তরঙ্গ ও শব্দ

যদি চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শুনা যাবে?-কখনও শুনা যাবে না
সমুদ্রের তীরে একটা বিস্ফোরণ ঘটলে কে আগে শব্দ শুনতে পারে?-এক কিলোমিটার দূরে সমুদ্রের পানির নীচে অবস্থানকারী একজন ব্যক্তি
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?-লোহা
আকাশে বিদ্যুৎ চমকাইবার কিছু পরে তার শব্দ শোনা যায় কেন?-শব্দের চাইতে আলোর গতি বেশি বলে
শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন বিমানের নাম কি?/নিচের কোনটি যাত্রীবাহী সুপারসনিক বিমান?-কনকর্ড
কোন মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি---বৃদ্ধি পায়
কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?/আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল কত?-০.১ সেকেন্ড
বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?-সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
শব্দ উৎপত্তির কারণ--বস্তুর কম্পন
রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক--আসলের চেয়ে বেশি হবে
সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?-অর্ধেক হবে
লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ--শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে?/শব্দের একক কি?-ডেসিবল
মানবদেহে শব্দ উৎপন্ন করে-স্বরযন্ত্র
শূণ্য মাধ্যমে শব্দের বেগ কত?-শূণ্য
আল্ট্রাসনিক শব্দ বলতে বুঝায়?-যে শব্দ মানুষ সাধারণভাবে শুনিতে পায় না
বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্ণয় করে?-আলট্রাসনিক শব্দের মাধ্যমে
রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়ঃ-উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার হলে ২৭.৫ মিটার গভীর কোনো কুয়ার কাছে দাঁড়িয়ে হাততালি দিলে কত সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যাবে?-১/৬ সেকেন্ড
আলট্রাসনোগ্রাফি কি?-ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে শব্দের দ্বারা ইমেজিং
শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?/শব্দের জন্য কোন মাধ্যম সবচেয়ে ভাল বাহক?-কঠিন মাধ্যমে
কোন মাধ্যমে শব্দ অধিক দ্রুত গতিতে চলে?-ইস্পাতে
শব্দোত্তর তরঙ্গ উৎপত্তি হয় কার মাধ্যমে?-কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর
বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন?-ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?-বায়বীয় পদার্থে
বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-বাড়ে
একটি বন্দুকের গুলী প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগ লক্ষ্য ভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্য ভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?-১৯২৫ ফুট
প্রতিধ্বনি--দ্বিতীয় কোন মাধ্যম দ্বারা শব্দতরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ
কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয়?-প্রতিধ্বনি
The loudness of sound depends on-Wave amplitude
একটি শূন্য পাত্রকে আঘাত কলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ--বাতাসে শব্দ তরঙ্গের বিতস্তার বেশি হয় বলে
কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়?-হার্টস
আলোর চেয়ে শব্দের গতিবেগ--কম
চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?-চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?-কঠিন পদার্থ
একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ১৫০ মিটার। এর কম্পাঙ্ক কত?-২ মেগাহার্টজ
একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাঙ্ক কত?-১ মেগাহার্টজ
কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততর চলে?-বর্ষাকালে
বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়-বাড়ে
শব্দের গতি ঘন্টায়--৭৫৭ মাইল

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics