ঘন জ্যামিতি

1. একটি আয়তিক ঘনবস্তু কয়টি তল দ্বারা সীমাবদ্ধ?

  • ক. ৩টি
  • খ. ২টি
  • গ. ৬টি
  • ঘ. ৮টি

উত্তরঃ ৬টি

বিস্তারিত

3. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ০.১ মিটার। ঐ চৌবাচ্চায় কত ঘনমিটার পানি ধরবে?

  • ক. ০.১ ঘঃ মিঃ
  • খ. ০.০১ ঘঃ মিঃ
  • গ. ০.০০১ ঘঃ মিঃ
  • ঘ. ১ ঘঃ মিঃ

উত্তরঃ ০.০০১ ঘঃ মিঃ

বিস্তারিত

6. একটি ঘরের দৈর্ঘ্য ৮ মি., প্রস্থ ৬ মি. এবং উচ্চতা ৩ মি. হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?

  • ক. ৮৪ বর্গ মিটার
  • খ. ৮৬ বর্গ মিটার
  • গ. ৮৮ বর্গ মিটার
  • ঘ. ৯০ বর্গ মিটার

উত্তরঃ ৮৪ বর্গ মিটার

বিস্তারিত

7. ১৮" উচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট। বাক্সটির আয়তন কত?

  • ক. ৮ ঘনফুট
  • খ. ৯ ঘনফুট
  • গ. ১০৮ ঘনফুট
  • ঘ. ৬ ঘনফুট

উত্তরঃ ৯ ঘনফুট

বিস্তারিত

9. একটি ঘনকের সমকোণের সংখ্যা--

  • ক. ৪টি
  • খ. ৮টি
  • গ. ১৮টি
  • ঘ. উপরিউক্ত কোনটিই নয়

উত্তরঃ উপরিউক্ত কোনটিই নয়

বিস্তারিত

10. ৪ মিটার ব্যাস বিশিষ্ট একটি বলকে একটি ঘনবাক্সে রাখা যায় এমন ঘনবাক্সের আয়তন নির্নয় করুন?

  • ক. ৭২ ঘনমিটার
  • খ. ৬৪ ঘনমিটার
  • গ. ৮৪ ঘনমিটার
  • ঘ. ৩৬ ঘনমিটার

উত্তরঃ ৬৪ ঘনমিটার

বিস্তারিত

11. একটি ফুটবলের ব্যাস ১০ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?

  • ক. ৩১.৪১৬ বর্গইঞ্চি
  • খ. ৭৮.৫৪ ইঞ্চি
  • গ. ৩১৪.১৬ ঘনইঞ্চি
  • ঘ. ৫২৩.৬০ ঘনইঞ্চি

উত্তরঃ ৫২৩.৬০ ঘনইঞ্চি

বিস্তারিত

13. r ভূমির ব্যাসার্ধ এবং h উচ্চতা হলে ১/৩ πr2h ঘন একক কিসের আয়তন?

  • ক. বেলনের
  • খ. কোণকের
  • গ. ঘনকের
  • ঘ. গোলকের

উত্তরঃ কোণকের

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects