বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ

কে শাসন বিভাগের কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে?-আইনসভা
কোন দেশে বিচারকগণ আইনসভা কর্তৃক মনোনীত হন?-সুইজারল্যান্ডে
নিম্নের কোনটিকে স্থানীয় সরকার বলা হয় না?-নগর উন্নয়ন কর্তৃপক্ষ
কীভাবে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব?-দ্বিদলীয় ব্যবস্থার দ্বারা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান (২০১৫) চেয়ারম্যান কে?-একরাম আহমেদ
কোন সরকার ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেয়া হয়?-যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
প্রকৃতির রাজ্যকে কে পার্থিব স্বর্গ বলে অভিহিত করেছেন?-জ্যাঁ জ্যাঁক রুশো
সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় কয়টি রাজনৈতিক দল থাকে?-একটি
স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়?-১০ এপ্রিল, ১৯৭১
বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি ?-সেন্ট মার্টিন
কে নিজেকে খোদার বরপুত্র মনে করতেন?-চতুর্দশ লুই
'এক দেশ, এক জাতি, এক নেতা'- এটি কোন সরকারের আদর্শ?-একনায়কতন্ত্রের
গণপরিষদের সদস্যরা কবে হস্তলিখিত পূর্ণ সংবিধানের বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন?-১৪ ডিসেম্বর, ১৯৭২
জেলা আদালতের প্রধান বিচারক কে?-জেলা জজ
আইনের শাসন প্রতিষ্ঠায় কোনটি প্রয়োজন?-শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ
সংসদীয় শাসন ব্যবস্থায় সাধারণত অধ্যাদেশ জারি করেন---রাষ্ট্রপতি
স্বাধীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পদমর্যাদা কার সমান?-পূর্ণাঙ্গ মন্ত্রী
কোন কোন বিভাগ নিয়ে সরকার গঠিত হয়?-শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ
এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগগুলো বর্তমানে---অচল
রাষ্ট্রের উদ্দেশ্য কি?-সবগুলো
কোন শাসনব্যবস্থায় বিরোধী দলকে 'বিকল্প সরকার' বলা হয়?-সংসদীয় ব্যবস্থায়
মিশ্র অর্থনীতিতে---ওপরের সবগুলো
সম্প্রতি প্রকাশিত 'তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলো ও আমার কথা' গ্রন্থের লেখক কে?-বিচারপতি লতিফুর রহমান
লর্ড ব্রাইসের মতে সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা হচ্ছে---ওপরের সবগুলো
ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা মোতাবেক নিযুক্ত যেকোন ব্যাক্তিকে বলা হয়---পাবলিক প্রসিকিউটর (পিপি)
নির্দোষ ঘোষণা করে মামলার আসামিকে খালাস দেওয়াকে বলে---একুইটাল
বাংলাদেশের সরকার ব্যবস্থা---সংসদীয়
কে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক?-কার্ল মার্কস
বাংলাদেশ জাতীয় সংসদে 'উপজেলা বাতিল' বিলটি কখন পাস করা হয়েছিল?-১৯৯২ সালে
FIR এর পূর্ণ অভিব্যক্তি কি ?-First Information Report
টমাস হবস কোন দেশের নাগরিক?-ইংল্যান্ড
রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনটি?-দেশরক্ষা
কোন দেশে এককেন্দ্রিক শাসনব্যবস্থা বর্তমান?-গ্রেট ব্রিটেন
আইনসভা কয় প্রকার?-২ প্রকার
'The Theory and Practice of Modern Government' গ্রন্থটি কে রচনা করেন?-হারম্যান ফাইনার
চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা ক'টি?-১১
নিচের কোন দেশটির পার্লামেন্ট এক কক্ষবিশিষ্ট নয়?-ভারত
বরকল উপজেলা কোন জেলার অন্তর্গত ?-রাঙামাটি
বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? (Which is the most southern district in Bangladesh?)-কক্সবাজার (Cox's Baazar)
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে---ভারতে
রাষ্ট্রপতিশাসিত সরকারের দোষ কোনটি?-সেচ্ছাচারী শাসন
নাগরিকতা কি?-ব্যাক্তির মর্যাদা
বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও অন্যান্য বিষয়াদি নির্ধারণের জন্য বাংলাদেশে কয়টি কর্ম কমিশন আছে?-১টি
বিশ্বের কোন দেশে সমাজতন্ত্র প্রচলিত রয়েছে?-ওপরের সবগুলো
কোনটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী?-বিএমএ
'রাষ্ট্র শক্তির ওপর ভিত্তি করে উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে টিকে আছে।'- এটি কোন মতবাদের মূলকথা?-বল প্রয়োগ মতবাদের
বলপ্রয়োগ মতবাদে বিশ্বাসী ছিলেন---ডেভিড হিউম ও জেলেনিক
কোন আদালত থেকে জেলা জজের আদালতে আপিল করা যায়?-সাব জজ ও মুন্সেফ আদালত
বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না --নারী ও শিশু পাচার
কোন দার্শনিক শাসককে সিংহের মত শক্তিশালী ও শৃগালের মতো ধূর্ত হবার কথা বলেছেন?-ম্যাকিয়াভেলী
বাংলাদেশে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?-প্রধানমন্ত্রী
'মানবসমাজের ইতিহাস অবিরাম শ্রেণি সংগ্রামের ইতিহাস' উক্তিটি কার?-কার্ল মার্কস
হিটলার কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন?-জার্মানিতে
৯ম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল---২২ জানুয়ারি, ২০০৭
'ব্যাক্তির জন্যই রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যাক্তি নয়' এটি কিসের মূল কথা?-ব্যাক্তিস্বতন্ত্র্যবাদের
'গণতান্ত্রিক সরকারের রাজনৈতিক দলের ভূমিকা একাধারে দুরূহ জটিল এবং সুদূরপ্রসারী।' -এ উক্তিটি কার?-লর্ড ব্রাইসের
বিচার বিভাগ পৃথকীকরণ মামলার বাদী --মাজদার হোসেন
সংসদীয় শাসনব্যবস্থায় কোন প্রকার আইনসভা উত্তম?-এককক্ষ বিশিষ্ট
পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয়?-১৯৮৫ সালে
তদন্ত অনুসন্ধানের পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি প্রতীয়মান হয় যে, আসামির বিরুদ্ধে আপাতদৃষ্টিতে কোন মামলা নেই তাহলে তিনি নালিশ বা অভিযোগের আবেদন বাতিল করে দিতে পারেন। এটাকে বলা হয়---ডিসমিস
চতুর্থ সংশোধনী বিল পাশ হয় কত ভোটে?-২২৬
যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা প্রবর্তিত রয়েছে?-যুক্তরাষ্ট্রীয়
বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ১৯৭৭ সনের কোন মাসে---মে
রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদ অনুসারে শাসক বিধাতার প্রতিনিধি?-ঐশ্বরিক মতবাদ
মাযদার হোসেন মামলার পরিনতি - (The final out come of Mazdar Hossain case is -)-বিচার বিভাগ পৃথকীকরণ (Separation of Judiciary)
এরিস্টটল কোন নীতি অনুসরণ করে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?-খ ও গ উভয়ই
অষ্টম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের কার্যদিবস কতদিন ছিল?-২৪ দিন
রাষ্ট্রের অপরিহার্য কাজগুলো হলো---ওপরের সবগুলো
কার মতে রাষ্ট্র পূর্ব অবস্থায় প্রকৃতির রাজ্য ছিল সুখময় বর্গীয় লীলাভূমি?-রুশোর
যেখানে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকে বহুজনের ওপর তার নাম কি?-গণতন্ত্র
White Paper কি ?-সরকার কতৃক প্রকাশিত তথ্য বিবরণী
নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কোন নীতি অনুসরণ করা হয়?-জন্মনীতি ও জন্মস্থান নীতি
'রাষ্ট্র মানবসমাজের ক্রমবিবর্তনের ফল।'-এ কথা কে বলেছেন?-বার্জেস
সংসদীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি---নামমাত্র শাসক
পুলিশ বাহিনীর বীরত্ব পুরস্কার কয়টি?-৩টি
সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের --- ক্ষমতা।-চরম ও চূড়ান্ত
একনায়কতন্ত্রে ব্যাক্তির ভূমিকা কী রূপ?-গৌণ
সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ কোনটি?-আত্মসংযম
কে ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছেন?-ম্যাকিয়াভেলী
নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতি কয়টি?-২টি
কোনটি নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতি?-জন্মসূত্র ও অনুমোদনসূত্র
কোন ধরনের শাসনব্যবস্থায় জাতীয় সংহতি রক্ষিত হয়?-এককেন্দ্রিক শাসন ব্যবস্থায়
'কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে।' -এ উক্তিটি কার?-উড্রো উইলসনের
বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তরে কি আছে?-পল্লি আদালত
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে---গ্রেট ব্রিটেনে
স্বাধীনতা উত্তরকালে পৌরসভা আইন পাস হয়েছিল---১৯৭৮ সালে
কোন সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রতিফলিত হয়?-রাষ্ট্রপতি শাসিত
মন্ত্রীপরিষদশাসিত সরকারে শাসন বিভাগ কার নিকট দায়ী থাকে?-আইন পরিষদ
ঐশী মতবাদে কোন ধরনের শাসকের জন্ম হওয়ায় স্বাভাবিক?-সেচ্চাচারী শাসকের
বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা?-তেঁতুলিয়া
বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ?-সংবিধানের ব্যাখ্যা প্রদান
কোন সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশে দুটি সরকারি কর্ম কমিশন ছিল?-১৯৭৭
কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের নীতি অনুসারে সরকারকে কোন দুটি শ্রেণিতে ভাগ করা যায়?-যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক
'রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানবসমাজের সর্বাধিক কল্যাণসাধন করা।' -এ উক্তিটি কার?-হরকিলের
বাংলাদেশ প্রশাসনের প্রাণকেন্দ্র কোনটি?-জেলা
সাংবিধানিক ভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়----১৯৯৬ সালে
আধুনিক কল্যাণ রাষ্ট্রের উন্মেষ ঘটে?-যুক্তরাষ্ট্রে
নাগরিকতার বিলোপ ঘটে---ওপরের সবগুলো
সংবিধান সংক্রান্ত জটিল প্রশ্ন কে শাসন বিভাগকে পরামর্শ দান করে?-বিচার বিভাগ
শাসন পরিচালনার দায়িত্ব কোন বিভাগের ওপর ন্যস্ত থাকে?-শাসন বিভাগের
সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে বাংলাদেশের বিচার বিভাগীয় পদে কমপক্ষে কত বছর দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হয়।-১০ বছর
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?-তাজউদ্দিন আহমেদ
রাজনৈতিক দল আধুনিক গণতন্ত্রের---প্রাণ
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কি?-সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করা
বাগেরহাট হলো---জেলা শহর
কে আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি সম্পাদন করে?-শাসন বিভাগ
মানুষের চলাচল, আচরণ ও কর্মকান্ডের ওপর বিধি নিষেধ বা নিয়ন্ত্রণ আরোপের জন্য জারী করা হয় --১৪৪ ধারা
স্পিকার কিভাবে নির্বাচিত হয়?-আইনসভার সদস্যদের দ্বারা
'সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণমুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।' -এ উক্তিটি কার?-গার্নারের
স্বাধীন দুর্নীতি দমন কমিশনের কার্যালয় কোথায় অবস্থিত?-সেগুনবাগিচা, ঢাকা
কোনটির অনাস্থা পেলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়?-আইনসভার
'শাসিতের সক্রিয় সম্মতির ওপর যে সরকার প্রতিষ্ঠিত তাকে গণতন্ত্র বলে।' সংজ্ঞাটি কার?-সি এফ স্ট্রং
বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে?-স্বরাষ্ট্র
'সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিক ভালো মানুষ।' -এ উক্তিটি কার?-এরিস্টটল
বিচারকদের জবাবদিহি কীভাবে নিশ্চিত করা যায়?-সংবিধান নির্দিষ্ট পদ্ধতিতে
কোনটিকে সর্বকালের জনপ্রিয় ও শ্রেষ্ঠ শাসনব্যবস্থা বলা হয়?-গণতন্ত্রকে
'গণতন্ত্র হলো জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত শাসনব্যবস্থা।' -এ উক্তিটি কার---আব্রাহাম লিংকনের
বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলা --নওয়াবগঞ্জ
রাজনৈতিক দল কি?-নির্দিষ্ট মতাদর্শে সংগঠিত জনগোষ্ঠী
সরকারি কর্ম কমিশনের প্রধানের পদবি কি?-চেয়ারম্যান
বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কয়জন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আছেন?-১ জন
কখন সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?-১৯১৭ সালে
বিচারের পূর্বেই সাক্ষ্য-প্রদানের অভাবে আসামিকে ছেড়ে দেওয়াকে বলে---ডিসচার্জ
'স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, শ্লোগানটি কোন বিপ্লবের?-ফরাসি বিপ্লব
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোন মন্ত্রণালউএর অধিনে?-স্বরাষ্ট্র
এরিস্টটলের মতে কোনটি উত্তম সরকার ব্যবস্থা?-পলিটি
দেশের কোথায় প্রথম দেউলিয়া আদালত স্থাপন করা হয়?-ঢাকায়
কে জনগণের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির জিম্মাদার?-সরকার
কোন দেশে ধর্মীয় সরকার বিদ্যমান?-ইরান
কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয় ?-বিভাগ
গণতন্ত্রের শক্তিশালী রক্ষাকবজ কি?-ওপরের সবগুলো
ইতালিতে কার নেতৃত্বে ফ্যাসিস্ট দলগঠিত হয়?-মুসোলিনি
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন হয় কি ভাবে?-লিখিত সংবিধানের মাধ্যমে
কোনটি জনসাধারণের প্রাত্যাহিক নূন্যতম চাহিদা পূরণের জন্য কাজ করে?-রাষ্ট্র
রাষ্ট্র হচ্ছে একটি---সবগুলো
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটি?-ঐতিহাসিক মতবাদ
বাংলাদেশে কয়টি নগরে উন্নয়ন কর্তৃপক্ষ আছে?-৪
সংবিধানের পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য কোনটি প্রয়োজন?-বিচার বিভাগের স্বাধীনতা
প্রথম ও দ্বিতীয় কর্ম কমিশন কে একীভূত করে কবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে নতুন কমিশন গঠন করা হয়?-১৯৭৭
কবে পূর্ব পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়?-১৯৪৭
'ব্যাক্তিস্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য।'-এ কথাটি কে বলেছেন?-লর্ড বেকন
কোন সরকার ব্যবস্থায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ নেই?-একনায়কতন্ত্রে
কমিশনের কার্য ব্যবস্থার বার্ষিক রিপোর্ট কার নিকট পেশ করা হয়?-রাষ্ট্রপতির নিকট
কার নেতৃত্বে নাৎসিদল গঠিত হয়?-এডলফ হিটলার
সরকারের আধুনিক শ্রেণিবিভাগ করেছেন কে?-ওপরের সকলে
বাংলাদেশে উপজেলা ব্যবস্থা চালু হয় কোন সালে?-১৯৮৫
বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?-৩
বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষ লোক নিয়োগকারী সংস্থা কোনটি?-সরকারি কর্ম কমিশন
গণতন্ত্র কোন গ্রিক শব্দদয় থেকে উদ্ভব হয়েছে?-Demos and Kratia
যে রাষ্ট্রে চরম ক্ষমতা এক জনের ওপর ন্যস্ত থাকে তাকে বলে---রাজতন্ত্র
কমিশনের সভাপতি নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র কার নিকট পেশ করে পদত্যাগ করতে পারবেন?-রাষ্ট্রপতির নিকট
কিশোর আদালত গঠিত হয়েছে---১৯৭৮
কোন রাজনৈতিক দলের কতিপয় ব্যাক্তি যখন সাধারণ স্বার্থ ভুলে গিয়ে ব্যাক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে কি বলে?-উপদল বা কুচক্রি দল
যে বহুল আলোচিত মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচার বিভাগ পৃথকীকরনের জন্য নির্দেশনা প্রদান করেছেন সেটি হলো --মাজদার হোসেন বনাম বাংলাদেশ
'এক দল, এক নেতা' এটি কোন ক্ষেত্রে প্রযোজ্য?-একদলীয় ব্যবস্থায়
রামু উপজেলা কোন জেলায় অবস্থিত?-কক্সবাজার
গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো---ওপরের সবগুলো
২০১০ সালে রাজধানী হিসেবে ঢাকার কততম বর্ষ উদযাপিত হয়েছে?-৪০০
কোথায় রাষ্ট্রীয় কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারীদের নাগরিক বলা হতো?-প্রাচীন গ্রিক নগররাষ্ট্রে
মন্ত্রীপরিষদ প্রধান কে ?-প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংশোধনী বিল পাস হয়---২৭ মার্চ, ১৯৯৬
কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে বিনা ওয়ারেন্টে পুলিশ কোন ধারায় যে কাউকে গ্রেফতাঁর করতে পারে ?-৫৪ ধারা
সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান?-তৃতীয়
বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয় কখন?-১৯৩৭
রাষ্ট্রপতি শাসিত সরকারে যিনি রাষ্ট্রপ্রধান তিনিই---প্রকৃত শাসক
কোন দেশে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মনীতি অনুসরণ করা হয়?-জাপান
Social Contract গ্রন্থটির লেখক কে?-রুশো
কে দণ্ডপ্রাপ্ত ব্যাক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারে?-রাষ্ট্রপতি
গণতন্ত্রের মূলমন্ত্র কী?-সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
সুনাগরিকের অপরিহার্য গুণ কয়টি?-৩টি
মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থা কীরূপ?-দ্বিদলীয়
বাংলাদেশের আইন সভার নাম কি?-জাতীয় সংসদ
একনায়কতন্ত্রে রাষ্ট্রের ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?-এক জনের হাতে
এককক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়---সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে
কে বিচার বিভাগের প্রধানকে নিয়োগ করেন?-রাষ্ট্রপ্রধান
আমেরিকায় কোন ধরনের সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে?-রাষ্ট্রপতিশাসিত
কোন শাসনব্যবস্থা জরুরি অবস্থার অনুপযোগী?-সংসদীয়
দোষী ও অপরাধীর শাস্তি বিধানের জন্য রাষ্ট্র কি স্থাপন করেছে ?-বিচারালয়
নিম্ন আদালতে বিচারক নিয়োগের কার্যাবলী যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তা হলো --জুডিসিয়াল সার্ভিস কমিশন
ফ্রান্সে কোন ধরনের সরকার ব্যবস্থা বর্তমান?-এককেন্দ্রিক
ISPR কোন মন্ত্রণালয়ের অধীন?-প্রতিরক্ষা
কে উপযোগবাদী দার্শনিক?-বেন্থাম
বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগ গঠিত হয় কখন ?-১ নভেম্বর, ২০০৭
ইউনিয়ন পরিষদে কয়টি ওয়ার্ড থাকে?-৯
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয়টি ধারায় বিভক্ত?-২টি
কোন যুগে রাষ্ট্রের ওপর ধর্মের প্রভাব দেখা যায়?-মধ্যযুগে
বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) দক্ষিণ পূর্ব এশিয়ার কোন শহরকে স্বাস্থ্যকর (Healthy City ) হিসেবে ঘোষণা করেছে ?-চট্টগ্রামকে
দেশে প্রথম সামরিক শাসন জারি করা হয়---১৫ আগস্ট, ১৯৭৫
'যে সরকার কম শাসন করে সে সরকারই উত্তম'- উক্তিটি কার?-জন স্টুয়ার্ট মিল
রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদ কত তারিখে দেশে জরুরী অবস্থা ঘোষণা করেন?-১১ জানুয়ারি, ২০০৭
যেখানে রাষ্ট্রের চরম ক্ষমতা কয়েকজনের ওপর ন্যস্ত থাকে তাকে বলে---অভিজাততন্ত্র
বাংলাদেশে ১৯৯৯ সালে ২০ অক্টোবর দৃষ্টিহীন একজন আইনজীবিকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করা হয়। এই বিচারপতির নাম কি?-খাদেমুল ইসলাম চৌধুরী
কোন সরকার ব্যবস্থায় সংবিধান সহজে পরিবর্তন করা যায় না?-রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায়
যুক্তরাজ্যে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছে?-এককেন্দ্রিক
বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?-সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালত
'জনগণের সম্পত্তিই হচ্ছে সরকারের ভিত্তি'- উক্তিটি কার?-জন লকের
কিউবার বর্তমান (২০১৫) প্রেসিডেন্টের নাম কি?-রাউল ক্যাস্ট্রো
আধুনিক গণতন্ত্রের জনক---জন লক
গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে?-জনগণের হাতে
জেলা জজ যখন ফৌজদারি মামলার বিচার করেন তখন তাকে কি বলে?-সেসন জজ বা দায়রা জজ
স্থানীয় সরকার কাকে বলে ?-কোন দেশের বিভিন্ন আলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে কর আরোপসহ সীমিত ক্ষমতা দান করে যে স্থানীয় কতৃপক্ষ গঠন করা হয়
নাৎসিবাদ কোন দেশে প্রচলিত ছিল?-জার্মানি
বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিমের থানা কোনটি?-শ্যামনগর
বাংলাদেশ সরকারি (দ্বিতীয়) কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যান কে?-মহিউদ্দীন আহমেদ
কার্ল মার্কস এর তত্ত্ব কোনটি?-উদ্বৃত্ত মূল্যতত্ত্ব
সংবিধানের ব্যাখ্যা দানের ক্ষমতা কোন বিভাগের উপর ন্যস্ত থাকে?-বিচার বিভাগ
রাষ্ট্রের মুকপাত্র হিসেবে কে রাষ্ট্র পরিচালনা করে?-সরকার
যে দলিল অনুযায়ী (কার্যবিধি) বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা ডিভিশনের মধ্যে বিভিন্ন কার্যাবলি বন্টন করা হয় তা হলো---Rules of Business
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?-সেন্টমার্টিন
কার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা ও অনিচ্ছা প্রকাশিত ও বাস্তবায়িত হয়?-সরকারের
'Federation' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?-ল্যাটিন
সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করে কোন বিভাগ?-বিচার বিভাগ
বাল্যবিবাহ নিরোধ আইন কোন সালে প্রণীত হয়।-১৯২৯ সালে
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম? (Which one is the northern most tip of Bangladesh?)-বাংলাবান্ধা (Banglabanda)
বাংলাদেশে বিভাগের সংখ্যা কয়টি ?-৭
বিচার বিভাগের কাজ কি ?-দন্ড বিধান
'অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র পাওয়া সম্ভব নয়।' -এ কথাটি কে বলেছেন?-লাস্কি
বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?-নারায়ণগঞ্জ
FIR কার নিকট দায়ের করা যায় ?-স্থানীয় থানা
বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়---তত্ত্বাবধায়ক সরকার
কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য কিরূপ?-সবগুলো
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?-পঞ্চগড়
বাজেট পাস করতে কোন বিভাগের অনুমোদন প্রয়োজন?-আইনসভার
মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে?-মন্ত্রী
বাংলাদেশে নৌ থানা রয়েছে --২ টি
অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কত বছর স্থায়ীভাবে বসবাস করতে হয়?-৫ বছর
একনায়কতন্ত্রের প্রকৃষ্ট উদাহরণ কোনটি?-খ ও গ উভয়ই
'রাষ্ট্র এমন একটি সংগঠন যা জনসাধারণকে সামাজিক কল্যাণ সম্বন্ধে জ্ঞান দান করে।' -এ উক্তিটি কার?-লাস্কির
বাংলাদেশের পল্লী অঞ্চলে নিম্নতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি ?-ইউনিয়ন পরিষদ
'Power corrupts, power and absolute power corrupts absolutely'- উক্তিটি কার?-লর্ড অ্যাক্টন
উত্তম সরকারের বৈশিষ্ট্য হচ্ছে---ওপরের সবগুলো
রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য কি?-জনসমষ্টি
বাংলাদেশে সিটি এলাকায় ক্ষুদ্রতম প্রশাসনিক একক কি ? (The smallest administrative unit in the cities of Bangladesh is -)-Ward
বাংলাদেশ সরকারের কয়টি মন্ত্রণালয় রয়েছে?-৩৯টি
ব্রিটেনের আইনসভার নাম কি?-পার্লামেন্ট
নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোন দেশে?-আমেরিকা
শহর এলাকার স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কি?-পৌরসভা
পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?-৩ টি
'রাষ্ট্র আল্লাহ সৃষ্ট প্রতিষ্ঠান, রাষ্ট্রের শাসক আল্লাহ তায়ালা কর্তৃক প্রেরিত ও তাঁর প্রতিনিধি এবং শাসক তার কাজের জন্যে একমাত্র আল্লাহর নিকট দায়ী।'- এটি কোন মতবাদের মূলকথা?-ঐশী মতবাদের
বাংলাদেশের সর্ব দক্ষিণে কোনটি অবস্থিত ?-সেন্টমার্টিন
'বিচার বিভাগের কর্মকুশলতা অপেক্ষা কোন সরকারের যোগ্যতা বিচার করার অধিকতর উপযোগী মানদণ্ড আজ নেই।'- উক্তিটি কার?-লর্ড ব্রাইসের
বাংলাদেশে কয় প্রকার পৌরসভা আছে?-৩
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো মন্ত্রিপরিষদশাসিত সরকার প্রবর্তিত হয় কবে?-১৯৯১ সালে
গণতন্ত্রে আইনসভা---ওপরের সবগুলো
এনজিও বিষয়ক ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীনে?-প্রধানমন্ত্রীর সচিবালয়
বর্তমানে বিচার বিভাগের কতটি প্রশাসনিক ট্রাইবুনাল রয়েছে?-২টি
যুক্তরাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ কোনটি?-Federation
'প্যারোল' অর্থ --নির্বাহী আদেশে মুক্তি
বাংলাদেশের সর্ব উত্তরের থানার নাম কি ?-তেঁতুলিয়া
স্বাধীন দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী কমিশনারদের মেয়াদ কত বছর?-৪ বছর
ভবিষ্যৎ তহবিল আইন প্রণীত হয়---১৯২৫ সালে
বাংলাদেশে কয়টি জেলা রয়েছে?-৬৪
কোনটি বিচার বিভাগের কাজ নয় ?-সংবিধান প্রণয়ন
গ্রেট ব্রিটেনের আইনসভা কত কক্ষ বিশিষ্ট?-দ্বিকক্ষ বিশিষ্ট
রাষ্ট্র ও গির্জার মধ্যে দ্বন্দ্ব কোন যুগের রাষ্ট্রতত্ত্বকে প্রভাবিত করেছিল?-মধ্যযুগ
গ্রাম্য আদালত অর্ডিন্যান্স কখন জারি করা হয়?-১৯৭৬ সালে
'An Introduction to Politics' গ্রন্থের রচয়িতা কে?-অধ্যাপক লাস্কি
সুনাগরিকের জন্য অপরিহার্য হলো---ওপরের সবগুলো
বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি ?-রাঙ্গামাটি
বাংলাদেশের আইনসভা কত কক্ষ বিশিষ্ট?-এককক্ষ বিশিষ্ট
জাতীয় সংসদে নির্বাচিত কোন সদস্য একটানা ৯০ দিবস অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হবে সংবিধানের কোন অনুচ্ছেদে এ বিধান রাখা হয়েছে?-৬৭ অনুচ্ছেদের ২(খ)
বর্তমানে আইনসভার ক্ষমতা---হ্রাস পাচ্ছে
বাংলাদেশের কোন শহরটিকে প্রথম 'সাইবার সিটি' বলা হয় ?-সিলেট
নিচের কোন দেশে পরোক্ষ গণতন্ত্র প্রচলিত?-ওপরের সবগুলো
সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ কয়টি?-১টি
ভারতীয় উপমহাদেশে প্রথম স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করে হয় কোথায়?-ভারত
কর্তৃত্বের প্রকৃতি ও ব্যাপকতার ভিত্তিতে স্বৈরতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়?-২ ভাগে
আয়তনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিভাগ কোনটি? (The largest division in Bangladesh is -)-Chittagong
একনায়কতন্ত্রে রাষ্ট্র কি?-সর্বাত্মক প্রতিষ্ঠান
কোন শাসনব্যবস্থায় মন্ত্রীগণ আইনসভার নিকট সর্বতোভাবে দায়ী থাকবেন?-মন্ত্রীপরিষদ ব্যবস্থায়
তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) জেলা ও দায়রা জজ আদালত কবে চালু হয় কবে?-১ জুলাই, ২০০৮
পুলিশ বাহিনীর জন্য কয় ধরনের পুরস্কার রয়েছে?-২
বাংলাদেশে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করতে হলে---ওপরের সবগুলো
প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে?-মুখ্য সচিব
রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কত সালে?-১৯১৭ সালে
তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিদেশে প্রেস ও তথ্য দপ্তর রয়েছে---৮টি
ব্যবস্থা তত্ত্বের উদ্ভাবক কে?-ক ও খ উভয়ই
স্বাধীন দুর্নীতি দমন কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?-প্রধানমন্ত্রী সচিবালয়
'আমিই রাষ্ট্র।' -এ কথাটি কে বলেছেন?-ফ্রান্সের রাজা চতুর্দশ লুই
বাংলাদেশ সরকারের ৩৯তম মন্ত্রণালয় কোনটি?-প্রাথমিক ও গণশিক্ষা
রাজনৈতিক দলের কাজ কোনটি?-জনমত গঠন করা
বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য সংখ্যা কত?-১২
ফ্রাংকো কোন দেশের একনায়ক ছিলেন?-স্পেনের
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন?-স্পিকার
কোনটি রাজনৈতিক দলের কাজ নয়?-আইনসভা ভেঙে দেওয়া
কোন বিভাগ রাষ্ট্রে দুষ্টের দমন শিষ্টের পালন করে?-বিচার বিভাগ
স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে ?-ইউনিয়ন পরিষদ
রাষ্ট্রের উপাদান কোনটি?-জনসমষ্টি
কোন ব্যাক্তি বা গোষ্ঠী বা অন্য কোন দলের রাষ্ট্রীয় ক্ষমতার একচ্ছত্র অধিকারী হওয়ার নাম কি?-একনায়কতন্ত্র
কোন শাসনব্যবস্থায় জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে?-আধুনিক গণতন্ত্রে
দেশে সর্বপ্রথম জরুরী অবস্থা ঘোষণা করা হয়---২৮ ডিসেম্বর, ১৯৭৪
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ( How many districts are in the division of Dhaka?)-১৩ টি
মার্কসবাদের রাষ্ট্র কি?-শোষণের হাতিয়ার
যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য---ওপরের সবগুলো
সংসদ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হয়?-৩০ দিন
কোন ধরনের শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হয়?-প্রজাতন্ত্রে
কোন সরকারে মন্ত্রীগণ আইনসভার নিকট দায়ী থাকেন?-সংসদীয় সরকারে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (প্রথম) এর প্রথম চেয়ারম্যান কে?-ড. এ কিউ এম বজলুল করিম
স্বাধীনতার পর কবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (প্রথম) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (দ্বিতীয়) গঠন করা হয়?-৯ মে, ১৯৭২
লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন?-জনপ্রশাসন
প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য দক্ষ ও উপযুক্ত কর্মচারী বাছাই করা কার মুখ্য কাজ?-সরকারি কর্ম কমিশন
রাষ্ট্রের উপাদান কয়টি?-৪টি
সাবালকত্ব আইন প্রণীত হয়---১৯৩০ সালে
'নাগরিকতা হলো সর্বজনীন কল্যাণের জন্য ব্যাক্তির লদ্ধ বিচারবুদ্ধির প্রয়োগ।'- এ কথাটি কে বলেছেন?-লাস্কি
বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি ?-১১
'আধুনিক গণতন্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন।' এ উক্তিটি কার?-গেটেলের
বাংলাদেশের রেলওয়ে থানা কয়টি?-২১টি
সরকারি কর্ম কমিশন পূর্বে কোন মন্ত্রণালয়ের অধীনে ছিল?-রাষ্ট্রপতির সচিবালয়
মার্কসবাদ, লেলিনবাদের আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সর্বহারাদের একনায়কত্বে কী বলা হয়?-সমাজতন্ত্র
নিচের কোনটিকে স্থানীয় সরকার বলা হয়?-জেলা পরিষদ
কোন ব্যবস্থায় সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়?-সমাজতন্ত্রে
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কোন বিভাগের ওপর ন্যস্ত?-শাসন বিভাগের
জনগণের ব্যাক্তিস্বাধীনতা নির্ভর করে কোনটির ওপর?-স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ
তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?-পঞ্চগড়
কে উদ্বৃত্ত মূল্যতত্ত্বের কথা বলেন?-কার্ল মার্কস
বাংলাদেশের শাসনব্যবস্থার ধরন - (What is the present form of government in Bangladesh ?)-Parliamentry
নিম্নে উল্লিখিত ফৌজদারি আদালতের যে তালিকা দেয়া হলো তার মধ্যে কোনটির অবস্থান প্রথম হওয়া উচিত বলে মনে করেন ?-দায়রা জজ আদালত
সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়স---৬৭ বছর
বাংলাদেশের ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান কে?-প্রধানমন্ত্রী
বিচারক নিয়োগের কয়টি পদ্ধতি আছে?-৩টি
বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ?-ময়মনসিংহ
'ঐতিহাসিক দিক হতে দেখা যায় আধুনিক সকল রাষ্ট্রই সার্থক রণ-কৌশলের ফল।'- এ উক্তিটি কার?-জেংকসের
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?-রাষ্ট্রপতি
মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?-সচিব
রাজতন্ত্রের বিকৃত রূপ কি?-স্বৈরতন্ত্র
'Foedus' শব্দের অর্থ কী?-ওপরের সবগুলো
কোন দেশে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অনুমোদন সূত্রে নাগরিকত্ব প্রযোজ্য নয়?-আমেরিকা
শিক্ষা বিস্তার রাষ্ট্রের কোন ধরনের কাজ?-ঐচ্ছিক
জ্যাঁ জ্যাঁক রুশো (১৭১২-১৭৭৮) কোন দেশের নাগরিক?-ফ্রান্স
প্রাচীনকালে কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল?-গ্রিসের নগররাষ্ট্রে
সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে?-৯৪
কোন দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে?-বাংলাদেশ
গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়---ভারত
এ পর্যন্ত (২০১৫) কতজন সম্মানীত ব্যক্তিত্ব এদেশে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?-১৬
কে রাষ্ট্রকে 'ধুলির ধরণীতে ঈশ্বরের জয়যাত্রা' বলে উল্লেখ করেন?-হেগেল
কোন সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে না?-রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায়
আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়---২৩ জুন ১৯৪৯
কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?-১৩ জন
তিতাস বাংলাদেশের কততম উপজেলা?-৪৭০তম
নিচের কোন নগরটিতে উন্নয়ন কর্তৃপক্ষ নেই?-বরিশাল
কোনটি ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না?-নির্দিষ্ট ভূখণ্ড
সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরে রয়েছে---সহকারী সচিব
শান্তি শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের কোন ধরনের উদ্দেশ্য?-মুখ্য ও প্রাথমিক উদ্দেশ্য
বিরোধী দল গণতন্ত্রের ----- সরকার।-বিকল্প
রাষ্ট্রের কার্যাবলি কত প্রকার?-২ প্রকার
সমাজতান্ত্রিক রাষ্ট্রে কোন ধরনের আইনসভা বর্তমান?-দ্বিকক্ষ বিশিষ্ট
আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে কোন দুটি শ্রেণিতে ভাগ করা যায়?-মন্ত্রিপরিষদশাসিত ও রাষ্ট্রপতিশাসিত
'রাষ্ট্র শ্রেণিশোষণের হাতিয়ার'- উক্তিটি কোন ক্ষেত্রে প্রযোজ্য?-পুঁজিবাদী রাষ্ট্রে
জরুরি ক্ষমতা অধ্যাদেশ প্রণীত হয় কখন?-২৭ নভেম্বর, ১৯৯০
বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?-ইউনিয়ন পরিষদ
গণতন্ত্রের বিকৃত রূপ কোনটি?-জনতাতন্ত্র
পুঁজিবাদ কি?-অর্থনৈতিক ব্যবস্থা
'যারা সক্রিয়ভাবে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করত তারাই ছিল নাগরিক'- এ উক্তিটি কার?-এরিস্টটল
বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কত জন?-১১
সরকারি কর্ম কমিশনের সদস্যগণের পদমর্যাদা কাদের সমান?-সুপ্রিম কোর্টের বিচারপতি
সরকারের কয়টি বিভাগ রয়েছে?-৩টি
হাইকোর্ট কবে ফতোয়াকে বেআইনি ঘোষণা করে?-১ জানুয়ারি, ২০০১
বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা কোনটি?-টেকনাফ
সংবিধানের অভিভাবক কে?-বিচার বিভাগ
লেলিন কোন দেশের নাগরিক?-সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)
মুসোলিনি কোন দেশের একনায়ক?-ইতালির
বাংলাদেশে জেলার সংখ্যা কত ? (The number of administrative districts in Bangladesh are -)-64
বিচার বিভাগ পৃথকীকরণে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব নেন --নিম্ন ফৌজদারি আদালতের
বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার পৃথকীকরণ হয় - (The Bangladesh judiciary was formally separated from the executive on -)-1 November 2007
কমিশনের সদস্য পদ পেতে হলে নূন্যতম কত বছর প্রজাতন্ত্রের সরকারি পদে নিযুক্ত থাকতে হবে?-২০ বছর
ব্যাক্তিস্বাতন্ত্র্যবাদের মূল দার্শনিক হিসেবে বিবেচিত হন---জেরিমি বেন্থাম
বাংলাদেশের সরকার পদ্ধতি --এককেন্দ্রিক
কবে প্রথম উপমহাদেশে সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়?-১৯২৬ সালে
গণতান্ত্রীক রাষ্ট্রে সরকারের কোন বিভাগের মর্যাদা সর্বাধিক?-আইন বিভাগের

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics