়?-১৯৮৪ সালে
তাপমাত্রার ভারসাম্য রক্ষা এবং বৃষ্টির গ্রহণযোগ্য উপায় কোনটি?-ব্যাপকহারে বৃক্ষরোপণ করা
বাংলাদেশের অর্থনীতিতে প্রধান খাত কি?-কৃষি
ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়---৬ ডিসেম্বর ১৯৯৭
পীট কয়লা ব্যবহৃত হয়---গৃহস্থয়ালি ও শিল্প-কারখানায়
বর্তমানে (২০১৫) দেশে সবচেয়ে বড় সিমেন্ট কারখানা কোনটি?-ছাতক সিমেন্ট
সুন্দরবন কোন ধরনের বন?-ম্যানগ্রোভ
রং প্রস্তুতে ব্যবহৃত হয়---গরান গাছের ছাল

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics