পরিসংখ্যান গড় ও সম্ভাবতা

নিম্নে প্রদত্ত সংখ্যাগুলোর গড়, মধ্যক ও প্রচুরক নির্নয় করুনঃ ৩০,১২,২২,১৭,২৭,২৫,২০,২৪,১৯,২,২৩,৩২,২৬,২৯,৩৫,২১,১১,২৮ এবং ১৯/-গড় ২২.২১, মধ্যক ২৩, প্রচুরক ১৯
১০ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় ৬ এবং ৬ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় ১০। সকল জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত?-৭.৫
নিম্নে ৪০ জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেয়া হলঃ ৪২,৩১,৪৫,২৭,৬০,৬১,৩৯,৪১,৩৫,৫৮,২৯,৫৩,৪৮,৩৯,৫২,৩৮,৪০,৪৭,২৮,৫১,৪৯,৭৮,৯০,৫২,৪৮,৩৬,৫২,৩৯,৭১,৬৪,৩২,৪৯,৫৬,৩৩,৪৮,৩৩,২৫,৪৮,২৯। উপাত্ত গুলোর প্রচুরক নির্নয় কর?-৪৮
P,Q,R এর দৈনিক আয়ের সমষ্টি ৯০ টাকা। যদি Q এর আয় P এর চেয়ে ১০ টাকা বেশি হয় এবং R এর আয় Q এর আয়ের দ্বিগুণ হয়, তবে P এবং Q এর দৈনিক গড় আয় কত?-২০ টাকা
১২ জন ছাত্রের বয়সের গড় ২০ বছর। যদি একজন ছাত্রের বয়স অন্তর্ভুক্ত করা হয়, তবে বয়সের গড় ১ বছর কমে যায়। নতুন ছাত্রের বয়স কত?-৭
A এবং B এর সমষ্টি ৪০ এবং C=৩২, A,B এবং C এর গড় কত?-২৪
করিমের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি দলের সদস্যদের বয়সের গড় ৮.৫। করিমকে বাদ দিলে অবশিষ্টদের বয়সের গড় কমে দাড়ায় ৭.২। করিমের বয়স কত?-১৫
ক ও খ এর গড় আয় ৫০৫ টাকা, খ ও গ এর গড় আয় ৫৩৫ টাকা এবং ক ও গ এর গড় আয় ৫২০ টাকা। ক,খ ও গ এর প্রত্যেকের আয় কত?-ক-এর আয় ৪৯০ টাকা, খ-এর আয় ৫২০ টাকা, গ-এর আয় ৫৫০ টাকা
তিনটি সংখ্যার গড় ৭। যদি দুইটি সংখ্যা ০ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?-২১
P এবং Q এর সমষ্টি ৭২। R এর মান ৪২।P,Q এবং R এর গড় কত?-৩৮
ক খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা । খ,গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা । ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত?-৩৯০ টাকা
জুলাই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সেমি ছিল। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?-২০.১৫ সেমি
পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও তিন পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম । মাতার বয়স ৩০ হলে পিতার বয়স কত?-৩৬ বছর
কোন শ্রেণীর ১২ জন ছাত্রের কোন পরীক্ষার ফলাফলের গড় ৭০। অপর ১৮ জন ছাত্রের ফলাফলের গড় ৮০। তবে ৩০ জন ছাত্রের ফলাফলের সার্বিক গড় কত?-৭৬
চারটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার গড় সর্বদা---জোড় সংখ্যা
১৫ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় ১০ এবং ১০ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় ১৫। সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত?-১২
তিনটি সংখ্যার গড় ২৪। দুইটি সংখ্যা ২১ ও ২৩ হলে, তৃতীয় সংখ্যাটি কত?-২৮
যদি একটি মুদ্রা টস্ করা হয়, তবে 'HEAD' এর সম্ভাব্যতা কত?-০.৫
x ও y এর মানের গড় ৯ এবং z=১২ হলে, x,y,z এর মানের গড় কত?-১০
X নামক একটি কোম্পানির ১০ জন কর্মচারীর বেতনের গড় ৩০০০০ টাকা। কোম্পানীর অন্য ৩০ জন কর্মচারীর বেতনের গড় ৪০০০০ টাকা। কোম্পানীর অবশিষ্ট ২০ কর্মচারীর বেতনের গড় ৬০০০০ টাকা। কোম্পানীর ৬০ জন কর্মচারীর বেতনের গড় কত?-৪৫০০০ টাকা
একজন ছাত্রের পাঁচটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় ৮৩। চারটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮১,৭৯,৮৫ এবং ৯০ হলে, পঞ্চম পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত?-৮০
এক ব্যক্তি সোমবারে ৮ প্যাকেট মাল ডাকে পাঠালো যার ওজন গড়ে ৯৯/৮ পাউন্ড এবং বৃহস্পতিবারে ৪ প্যাকেট মাল ডাকে পাঠালো যার ওজন গড়ে ৬১/৪ পাউন্ড। ডাকে পাঠানো প্যাকেট গুলোর গড় ওজন কত পাউন্ড?-৪০/৩
একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮০। তৃতীয় পরীক্ষার পর তার গড় ৮২ থেকে কমে ৭৮ হল। ২য় ও ৩য় পরীক্ষায় তার ফলাফল কত?-৭৭
একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা করে কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত?-১১ টাকা
০.৬ হলো ০.২,০.৮,১ এবং x এর গড় মান। x এর মান কত?-০.৪
১/২,৫/৬,৩/৪,৫/১২ এর গড় কত?-৫/৮
চারটি সংখ্যা M,2M+3,3M-5 এবং 5M+1 এর গড় ৬৩। M এর মান কত?-২৩
৪,৬,৭ ও x এর গড় মান ৫.৫ হলে x- এর মান কত?-৫.০
৩টি সংখ্যার গড় ৬। উক্ত ৩টি সহ ৪টি সংখ্যার গড় ৮। চতুর্থ সংখ্যার ১/২ অংশ নির্নয় কর?-৭
X এর প্রাপ্ত নাম্বার ৭০,৯০,৬৫,৮৫ এবং ৭৫। পরবর্তী পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় হবে ৮০?-৯৫
৩০ টাকা দরের ২ সের সয়াবিন তেলের সাথে ১৮ টাকা সের দরের ১ সের পামওয়েল মিশালে মিশ্রিত তেলের প্রতি সেরের দাম কত?-২৬
৩ বন্ধুর ওজনের গড় ৩৩ কেজি। তিনজনের মধ্যে কোন বন্ধুর ওজনই ৩১ কেজির কম নয়। তিন বন্ধুর ওজন সর্বোচ্চ কত হতে পারে?-৩৭
প্রদত্ত উপাত্ত গুলোর মধ্যকঃ ১২,৯, ১৫,৫,২০,৮,২৫,১৭,২১,২৩,১১।-১৫
২০,৭০ এবং x এর গড় ৪০। ২০,৭০,x এবং y এর গড় ৫০। y এর মান কত?-৮০
৬, ৮ ১০ এর গানিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গানিতিক গড়ের সমান?-৮
x ইউনিট তৈরিতে খরচ Y=5x+10। 10 ইউনিট তৈরিতে খরচ গড়ে খরচ কত হবে?-Tk 6
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টার গড় ৫২ এবং শেষের ৫টার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?-৬৪
M সংখ্যক সংখ্যার A এবং N সংখ্যক সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত?-(AM+BN)/(M+N)
১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হয়?-৬৮ কেজি

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics