শতকরাসুদকষা ও লাভ ক্ষতি

যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?-২০%
একটি বইয়ের নির্ধারিত বিক্রয় মূল্য ৮০ টাকা। বইটি ৬০ টাকায় বিক্রয় করা হলে, শতকরা বাট্টার পরিমাণ কত?-২৫%
শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার সুদ ২১৬ টাকা হবে?-৬%
বাংলাদেশের স্থুল জন্মের হার ৪৬ এবং স্থুল মৃত্যুর হার ২০। জনসংখ্যার স্বাভাবিক প্রবৃদ্ধির শতকরা হার কত?-২.৬ জন
ক কিলো লবণ যদি খ কিলো পানির সাথে মেশানো হয় তাহলে এই দ্রবণে শতকরা কতটুকু লবণ আছে?-১০০ক/(ক + খ)
কোন পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১২% পরীক্ষার্থী গণিতে এবং ৯% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?-৭৯ জন
মিলন ৫৬০০ টাকার কিছু টাকা ৫% সরল মুনাফায় এবং অবশিষ্ট টাকা ৪% সরল মুনাফায় বিনিয়োগ করে। সে একবছরে ২৫৬ টাকা মুনাফা পেলে ৪% হারে কত টাকা বিনিয়োগ করেছিল?-৩২০০ টাকা
৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৪৮০ টাকা হবে?-১০ বছরে
P টাকায় P% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা P টাকা হলে, P এর মান কত?-25
কোন পরীক্ষায় পাশ নম্বর ছিল শতকরা ৪০ কোন ছাত্র ৩৭৫ নম্বর পেয়ে ২৫ নম্বরের জন্য ফেল করল। পরীক্ষায় মোট নম্বর কত ছিল?-১০০০
বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে আসলের তিনগুণ হবে?-২০ বছর
৪৫০ এর ২২% = কত?-৯৯
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?-১০২ টাকা
একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ ১২.৮ হয়, সংখ্যাটি কত?-৮০
একটি বইয়ের মূল্য ১০০ টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য ১০% হ্রাস করা হলো। তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরো ৬% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রয় হলো?-৮৪.৬
কোন পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গণিতে ও ৯০% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে। উভয় বিষয়ে কেউ ফেল করেনি এবং উভয় বিষয়ে পাশ করেছে ৩৫০ জন। ঐ পরীক্ষায় কতজন পরীক্ষার্থী ছিল?-৫০০ জন
১৫টি ছাগলের মূল্যে ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?-৪টি
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে আসলে ৫০০০০ টাকা হলে মূলধন কত?-২৫০০০ টাকা
১৫০ এর ১০০% = কত?-১৫০
টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শরকরা কত লাভ হবে?-২৫%
একটি দ্রব্য ১৭৫ টাকায় ক্রয় করে ১৮৯ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?-লাভ ৮%
এক ব্যাক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?-৮.৫০%
প্রতি বছর কোন শহরের লোক সংখ্যার ৭% জন্ম গ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে, ঐ শহরের লোক সংখ্যা কত ছিল?-১০০০০
১২টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?-২৫%
একজন মালিক তার দুইজন কর্মচারী ক ও খ কে সপ্তাহে ৫৫০ টাকা এমনভাবে দেয় যেন ক যে টাকা পায় তা খ এর টাকার চাইতে ১২০% বেশি। খ সপ্তাহে কত টাকা পায়?-১৭২ টাকা
শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা-১৪%
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৪০০ টাকার সুদ কত বছরে ১০০ টাকা হবে?-৫ বছরে
টাকা প্রতি মাসিক ৪০ পয়সা সুদ, শতকরা বার্ষিক কত টাকা সুদের সমান?-৪৮%
আখের নমুনায় ১২.৫% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?-৪০০ কেজি
শতকরা বার্ষিক ৩ টাকা হার সুদে ৫০০ টাকায় ৫ বছরের সুদে মূলে কত হবে?-৫৭৫ টাকা
কিছু টাকা ৩০ বছরে সরল সুদে তিনগুণ হল, সুদের হার কত?-২০/৩%
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?-২০ বছর
একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিনগুন লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?-৩৯৬ টাকা
একজন ফল বিক্রেতার ৫% ফল পচে গেল এবং আরও ৫% ফল পরিবহনের সময় নষ্ট হলো। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?-১০০/৩%
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?-৪০০ টাকা
একটি ঘড়ি ও একটি চেনের মূল্য একত্রে ৫০০.০০ টাকা। ঘড়ির মূল্য ১০% ও চেনের মূল্য ৫% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয়। ঘড়ির মূল্য কত?-৪০০.০০ টাকা
কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% পরীক্ষার্থী গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?-৫০
একটি নতুন মেশিনের মূল্য ১২০০০০ টাকা। প্রথম বছর পর তার মূল্য ২০% হ্রাস পেল, দ্বিতীয় বছর পর তার মূল্য আরও ১০% হ্রাস পেল। দ্বিতীয় বছর পর মেশিনটির মূল্য কত হলো?-৮৬৪০০ টাকা
প্রতি বছর ৯.৫০ টাকা হারে লাভের চুক্তিতে ১০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পরে ঐ বিনিয়োগকারী কত টাকা হাতে পাবে?-১১৯০ টাকা
একটি ইকনো কলমের মূল্য ৫ টাকা এবং একটি ম্যাটাডোর কলমের মূল্য ৪ টাকা। যদি ঐ দোকানদার ৫০০টি কলম বিক্রি করে ২৩০০ টাকা পায়, তবে সে কয়টি ইকনো কলম বিক্রয় করেছিল?-৩০০টি
১২ কোন সংখ্যার ১৫০%?-৮
একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে?-২৪ টি
জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারকে শতকরায় প্রকাশ করতে হলে---১০ দিয়ে ভাগ করতে হয়
৮৮ এর ২৫/২% কত?-১১
গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত?-৯ টাকা
১/৪ কে শতকরায় প্রকাশ করুন।-২৫%
বর্তমানে ৫ কেজি আলুর দাম আগের ৪ কেজি আলুর দামের সমান হলে আলুর দাম কমেছে---২৫%
.৬০ কে শতকরায় প্রকাশ করুন।-৬০%
৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে?-৫%
শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে, কত টাকা ৭ বছরে সুদে-আসলে ১০৬৫ টাকা হবে?-৭৫০ টাকা
১০ টাকায় ১২টি হিসেবে পেয়ারা কিনে, ১২ টাকায় ১০টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?-৪৪%
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতি কত?-২০%
টাকায় ১২টি লেবু বিক্রয় করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে?-৮টি
৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত?-৪০%
প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে হালি কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?-৩০
শতকরা মাসিক ২ টাকা সুদ, শতকরা বার্ষিক কত টাকা হার সুদের সমান?-২৪%
শতকরা বার্ষিক ২৫/৪ টাকা হার সুদে ১৮০০ টাকার ৩ বছর ৪ মাসের সুদ কত?-৩৭৫ টাকা
সুদ নির্নয়ের সুত্র কোনটি?-সুদের হার * আসল * সময়/১০০
ডালের মূল্য ২৫% বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের কেজি প্রতি মূল্য ৭২ টাকা ছিল বর্তমানে ঐ ডালের মূল্য কেজি প্রতি কত?-৯০ টাকা
শতকরা ৬ টাকা হার সুদে কত বছরে ৫০০ টাকা সুদে-আসলে ৮০০ টাকা হবে?-১০ বছরে
কোন মূলধন ৩ বছরের জন্য বিনিয়োগ করা হলো। সুদের হার ৫ টাকা হলে, সুদ আসলের কত অংশ?-৩/২০ অংশ
১০ টাকায় ১২টি দরে জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?-৫০% লাভ
৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?-১১ টাকা
কোন বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?-৭০ টাকা
একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধির হার ৫%। মহল্লার বর্তমান জনসংখ্যা ২২০৫ জন হলে, এক বছর আগে জনসংখ্যা কত ছিল?-২১০০ জন
কোন আসল টাকার ৩ বছরের সুদ আসলের ৩/৮ অংশ হলে সুদের হার কত?-২৫/২%
শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছরে যত সুদ হয়, বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে?-৩২০ টাকা
বার্ষিক শতকরা ৭.৫০ টাকা হার সুদে কত টাকা ৩ বছরে সুদে-আসলে ১২২৫ টাকা হবে?-১০০০ টাকা
সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে?-১২.৫%
কোন আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা ও ৫ বছরে সুদাসলে ৫০০ টাকা হয়। আসল কত?-৪০০ টাকা
এক ব্যাক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়?-৩৫ টাকা
একটি গ্রামের ৪০% লোক ডায়াবেটিসে আক্রান্ত এবং ২৫% লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত। যদি ১০% লোক উভয় রোগে আক্রান্ত হয়, কত শতাংশ লোক উভয় রোগের কোনটিতেই আক্রান্ত নন?-৪৫%
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?-১৫০
শতকরা বার্ষিক ২ টাকা হার সুদে কত টাকার ১০ বছরের সুদ ২০০ টাকা?-১০০০ টাকা
আজাদ সাহেবের মাসিক বেতন ১৫০০০ টাকা। এক বছর পর তার বেতন ৭% বৃদ্ধি পেল। বর্তমানে আজাদ সাহেবের বেতন কত?-১৬০৫০ টাকা
শতকরা বার্ষিক ২৫/৪ টাকা হার সুদে কত বছরে ২০০ টাকা সুদে আসলে ২৫০ টাকা হবে?-৪ বছর
বাতাসে অক্সিজেনের পরিমাণ ২১% হলে ৮৪০ লিটার অক্সিজেন পেতে হলে কত লিটার বাতাসের প্রয়োজন?-৩৬০০ লিটার
একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?-লাভ ১০%
৮৮৮৮ টাকা বার্ষিক ১০% সুদে কত বছরে সুদ-আসলে ১৭৭৭৬ টাকা হবে?-১০ বছরে
কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোক সংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?-৩০০০
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?-৮৫০০ টাকা
একটি ৯ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটি ঘরের ৬০% ঢেকে আছে। ঘরটির ক্ষেত্রফল কত বর্গফুট?-১৮০
দুইটি গরু একই মূল্যে বিক্রি করলে একটিতে লাভ হয় ১০ টাকা, অন্যটিতে ক্ষতি হয় ১২ টাকা। শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো?-শতকরা ১ ভাগ ক্ষতি

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics