বিশ্বের আলোচিত যুদ্ধ ও চুক্তিসমূহ

যে দুটো দেশের মধ্যে আফিম যুদ্ধ (Opium War) বাধে--চীন ও যুক্তরাজ্য
প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল--১৯১৪-১৯১৮
ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন--ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো
প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়--১৯১৮ সালের ১১ নভেম্বর
নিরস্ক্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের পার্থক্য--সব অস্ত্র ধ্বংস ও প্রতিযোগিতার মাত্রা নিয়ন্ত্রণ
Operation Defensive Shield কাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল?-ফিলিস্তিনি
কোন চুক্তিটি ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেনি?-এনপিটি
যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয়--১৯৪৯ সনে
Peral Harbour, where the american Pacific Fleet was stationed,was attacked by Japanese-/জাপান যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর বন্দর পার্ল হারবার আক্রমণ করে--1941
নিম্নের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?-১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান---অপারেশন এনডুরিং ফ্রিডম
ওয়াটার লুর যুদ্ধে কে পরাজিত হন?-নেপোলিয়ন
ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন?-জন
সর্বজনীন মানবাধিকার ঘোষণা কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?-১৯৪৮
কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি?-ক্রুসেড
ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?-মেরিল্যান্ড
দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে---আগস্ট, ১৯৪৫
মিশর ও ইরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?-ক্যাম্প ডেভিড চুক্তি
START-2 কি?-কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির--ন্যুরেমবার্গে
আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে--১৯৭৩ সালে
ম্যাসট্রিচট কি?-একটি চুক্তির নাম
যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনসনসমূহ অভিহিত---'চারটি রেডক্রস কনভেনশন' নামে
উত্তর আয়ারল্যান্ডে কত সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?-১৯৯৮
১৬৮৯ সালে মানবাধিকায় প্রতিষ্ঠায় স্বাক্ষরিত হয়--English Bill of Rights
ভূমি মাইন নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত চুক্তি--অটোয়া চুক্তি
দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ কি?-পার্ল হারবারে বোমাবর্ষণ
Who is the leader of the islamic revolution in Iran 1979?/ ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি--আয়াতুল্লাহ খোমেনী
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?-জাপান
ইরানে ইসলামিক বিপ্লব কখন সংঘটিত হয়?-১৯৭৯
আসলো (Oslo) শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?-১৯৯৩ সালে
আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান 'স্টিলথ ড্রোন' টি কি?-বোমারু বিমান চালিত
আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল?-১৯৮২ সালে
ক্রুসেডের আনুমানিক সময়কাল কত?-১০৯৬-১২৯২ খ্রিঃ
সি.টি.বি.টি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল?-পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
জেনেভা কনভেনশন হলো--যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি
এফটা (EFTA) বলতে বোঝায়--একটি বাণিজ্যিক গোষ্ঠী
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন সালে?-১৯৪৫
সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ?-গ্রিস ও তুরস্ক
যে দুটো দেশের মধ্যে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি সম্পাদিত হয়--ইসরাইল ও মিশর
ম্যাগনাকার্টা কোন সালের কত তারিখে স্বাক্ষরিত হয়?-১২১৫ সালের ১৫ জুন
আমেরিকা কবে প্রথম ইরাক আক্রমণ করে?-১৯৯১
কোন দেশটি কিয়োটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?-মার্কিন যুক্তরাষ্ট্র
রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?-১৯৯৩
‘ইমবেডেড জার্নালিজম’ কোন অপারেশনের সাথে যুক্ত?-অপারেশন ইরাকি ফ্রিডম
ইরাকে কখন মার্কিন-বৃটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?-২০০৩ সালের ২০ মার্চ
ম্যাগনাকার্টা হচ্ছে--ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল ----ইহুদীদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে--৭ ডিসেম্বর, ১৯৪১
Operation Iraqi Freedom' যুদ্ধ শুরু হয়েছিল কখন থেকে?-২০০৩ সালের ২০ মার্চ
১৯৬৭ আরব-ইসরাইল যুদ্ধের স্থয়িত্বকাল কতদিন?-৬ দিন
বাংলাদেশের কোন রাষ্ট্রপতি ইরাক-ইরান যুদ্ধ বন্ধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন?-প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান
নাফটার (North American Free Trade Agreement) সদস্য নয়--ভেনিজুয়েলা
শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম--আলজিয়ার্স চুক্তি
স্যান্ডহার্স্ট হলো--সামরিক একাডেমি
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়--১৯২৮ সনের ২৭ আগস্ট
নিচের কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে?-১৯৪০
আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে?-আব্রাহাম লিংকন
নিচের কোনটি Great Charteer হিসেবে পরিচিত?-Magna Carta
প্রথম মহাযুদ্ধ কোন সনে শুরু হয়?-১৯১৪
জাতিসংঘের ‘মানবাধিকার কমিশন’ গঠিত হয়--১৯৪৮ সালে
ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?-অটোয়া
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমণ করে?-মার্চ ২০০৩
Anti Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে?-১৯৭২ সালে
ডেটন চুক্তির মাধ্যমে কোন সঙ্কটের পরিসমাপ্তি ঘটে?-বসনিয়া
সিমলা চুক্তি কোন সনে স্বাক্ষরিত হয়--১৯৭২
মিশর ও ইসরাইলের মধ্যে কত সালে ক্যাম্পডেভিড চুক্তি স্বাক্ষররিত হয়?-১৯৭৮
১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোন চুক্তির মাধ্যমে?-তাসখন্দ চুক্তি
The hisstorical 'D-day' is related with-/ঐতিহাসিক 'D-day' কোন ঘটনার সাথে ঘটিত?-Second world war
North American Free Trade Agreement কবে প্রতিষ্ঠিত হয়?-১৯৯৪ সালে
NAFTA (North American Free Trade Agreement) ভূক্ত দেশ কয়টি কি কি এবং উদ্দেশ্য কি?-Mexico, Canada and USA : Trade without duty
Kyoto protocol কিসের সাথে সম্পর্কযুক্ত?-পরিবেশ
বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি--কিয়োটো চুক্তি
কত সালে ইরাক কুয়েত দখল করেছিল?-১৯৯০
“অরেঞ্জ রেভুলেশন” (Orange Revolution) কোথায় সংঘটিত হয়েছে?-ইউক্রেনে
কোন বিতর্কিত ভূমি সিরিয়া ও ইসরাইরের মধ্যে অবস্থিত?-গোলান মালভূমি
Operation Desert Strom বলতে কোন যুদ্ধকে বুঝায়?-১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ
‘তাসখন্দ চুক্তি’ কখন স্বাক্ষরিত হয়?-১৯৬৬ সালের ১০ জানুয়ারি
ছয় দিনের যুদ্ধ যে সনে সংঘটিত হয়?-১৯৬৭
কিয়েটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?-১১ ডিসেম্বর ১৯৯৭
তাসখন্দ ঘোষণায় স্বাক্ষরকারী ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?-লাল বাহাদুর শাস্ত্রী
দিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়--১ সেপ্টেম্বর, ১৯৩৯
অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিচট চুক্তি অনুমোদরে জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?-ডেনমার্ক
গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ?-সিরিয়া ও ইসরায়েল
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?-বিল ক্লিনটন
ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়--১৯৮০ সালে
কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে?-এনপিটি
হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল---১৯৪৫ সালের আগস্ট মাসে
কোন জলপথ নিয়ে ইরান ও ইরাকের মধ্যে বিবাদ ছিল?-শাত ইল আরব
কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানে পথ সুগম হয়েছিল?-ডেটন চুক্তি
কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তি ছিল না?-ফ্রান্স
ভার্সেলিসের যুদ্ধে কারা জয়ী হয়?-ফ্রান্স
প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল?-সারায়েভো
“উই রিভার” চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?-১৯৯৮
ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ‘ফকল্যান্ড’ নিয়ে যুদ্ধ হয় কত সালে?-১৯৮২
শেনজেন চুক্তি হচ্ছে--অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
‘কার্টাগেনা প্রটোকল হচ্ছে ?-জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘জাপান-জার্মানি ইতলি’ এই তিন শক্তিকে একত্রে বলা হত--অক্ষ শক্তি
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?-ভার্সাই চুক্তি
বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু কোন দেশে অবস্থিত?-বেলজিয়াম
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?-সিটিবিটি(CTBT)
আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?-মিশর
দ্বিতীয় বিম্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের কোন দেশের অধীনে ছিল?-জাপান
কোন দেশের বিরুদ্ধে Operation Desert Strom পরিচারিত হয়--ইরাক
নিচের কোন রাষ্ট্রটি স্থলমাইন নিষেধ সংক্রান্ত চুক্তি সই করেনি?-যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল?-১৯৭৩ সালে
কোরীয় যুদ্ধ কোন সনে আরম্ভ হয়?-১৯৫০
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের কোন দেশের অধীনে ছিল?-জাপান
নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?-সল্ট-২ চুক্তি(SALT-2)
First Atom Bomb was dropped on -/প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল--জাপান(Japan)
জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণার স্বাক্ষর করেন?-২৬ অক্টোবর, ১৯৯৪
ইন্টারপোল প্রতিষ্ঠিত হয়---৭ সেপ্টেম্বর ১৯২৩
দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমপূর্ণ করে---১৯৪৫ সালের মে মাসে
পরিবেশ বিষয়ক 'Kyoto protocol' কোন দেশে স্বাক্ষরিত হয়--জাপান
বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?-৬২৪
পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ বিরোধ চুক্তি (NPT) কোন সালে স্বাক্ষরিত হয়--১৯৬৮
Maastrich শহরটি কোথায় অবস্থিত?-নেদারল্যান্ড
‘ওয়াটার লু’র যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কি---ডিউক অব ওয়েলিংটন
Outer Speac Treaty কবে স্বাক্ষরিত হয়?-১৯৬৭ সালে
ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ?-ইংল্যান্ড
কোন দেশ দুটির মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়?-ভারত-পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘স্বাধীনতা চুক্তিটি’ কি নামে পরিচিত?-প্রথম ভার্সাই চুক্তি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) নেতৃত্বে ছিলেন----যোসেফ স্ট্যালিন
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়?-১৯৪৫ সালে
Velvet Revolution' কি?-সাবেক চেকোস্লাভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী আন্দোলন
প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?-উড্রো উইলসন
ওয়াটার লুর যুদ্ধ কোন সালে হয়েছিল?-১৮১৫
পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটি এর স্বাক্ষরকারী নয়--ভারত
ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত?-ফ্রান্স
ইনোসিস কি?-বিভক্ত জার্মানির একত্রীকরণ
আফ্রিকাভিত্তিক হচ্ছে COMESA হচ্ছে একটি--বাণিজ্যিক ব্লক
শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিলো---ইংল্যান্ড
নাগাসাকিতে পারমাণবিক হামলা করা হয়--১৯৪৫ সালের ৯ আগস্ট
মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল--১৯৪৮ সালে
কিয়াটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল?-বিশ্ব উষ্ণতা হ্রাস
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়---১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics