লসাগু ও গসাগু

একটি বাগে ৭২টি সবুজ ও ১০৮টি সাদা মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেল প্যাকেট করা হলো। যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব সাদা মার্বেল থাকে। প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারে?-৩৬
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?-৯১
৪ জন লোক গাবতলী থেকে সকাল ৯টায় একই দিকে যাত্রা শুরু করেন। তাঁরা ঘন্টায় যথাক্রমে ১০, ১৫, ২৪ ও ৩০ কিলোমিটার পথ অতিক্রম করেন। কমপক্ষে কতদূর পথ অতিক্রম করার পর তাঁরা আবার মিলিত হবেন?-১২০ কিলোমিটার
ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ২৫, ৫০, ৭৫ ও ১২৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য?-১০০৫০০
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে?-১২
৪/৩, ৮/৯, ৫/১২ এর গ.সা.গু. কত?-১/৩৬
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৪ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?-১৪০
৩/৪ ও ৭/১৫ এর বিপরীত ভগ্নাংশের গ.সা.গু. কত?-১/২১
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু. ১৮০ হলে, বড় সংখ্যাটি কত?-৬০
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?-৫৯
দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে ১৫ ও ২২৫। একটি সংখ্যা ৪৫ হলে অপর সংখ্যাটি---৭৫
৪, ১৬/৫, ৩২/৩৫ ভগ্নাংশ তিনটির গ.সা.গু. নিচের কোনটি?-৪/৩৫
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ২৪ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?-১২
দু'টি সংখ্যার ল.সা.গু. ৬০ এবং গ.সা.গু. ৩। একটি সংখ্যা ১৫ হলে অপরটি কত?-১২
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৫, ৮, ১২, ১৪ দ্বারা বিভাজ্য?-৮০১
সর্বমোট কতসংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?-২১০
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু. ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু. কত?-১৪০
বুশরা, এষা ও প্রিতুই ৫ মিনিট, ১০ মিনিট ও ১৫ মিনিট অন্তর অন্তর একটি চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়?-৩০ মিনিট
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে, ছোট সংখ্যাটি কত?-২০
দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে ২২৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত?-৯৬
দু'টি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে ৮ ও ৯৬ একটি সংখ্যা ২৪ হলে অপরটি কত?-৩২
ক-এর কাছে ২৬০ টাকা আছে। এর সাথে কত টাকা যোগ করলে সে সমস্ত টাকাকে ৬, ৭ অথবা ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে?-৭৬
৩, ২৪/৩৮, ১৫/৩৪ এর ল.সা.গু. কত?-৬০
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৬, ১২, ১৫ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে?-১২৪
৩/৪, ৪/৫ ও ৫/৬ এর গ.সা.গু কত?-৬০
দু'টি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু. ৫ হলে, সংখ্যা দু'টির ল.সা.গু. কত?-২৮০

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics