কোষ

একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত-১টি
নিচের কোন রঞ্জক পদার্থের জন্য ফুল বিচিত্র বর্ণের হয়?-ক্রোমোপ্লাস্ট
সকল সজীব কোষে থাকে-সাইটোপ্লাজম
অপত্যকোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে?-মিয়োসিস
কোনটি এককোষী প্রাণী?-অ্যামিবা
ক্যান্সার রোগের কারণ কি?-কোষের অস্বাভাবিক বৃদ্ধি
কি কারণে সবুজ টমেটো পাকলে লাল হয়?-কোনটিই সঠিক নয়
জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়?-এন্ডোমেট্রিয়াম
সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?-ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে
সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?-জ্যান্থোফিলের উপস্থিতির কারণে
অসবুজ উদ্ভিদ কোনটি?-ছত্রাক
মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত-ব্যাকটেরিয়ায়
প্রোটিন ফ্যাক্টরী বলা হয় কোনটিকে?-রাইবোজম
জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?-রাইবোজোম
কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?-মাইটোকন্ড্রিয়া
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র---ক্রেসকোগ্রাফ
একাধিক কোষ বিভন্ন কাজের জন্য মিলিতবাবে তৈরি করে-কলা
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি কোথায় হয়---মূল ও কাণ্ডের অগ্রভাগে
কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হবে?-ক্রোমোপ্লাস্ট
ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়?-এ্যামাইটোসিস
ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি?-কাইটিন
কোষের মস্তিষ্ক বলা হয়--নিউক্লিয়াসকে
লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি?-ব্যাকটেরিয়া
প্লাস্টিড কোথায় থাকে--সাইটোপ্লাজমে
উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবন পরিবহন করে কোন কলার মাধ্যমে?-জাইলেম
প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?-নিউরন
যে কোষে একাধিক নিউক্লিয়াস থাকে---পেশি কোষ
সবুজ প্লাস্টিডের নাম--ক্লোরপ্লাষ্ট
কোন কোষে নিউক্লিয়াস থাকে না?-লোহিত রক্তকণিকা
ফলের রং হলুদ হয় কি বেশি হলে?/পাকা ফলের রং হলুদ হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে-জ্যান্থোফিল বেশি হলে
জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে?-তিন প্রকার
কোন কোষে একাধিক নিউক্লয়াস থাকে?-পেশী কোষ
কোনটি দেহকোষ নয়?-শুক্রাণূ
মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে--দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়
স্থায়ী কলার কাজ--উপরের সবগুলোই
মাইটোকন্ড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু আছে?-শ্বসন অঙ্গাণু
মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?-৭৩%
আদিকোষ কোনটি?-ব্যাকটেরিয়া

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics