পরিসংখ্যানগড় ও সম্ভাবনা

২০০০ সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬৫ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?-১৮.৮৫ সেমি
পিতা ও চার পুত্রের বয়সের গড় মাতা ও চার পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি। পিতার বয়স ৬০ বছর হলে মাতার বয়স কত?-৫০ বছর
তিনটি পরপর মৌলিক সংখ্যার গড় ১৯.৬৭ হয় তবে সংখ্যা তিনটি কত?-১৭, ১৯, ২৩
একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১২ টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪ টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?-১৬
জুন মাসের দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ০.৬৩ সে.মি.। ঐ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত?-১৮.৯ সে.মি.
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রী এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?-১৩ বছর
নিচের কোনটি রাশির গড় নির্দেশ করে?-রাশির সমষ্টি/রাশির সংখ্যা
প্রথম ৬টি ৭ -এর অযুগ্ম গুণিতকের গড় কত?-৪২
৮.৭৫, ৩৭.৯, ৫৮.০৫, ৩১.৭৫, ৭০.৩৩ ও ২৭.৬৬ সংখ্যাগুলোর গড় কত?-৩৯.০৭
পিতা ও চার সন্তানের বয়সের গড় ২৩ বছর ২ মাস। মাতা ও ঐ চার সন্তানের বয়সের গড় ২২ বছর ৩ মাস। পিতার বয়স ৪৭ বছর হলে, মাতার বয়স কত?-৪২ বছর ৫ মাস
একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫। ১১তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?-৯৫ রান
১ থেকে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?-২৬
কোন শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?-৫২ বছর
১ থেকে ২০ পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত?-১০
১০ টি সংখ্যার যোগফল ৪০০। এদের প্রথম ৬ টির গড় ৪০ এবং শেষ ৬ টির গড় ৩০। ষষ্ঠ সংখ্যাটি কত?-২০
৩০ থেকে ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত?-৩৯.৮
তিনজন লোকের ওজনের গড় ৫৩ কেজি। এদের কারো ওজন ৫১ কেজির কম নয়। এদের একজনের ওজন সর্বোচ্চ হবে---৫৭ কেজি
৫, ৬, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?-৫
১ হতে ৭৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?-৪০
৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বছর হলে, বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?-১৪ বছর
একটি লোক খাড়া উত্তর দিকে ৬০ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে খাড়া দক্ষিণ দিকে পূর্বাবস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ কত মাইল?-৭৫
১০ টি সংখ্যার যোগফল ৩৮০। এদের প্রথম ৪ টির গড় ৫০ এবং শেষ ৫ টির গড় ৩২। পঞ্চম সংখ্যাটি কত?-২০
.০২, .০০৮, ১.০০২, ৪০.০১২, ও x এর গড় ১২.২১২৪, x এর মান হচ্ছে---২০.০২০
তিন ভাইয়ের দুইজন দুইজন করে নেয়া গড় বয়স ২২ বছর, ১৮ বছর ও ১৬ বছর। সবচেয়ে ছোট ভাইয়ের বয়স কত?-১২ বছর
একটি শ্রেণির ১৫ জন ছাত্রের গড় ওজন ৪৫ কেজি। একজন ছাত্র নতুন আসায় তাদের ওজনের গড় হয় ৪৬ কেজি। নতুন ছাত্রের ওজন কত?-৬১ কেজি
তিন ভাই-বোনের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ ভাই-বোনের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?-৫২ বছর
৭, ১৪ ও ২১ এর গাণিতিক গড় ৯, ১৫ ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?-১৮
এক ব্যাক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমান ঐ ব্যাক্তির বয়স কত?-৩৩ বছর
পরপর সাজানো পাঁচটি সংখ্যার গাণিতিক গড় ১২ হলে ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যার যোগফল কোনটি?-২৪
১ থেকে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?-৫০.৫
x জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরের সমষ্টি ১১৯০। এর সাথে ৮৮ নম্বর প্রাপ্ত একজন ছাত্রের নম্বর যোগ করায় ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় ১ বেড়ে যায়। ছাত্রছাত্রীর সংখ্যা (x) নির্নয় করুন।-১৭

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics