তাপবিদ্যা

তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?-বায়বীয় পদার্থ
আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন?-মেঘ তাপরোধী পদার্থ
উচ্চ পর্বতের চূড়ায় উটলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ চূড়ায়--বায়ুর চাপ কম
পট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন কে?-ড. অটো
তাপের একক কি?-ক্যালরি
এক গ্রাম পানির তাপমাত্রা ২° থেকে ৩° সেলসিয়াস বৃদ্ধি করার জন্য কত তাপের প্রয়োজন?-১ ক্যালরি
পুরু কাঁচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারণ--গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারনের জন্য
ফ্যান চালালে আমরা ঠাণ্ডা অনুভব করি, কারণ ফ্যান--শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
একখণ্ড পাথরকে উত্তপ্ত করলে ফেটে যায় কেন?-ভেতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, তাই ফেটে যায়
সামুদ্রিক প্রাণী বরফে আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে, কারণ-নিচের পানি কখনও জমাট বাধে না
একটি খোলা পাত্রে ফুটানো হলে, পানি সর্বোচ্চ যে তাপমাত্রায় পৌঁছায় তা হলো--১০০°সেঃ
কোন উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?-৪°সেলসিয়াস
রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?-ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
পানি জমলে আয়তনে-বাড়ে
গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ--কালো কাপড় তাপ শোষণ করে
NTP- এর পূর্ণ নাম কি?-Normal temperature & pressure
কোন রং-এর কাপে চা বেশিক্ষণ গরম থাকে?-সাদা
মোটরগাড়ির ইঞ্জিনকে ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন?-অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়
এস.আই পদ্ধতিতে তাপের একক কি?-জুল
আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?-মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?-কালো
মাটির কলসিতে পানি ঠাণ্ডা থাকে কেন?-Water coming out of the pores evaporates and takes heat from the water
শরীরের তাপ মাপতে সাধারণত ব্যবহৃত হয়--ক্লিনিক্যাল থার্মোমিটার
সমান তাপ দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?-দুধের তাপগ্রহিতা বেশি বলে
পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে?-একই থাকে
উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যায়, কারণ ঐ উচ্চতায়-বায়ুর চাপ কম
পরম শুন্য তাপমাত্রা সমান--২৭৩°সেন্টিগ্রেড
এয়ার কন্ডিশনিং কি?-সবগুলোই
ক্লিনিক্যাল থার্মোমিটার কত পর্যন্ত দাগ কাটা থাকে?-৯৫-১১০°ফাঃ
কোন বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশী?-কালো
কোন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি হয়?-কঠিন
Caburator is used in-Petrol engine
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল--৪°সেন্টিগ্রেড
শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে, কারণ--তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?-বিকিরণের
সেন্টিগ্রেড মাপে তাপমাত্রার পরিবর্তন ৪৫° হয়, তাহলে কেলভিন মাপে পরিবর্তন কত হবে?-৪৫°
মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ--মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়
প্রেসার কুকারে রান্না সম্পর্কে যেটি সঠিক নয়--উচ্চ চাপে পানির স্ফুটনাংক হ্রাস পায়
টিনের ঘরে বেশি গরম লাগে কেন?-টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে
খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল শীঘ্র সিদ্ধ হয় কেন? ঢাকনা দেয়া পাত্রে পানির--স্ফুটনাঙ্ক বাড়ে বলে
পরম শুন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন-শুন্য
তাপ পরিবাহকত্বের মান নির্ভর করে--পরিবাহকের উপাদান
Vaccum-এর তাপ পরিবাহিত হয়-মাধ্যমে।-বিকিরণের
ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?--৪০°
একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন--কমবে
কাপড়ের যে রঙের তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি তা হলো--কালো
মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত?-৯৮.৪°ফারেনহাইট
চুলার উপর রাখলে অ্যালুমিনিয়ামের তৈরি কেটলির হাতল গরম হয়--তাপের পরিবহনের জন্য
৫০°ফারেনহাইট উষ্ণতার সমান-১০°সেন্টিগ্রেড
একটি জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে, কারণ ভিতরের ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ যায়--বিকিরণ পদ্ধতিতে
ভূ-পৃষ্ঠ হতে উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কেন?-সেখানে বায়ুর চাপ ভূ-পৃষ্ঠ হতে কম বলে
ভিজা কাপড় গায়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ-কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে
এভারেস্ট পর্বতের উপর পানি ফুটতে থাকে--৭০°সেঃ উষ্ণতায়
গ্রীষ্মকালে কোন রং এর জামা অধিক আরামদায়ক?-সাদা
শীতে শরীর কাপে কেন?-শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে
কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?-সাদা
রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয় এর প্রধনা কারণ--এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
দুই টুকরা বরফকে চাপ দিয়ে এক টুকরা বরফে পরিণত করা যায়। কারণ সংযোগস্থলের--গলনাংক ০°সেলসিয়াস থেকে কমে যায়
তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি?-তিনটি
পানির কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে?-১০০C
পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?-বায়ুর চাপ কম থাকার কারণে
একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রীজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা--অপরিবর্তিত থাকবে
৯৮.২° ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস?-প্রায় ৩৭°সেঃ
বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে রাখা হয়, কারণ-শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয
তরল পদার্থের প্রসারণ বলতে কি ধরনের প্রসারণ বুঝায়?-আয়তন প্রসারণ
থার্মোফ্লাস্ক কয়স্তর বিশিষ্ট?-তিনস্তর
জুল কিসের একক?-তাপ
মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?-মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
প্রেসার কুকারে পানির স্ফুটনাংক--বেশি হয়
ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাংক কত?-২১২
তাপমাত্রার কোন ক্ষেত্রে ‘শূন্য’ ডিগ্রী সবচেয়ে বেশি ঠাণ্ডা?-কেলভিন
কোন পদার্থ তাপে সংকোচিত হয়?/উত্তপ্ত করলে কোন বস্তুর আয়তন কমতে পারে?-পানি
সি.এন.জি গাড়ি চলে--অটো চক্রে
পানি বরফে পরিণত হলে কি ঘটবে?-ঘনত্ব বেড়ে যাবে
ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়। কারণ--উপরে বায়ুর চাপ কম
ক্লিনিক্যাল থার্মোমিটার কোন স্কেল ব্যবহার করা হয়?-ফারেনহাইট
কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায ঘনত্ব কম?-জল

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics