ইলেকট্রনিক্স

সাধারণত ট্রানজিস্টরের কাজ--বিবর্ধক হিসাবে
টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তাকে কি বলা হয়-স্ক্যানিং
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে--ইন্টিগ্রেটেড সার্কিট
LASER মানে হলো--Light Amplification by Stimulated Emission of Radiation
ব্লাক বক্স কি?-বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডারস
ইলেকট্রনিক্সের শুরু হয়--ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে
ডিজিট্যাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-ডিজিট্যাল সিগন্যালে বার্তা প্রেরণ
ক্যাপাসিটরের প্রধান কাজ কি?-শক্তি সংরক্ষণ করা
ট্রানজিস্টর উদ্ভাবিত হয়-১৯৪৮ সালে
VLSI কথাটি হলো--Very Large Scale Integration
কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?-১৯৭১ সালে
IC উদ্ভাবন করেন--জে এস কেলবি
অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে--পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়?-ইলেকট্রনিক
Diode' দুটি প্রান্ত হলো--Anode and Cathode
মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রেওয়েভ অধিকাংশ দুরত্ব অতিক্রম করে--ওয়েভ গাইডের মধ্য দিয়ে
দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি?-ফ্যাক্স
ট্রানজিস্টারে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি?-সিলিকন
পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ--পিকসেল
আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাইবার বড় কারণ--ফটো লিথোগ্রাফী
ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো অতি--ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
Intel Pentium is a-Processor
ট্রানজিস্টর ও মাইক্রোসার্কিট প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়-সিলিকন
ট্রানজিস্টরে সেমি-কনডাক্টর হিসাবে ব্যবহৃত হয়--জার্মেনিয়াম
পারস্পারিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?-ট্রান্সফর্মার
এনালগ কমিউনিকেশনের চেয়ে ডিজিট্যাল কমিউনিকেশনের বড় সুবিধা হল---ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগনাল ঠিকমত পৌছানো যায়
‘ব্লাক বক্স’ যন্ত্রটি ব্যবহার হয়--বিমানে
একটি ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়--রেক্টিফায়ার হিসাবে
Transistor তৈরি করতে প্রয়োজন হয়-Semiconductor
টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়--তড়িৎ শক্তি
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কাল্চে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?-সিলিকন চিপ
কোন যন্ত্রের সাথে কম্পিউটার যুক্ত থাকে?-ফ্যাক্স
যে ইলেক্ট্রনিক বর্তনী পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে সরল একদিক প্রবাহী বিদ্যুৎ প্রবাহে পরিণত করে তাকে-বলে।-রেকটিফায়ার

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics