তরল ও বায়বীয় পদার্থ

সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ--পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ ও বেশি হয়
একটি সুই পানিতে ডুবে যায় কিন্তু একটি জাহাজ পানিতে ভেসে থাকে কেন?-Ship displace water which weights more than its own weight
পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়--পৃষ্ঠটান
লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা--ভারি
বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ--ফোঁটার তলীয় টান
কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ--বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে বলে--প্লিমসল লাইন
অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে?-বস্তু ডুবে যাবে
তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্টটান-হ্রাস পায়
কোন ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজনের চেয়ে-বেশি
নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?-সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেটে যাবার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় কেন?-সারফেস টেনসনের দরুণ বালু নিজ স্থানে চলে আসে
কুপি থেকে সলিতায় তেল আসে--কৈশিক চাপের জন্য
জাহাজ পানিতে ভাসিবার কারন যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে তা হলো-আর্কিমিডিসের সূত্র
বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে----উভয়টিই একসাথে পড়বে

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics