অনুপাত সমানুপাত মিশ্রণ ও অংশীদারী কারবার

একটি সোনার গহনার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?-৮ গ্রাম
দু'টি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু. ১৮০ হলে, সংখ্যা দু'টি নির্নয় করুন?-৪৫, ৬০
তিনজনে ২০০০, ৩০০০ ও ৪০০০ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করে ব্যবসা শুরু করল এবং শর্ত অনুসারে পুঁজির অনুপাতে লাভ ভাগ হবে। যদি তাদের ব্যবসায় ৪৫০০ টাকা লাভ হয়, তবে কে কত টাকা পাবে?-১০০০, ১৫০০, ২০০০
মাধ্যমিক একটি স্কুলের একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৬ : ৫। ঐ শ্রেণীতে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ৭৭ হলে ছাত্রী সংখ্যা কত?-৩৫
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬- এর মিশ্র অনুপাত কত?-৩৫ : ৭২
টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, তার বাবার বয়স ৪৮ বছর হলে, তার বোনের বয়স কত?-২৪ বৎসর
কোন ক্লাশে x সংখ্যক ছাত্রী আছে এবং ছাত্রী ও ছাত্রের অনুপাত a : b। ঐ ক্লাশে কত জন ছাত্র আছে?-bx/a
২৫ বছর আগে এক হালি কমলার দাম ১.০০ টাকা ছিল। বর্তমানে একটি কমলার দাম ৪.০০ টাকা হলে কমলার দাম কতগুণ বৃদ্ধি পেল?-১৬ গুণ
a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে তবে a : b : c = কত?-20 : 35 : 42
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে---২০০০
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরা সাইজ কত?-৯ মিঃ, ২১ মিঃ, ৩০ মিঃ
একটি ম্যাপে ১/২ ইঞ্চি ৭৫ মাইল প্রকৃত দূরত্ব নির্দেশ করে। যদি দুইটি শহরের দূরত্ব ম্যাপে ৯/৪ ইঞ্চি হয় তবে শহর দুইটির প্রকৃত দূরত্ব কত?-৩৩৭.৫ মাইল
৪২ গ্রাম ওজনের একটি গয়নায় সোনা ও তামার অনুপাত ৪ : ৩। এতে আর কত সোনা মিশালে সোনা ও তামার অনুপাত ৫ : ৩ হবে?-৬ গ্রাম
একটি ব্যবসায় ক, খ ও গ-এর মূলধন যথাক্রমে ৩২, ৪০ ও ৪৮ টাকা। ব্যবসায় মোট ৩০ টাকা লাভ হলে ক-এর লাভ কত?-৮ টাকা
একটি ত্রিভুজের পরিসীমা ৪৫ সেমি এবং বাহুগুলোর অনুপাত ৩ : ৫ : ৭ হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হবে---৯ সেমি
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ---৪ লিটার
দুটি দেয়া সংখ্যা 'a' ও 'b'-এর মধ্যে অনুপাত নির্ধারণ করার একটি সূত্র হলো---a/b
মেহের ও আজিজের মাসিক বেতনের অনুপাত ৭ : ৫ এবং তাদের মাসিক বেতনের সমষ্টি ১২০০০ টাকা। তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে ২০০ ও ১৫০ টাকা হলে এক বছর পরে তাদের বেতনের অনুপাত কত?-১৪৪ : ১০৩
১১,৯,৭ এবং ৪ বছর বয়সের চারজন ছাত্র কিছু টাকা তাদের নিজেদের মধ্যে বয়সের অনুপাতে ভাগ করে নিল। যদি কনিষ্ঠজন ১২০০ টাকা পায় তাহলে সর্বমোট টাকার পরিমাণ কত?-৯৩০০
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত?-২ লিটার
একটি রেস্টুরেন্টের বয়-এর সাপ্তাহিক বেতন ৫০০ টাকা। এক সপ্তাহে বকশিস থেকে আয় তার বেতনের ৫/৪। তাহলে ঐ সপ্তাহে তার মোট আয়ের কত ভাগ বকশিস থেকে এসেছে?-৫/৯
পিকনিকের জন্য ৫ : ৭ : ৮ অনুপাতে পনির, ডিম ও গরুর মাংশের স্যান্ডউইচ তৈরি করা হল। যদি সর্বমোট ১২০টি স্যান্ডউইচ তৈরি করা হয়, তবে কতগুলো ডিমের স্যান্ডউইচ তৈরি করা হয়েছিল?-৪২
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?-৮০
একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের তিনগুণ। টুকরা দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরার দৈর্ঘ্য ছোট টুকরার চাইতে কতগুণ বড় হবে?-৪ গুণ
করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ : ৫; করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি। রহিমের বেতন কত?-১০০০ টাকা
খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৫ : ৪। খোকনের আয় ৮৫ টাকা হলে মন্টুর আয় কত?-৬৮
ক্রিকেট খেলায় বুলবুল, বাশার ও এনামূল সর্বমোট ২৮০ রান করলো। বুলবুল ও বাশারের রানের অনুপাত ২ : ৩, বাশার ও এনামূলের রানের অনুপাত ৩ : ২ হলে প্রত্যেকে কে কত রান করে?-(৮০, ১২০, ৮০)
ক, খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ-এর মূলধনের অনুপাত ২ : ৩ : ৫ হয়, তবে ক কত লভ্যাংশ পাবে?-২৪০ টাকা
The ratio of 1/5 to 2/7 is-/১/৫ : ২/৭ কত?-7 : 10
A : B = 4 : 5, A : C = 10 : 9, then A : B : C =?-20 : 25 : 18
মোটর গাড়ীতে ব্যাবহৃত দর্পন ----উত্তল দর্পণ
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত লাভ পাবে?-১৬ টাকা
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে ২ : ৩ : ৪ কোণগুলো কত?-৪০°, ৬০°, ৮০°
৭২ কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ, C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?-৯ কেজি
একটি ত্রিভুজের বাহুগুলোর মাপের অনুপাত ৫ : ৬ : ৭। এর পরিসীমা ১৯৮ সেমি হলে দীর্ঘতম বাহুর মাপ কত?-৭৭ সেমি
একটি শ্রেণীতে ৩৬ জন ছাত্রী আছে এবং ঐ শ্রেণীতে ছাত্রী ও ছাত্রের অনুপাত ৯ : ১১। ঐ ক্লাশে শতকরা কতভাগ ছাত্রী?-৪৫%
এক কেজি দুধে ২০০ গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে---১/৬ অংশ
মেরীর নিকট কুরীর দ্বিগুণ টাকা আছে। কুরীর নিকট সুনীর তিনগুণ টাকা আছে। সুনী ও মেরীর টাকার অনুপাত কত?-১ : ৬
দুইটি রাশির অনুপাত ৯:১৫, পূর্ব রাশি ৩৬ হলে উত্তর রাশি কত?-৬০
তিন বন্ধু একত্রে সমান আহার করল। প্রথম ও দ্বিতীয় বন্ধুর কাছে যথাক্রমে ১২টি ও ৮টি রুটি ছিল। তৃতীয় ব্যক্তি রুটির পরিবর্তে ৩ টাকা দিল। প্রথম ও দ্বিতীয় বন্ধু রুটি বাবদ পাবে--২.৪০ টাকা, ০.৬০ টাকা
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ : ১ হবে?-৪ গ্রাম
দুটি সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ : ৫ হলে সংখ্যাদ্বয় কত?-২৩১, ১৬৫
একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত ৩ : ৭। স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০ হলে, ছাত্র সংখ্যা কত?-৪৫
৩০০০০ টাকার পুরস্কার তিনজন চাকুরীজীবীর মধ্যে ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করে দেওয়া হল। ক্ষুদ্রতম অংশ--৬০০০
৩,৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?-১২
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সঙ্গে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?-১০ ও ১৬
এক খণ্ড রাশিকে ৩ : ৪ অনুপাতে কর্তন করা হলো । বৃহত্তর অংশে ১২ . ৮মিটার হলে ,ক্ষুদ্রতর অংশ হবে ----৯ . ৬
If A : B = 5 : 4 and A : C = 6 : 5 then C : B =?/যদি A : B = ৫ : ৪ এবং A : C = ৬ : ৫ হয়, তবে C : B = কত?-25 : 24
কোন চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ বৃহত্তম কোণের পরিমাণ কত?-১৩৫°
x:y=a:b, যদি x=6, y=5 এবং a=36 হয় তবে b=কত?-৩০
১ : ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কি.মি. দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?-৬০ সে.মি
কিছু টাকা সাইফ, ডা. নাজমা এবং শাকিল নিজেদের মধ্যে ২ : ৩ : ৭ অনুপাতে ভাগ করে নিল। সাইফ ও ডা. নাজমা একত্রে শাকিলের চেয়ে ১৫০০ টাকা কম পেল। সাইফ কত টাকা পেল?-Tk 1500
The ratiio of 1/4 to 3/5 is-/১/৪ : ৩/৫ কত?-5 to 12
তিন জনের মধ্যে ৭৫০ টাকা ৩ : ৫ : ৭ অনুপাতে ভাগ করে দিলে ভাগের টাকার অংশগুলো হবে--১৫০, ২৫০, ৩৫০
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে, কোণ তিনটিকে ডিগ্রীতে প্রকাশ করুন?-৪৫°,৬০°, ৭৫°
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?-৪০ লিটার
দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে--১২
একটি পাত্রে লাল ও সবুজ বলের অনুপাত ৩ : ১। যদি পাত্রে শুধু এই দুই রকমের বল থাকে, তবে নিচের কোনটি সর্বমোট বলের সংখ্যা হতে পারেনা?-৫৪
তাহিয়ার আয়ের ৩৫% নারিয়ার আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?-৫ : ৭
একটি ম্যাপের Scale হচ্ছে ১ : ৫০০০০; ২ কিলোমিটার দূরত্ব ম্যাপে কত দেখাতে হবে? ম্যাপের ৩ সে.মি.লাইন কত দূরত্ব হবে?-৪ সেঃ মিঃ, ১.৫ কিঃ মিঃ
ক,খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ,গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত?-৭৭৭ টাকা
১০০০ টাকা ক ও খ ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?-২০০ টাকা
২০ কেজি পরিমাণ একটি স্পিরিট ও পানির মিশ্রণে পানির পরিমাণ ১০%। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে পানির পরিমাণ হবে ২৫%?-৪
ক, খ ও গ যথাক্রমে ৬০০, ৮০০ এবং ৯০০ টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করল। কয়েক মাস পরে ক আরও ৩০০ টাকা বিনিয়োগ করল। বছর শেষে ৩০০ টাকা লাভ হল। গ এর লভ্যাংশ ১০৮ টাকা হলে ক কত সময় পরে ৩০০ টাকা বিনিয়োগ করেছিল?-৪ মাস পরে

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics