4. সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে -

  • ক. একটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
  • খ. দুটি ত্রিভুজ আঁকা যায়
  • গ. কোন ত্রিভুজ আঁকা যায় না
  • ঘ. অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়

উত্তরঃ অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়

বিস্তারিত

5. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি ৪০ ডিগ্রি হলে অপরটি কত ?

  • ক. ৪৫ ডিগ্রি
  • খ. ৫৫ ডিগ্রি
  • গ. ৫০ ডিগ্রি
  • ঘ. ৬০ ডিগ্রি

উত্তরঃ ৫০ ডিগ্রি

বিস্তারিত

6. সমকোণী ত্রিভুজের কোনটি বৃহত্তম বাহু?

  • ক. ভূমি
  • খ. অতিভুজ
  • গ. লম্ব
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ অতিভুজ

বিস্তারিত

7. বৃত্তের উপচাপে অন্তলিখিত কোণ -

  • ক. স্থুলকোণ
  • খ. সূক্ষ্মকোণ
  • গ. সমকোণ
  • ঘ. প্রবৃদ্ধকোণ

উত্তরঃ স্থুলকোণ

বিস্তারিত

9. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?

  • ক. 6 : 4 : 3
  • খ. 6 : 5 : 4
  • গ. 13 : 12 : 15
  • ঘ. 12 : 8 : 4

উত্তরঃ 13 : 12 : 15

বিস্তারিত

14. ১৭. ১৫, ৮ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে?

  • ক. সমবাহু
  • খ. সমদ্বিবাহু
  • গ. স্থুলকোণী
  • ঘ. সমকোণী

উত্তরঃ সমকোণী

বিস্তারিত

15. কোন ক্ষেত্রে ত্রিভুজ অংকন সম্ভব?

  • ক. ৫, ৬, ৭
  • খ. ৫, ৭, ১৪
  • গ. ৩, ৪, ৭
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ ৫, ৬, ৭

বিস্তারিত

16. ত্রিভুজ ABC এর AC2 = AB2 + BC2 হলে <ABC = ?

  • ক. ৯০ ডিগ্রি
  • খ. ৬০ ডিগ্রি
  • গ. ৩০ ডিগ্রি
  • ঘ. ১২০ ডিগ্রি

উত্তরঃ ৯০ ডিগ্রি

বিস্তারিত

19. সমকোণী ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব?

  • ক. ২ সেমি, ৫ সেমি, ৮ সেমি
  • খ. ২ সেমি, ৩ সেমি, ৫ সেমি
  • গ. ৩ সেমি, ৪ সেমি,৫ সেমি
  • ঘ. ৫ সেমি, ৪ সেমি, ৯ সেমি

উত্তরঃ ৩ সেমি, ৪ সেমি,৫ সেমি

বিস্তারিত

20. 13 সে.মি, 12 সে.মি ও 5 সে.মি বাহুবিশিষ্ট ত্রিভুজটি -

  • ক. সমবাহু
  • খ. সমদ্বিবাহু
  • গ. সমকোণী
  • ঘ. সূক্ষ্মকোণী

উত্তরঃ সমকোণী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects