রক্ত ও রক্তসংবহনতন্ত্র

কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?-রক্তরসে
একটি রক্তের রিপোর্টে কোনটি বেশি থাকা ভাল?-হিমোগ্লোবিন
লসিকা রক্ততন্ত্রে প্রত্যাবর্তন করে-লসিকা নালীর মাধ্যমে
কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে-আমিষ
কোনটি রক্তের কাজ নয়?-জারক রস বিতরণ করা
স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের Pulse/min-৭২
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ----ধমনীর ভিতর দিয়ে
হৃদপিন্ডের আবরণকারী পদার্থের নাম?-পেরিকার্ডিয়াম
কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে?-AB রক্তগ্রুপকে
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?-কার্বন মনোস্কাইড
রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?-শ্বেত ও লোহিত কণিকা
রক্ত জমাট বাধায় কোন ধাতুর আয়ন সাহায্য করে?-ক্যালসিয়াম
কোন ব্লাডধারী সব গ্রুপকে রক্ত দিতে পারে?-O
কোনটি হৃদরোগের কারণ?-ধূমপান
কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?-ভিটামিন বি১২
What is high blood pressure?-Excess of pressure exerted by blood against blood vessels
রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই?-হরমোন
দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাধে না কেন?-রক্তে হেপারিন থাকায়
শীতল রক্তবিশিষ্ট প্রাণী?-ব্যাঙ
রক্তশূন্যতা বলতে কি বুঝায়?-রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
ডাক্তার রোগীর নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন?-ধমনীর স্পন্দন
আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে---অক্সিজেন ও গ্লুকোজ
ডায়াস্টোল বলতে বুঝায়--হৃৎপিন্ডের প্রসারণ
রক্তের লোহিত কণিকা তৈরি হয়-লোহিত অস্থিমজ্জায়
এনজিওপ্লাস্টি হচ্ছে--হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?-চারটি
রক্তে হিমোগ্লোবিন থাকে--লোহিত রক্তকণিকায়
সিস্টোলিক চাপ বলতে বোঝায়--হৃৎপিন্ডের সংকোচন চাপ
লসিকার বৈশিষ্ট্য কোনগুলো?-উপরের ক ও খ উভয়ই
হিমোগ্লোবিনের কাজ কি?-অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা
রক্ত জমাট বাধায় কোন কণিকা অংশ নেয়?-অনুচক্রিকা
হৃৎপিন্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয়--সিস্টোল
রক্ত কণিকা কত প্রকার-তিন প্রকার
সাদা বা বর্ণহীন রক্ত বিশিষ্ট প্রাণী?-তেলাপোকা
কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে?-ব্যাঙ
What is Cardiograph?-To recorded movement of heart
রক্তে প্রোটিনের হার কত?-৫০%
লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে কোন ভিটামিন--ভিটামিন-বি ১২
হার্ট সাউন্ড কত ধরনের?-চার ধরনের
হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়---ডায়াস্টোল
রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?-অক্সিজেন পরিবহন করা
যে প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে--কাটল ফিস
ব্যাঙের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?-তিনটি
রক্তে শ্বেত কণিকা বেড়ে যাওয়াকে কি বলে--লিউকেমিয়া
কিসের জন্য রক্ত জমাট বাঁধে না?/রক্তনালীতে রক্ত জমাট না বাধার জন্য দায়ী কোনটি?-হেপরিন
কোন বাক্যটি সঠিক-উপরের সবগুলো
পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ীর স্পন্দন কত?-৭২
চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তিটি সঠিক নয়?-Coronary angiography হৃদরোগের চিকিৎসা
একজন মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে?-৭% of body's weight
পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত?-৪.৫ থেকে ৫ লিটার
কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয?-গ্রুপ O
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়--ধমনীর ভিতর দিয়া

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics