বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি ?-২৮ ফেব্রুয়ারি
শাপলা বাংলাদেশের জাতীয় ফুল সেহেতু --বাংলাদেশে প্রচুর শাপলা জন্মে
বাংলাদেশের ‘জাতীয় সঙ্গীত’ বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে ?-কোনোটিই না
বাংলা ভাষাকে আফ্রিকার কোন দেশ দ্বিতীয় ভাষা বা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে --সিয়েরা লিওন
বাংলার মুসলমান রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে কার শাসন আমলে---সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি ?-২১ নভেম্বর
মাৎসান্যায় বাংলার যে সময়কালকে নির্দেশ করে---৭ম-৮ম শতক
বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে ? (Which subject is more focused in the national anthem of Bangladesh ?)-বাংলার প্রকৃতির সৌন্দর্যের কথা (National beauty of Bangladesh)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশের বাইরে বিশ্বের প্রথম স্মৃতিসৌধটি নির্মিত হয় অস্ট্রেলিয়ার কোন নগরীতে ?-মেলবোর্ন
বাংলাদেশের জাতীয় ফুল –(National flower of Bangladesh is -)-শাপলা (Shapla)
জাতীয় সংহতি দিবস কোনটি ?-৭ নভেম্বর
বঙ্গভঙ্গ রদের সময় ভারতের গভর্নর ছিলেন---লর্ড হার্ডিঞ্জ
কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়?-১৭ জানুয়ারি, ১৯৭২
বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন --এ এন সাহা
জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয় ?-১৯৭২
বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকা?-জাপান
বাংলায় মারাঠী বা বর্গী দমনে সবচেয়ে কার অবদান বেশি?-আলীবর্দী খানের
বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় --বঙ্গদর্শন
বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত?-বাংলাদেশ শিল্পকলা একাডেমী ভবনে
বাংলাদেশের জাতীয় পাখি --দোয়েল
জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয় ?-১৫ নভেম্বর
জাতীয় স্মৃতিসৌধে ফলকের সংখ্যা --৭টি
কোনটি বিদেশী সংস্কৃতি --ভালোবাসা দিবস
‘আমার সোনার বাংলা’ গানটির সুরকার --রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার কে? (Who is the designer of the National Flag of Bangladesh?)-Kamrul Hasan(কামরুল হাসান)
১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রথম শহীদ---রফিক উদ্দিন
জাতীয় শোক দিবস --১৫ আগস্ট
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত --১০ : ৬
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? (National Day of Bangladesh is -)-26 March
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে ?-সৈয়দ আলী আহসান
মৌর্যযুগে গুপ্তচরকে ডাকা হতো---সঞ্চারা
ইউনেস্কোর কততম সস্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় ?-৩১ তম
বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে ?-২ মার্চ
বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন জনপদের জন্ম হয়---ষষ্ঠ শতকে
বাংলাদেশে ‘কৃষিদিবস’ --পহেলা অগ্রহায়ণ
জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালিত হয় ?-৩০ সেপ্টেম্বর
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?(Who was the architect of Jatiya Smriti shoudho?)-মাইনুল হোসেন (Moinul Hossain)
বাংলাদেশের প্রথম ন্যাশনাল পে-কমিশন গঠন করা হয় কবে?-১৯৭২ সালে
বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?-৪টি
সুলতানা রাজিয়া কোন সালে দিল্লির সিংহাসনে আরোহন করেন---১২৩৬
বাংলাদেশের জাতীয় পতাকার রং কি ?-গাঢ় সবুজের মধ্যে লাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস --২০ অক্টোবর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকাচিহ্ন রয়েছে ?-৪টি
জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?-সাভার
ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি বাংলা কত তারিখে ছিল ? (The Bangla Calendar date of historic “Ekushey February’ is -)-৮ ফাল্গুন (8 th Falgoon)
২০১৬ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম শাহাদাত বার্ষিকী?-৪১তম
বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অংশ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন। নিচের কোনটি সর্বজন স্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক?-বৈশাখী মেলা
‘আমার সোনার বাংলা’ আমি তোমায় ভালবাসি’ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে ? (National Anthem of Bangladesh ‘Amar Sonar Bangla’ was written by -)-Poet Rabindra Nath Tagore
উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় ?-৪ চরণ
বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তাদের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত করেছে ?-ভারত
কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে ‘একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার দিবস ঘোষণা করা হয়?-১৯৯৯ সালের ১৭ নভেম্বর
১৬ ডিসেম্বর বাংলাদেশে স্মরণীয় হওয়ার কারণ কি ?-বিজয়
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? (When was the flag of Bangladesh hoisted for first time?)-March 2, 1971
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস?-১৪ ডিসেম্বর
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন --সম্রাট আকবর
বাংলাদেশের জাতীয় পশু কোনটি?-রয়েল বেঙ্গল টাইগার
বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ ?-প্রথম ১০টি চরণ
বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখ?(On which date we observe the Victory Day of Bangladesh?)-16 th December
বাংলা ভাষা প্রচলন আইন জারি হয় --১৯৮৭ সালে
বাংলাদেশের জাতীয় খেলা কি ? (What is the national game of Bangladesh ?)-Kabbadi
বাংলাদেশে জাতীয় স্মৃতিসৌধে কতটি কৌণিক স্তর রয়েছে?-৭টি
কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে? (February 21 st was declared as ‘International Mother language day’ by-)-UNESCO
কোন সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়?-২০০০
বাংলাদেশের জাতীয় কবি কে ?-কাজী নজরুল ইসলাম
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?-২৪ জানুয়ারি
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল?-বঙ্গভঙ্গজনিত আন্দোলনকালে রচিত
বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে –(What is the national fruit of Bangladesh ? )-কাঁঠাল (Jack Fruit)
কোন দিনটিকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণা করা হয়েছে ?-১ ডিসেম্বর
বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারী ভাষা ?-সিয়েরা লিওন
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?-১৫০ ফুট
কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে ?-জাপান
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ? (Ratio of length & width of our National Flag is -)-5 : 3
‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ কোন দিন ?-১ জুলাই
'বাংলা' শব্দের প্রথম উল্লেখ করা হয় কোন গ্রন্থে---আইন-ই-আকবরী
সর্বপ্রথম কোন বিদেশী মিশনে বাংলাদেশর পতাকা উত্তোলন করে ?-কোলকাতা
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?-৪৬.৫ মিঃ
পুর্ব পাকিস্তানের শেষ গভর্নর কে----লে. জে. আমির আব্দুল্লাহ খান নিয়াজী
গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন---শশাঙ্ক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে ?-১৮৮
‘জাতীয় কর দিবস’ কবে পালিত হয় ?-১৫ সেপ্টেম্বর
কোনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’? (The ‘International Mother Language’ day is-)-21 February
কোন তারিখটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয় ?-১৭ মার্চ
বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন ?-জেমস রেনেল
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় --ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে
বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত ?-সেগুনবাগিচা
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় বর্তমানের সবুজের মধ্যে লাল গোলকের ভিতর আর একটি প্রতীক ছিল তা --বাংলাদেশের ম্যাপ
আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল---একডালা
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত ? (The proportion between the length and breadth of the National Flag of Bangladesh and the radius of the Red Circle are -)-5 : 3 : 1
বাংলাদেশের জাতীয় কবি ও জাতীয় সঙ্গীতের রচয়িতা যথাক্রমে --কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল --বৃহস্পতিবার

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics