সরল ও যৌগিক মুনাফা

সরল সুদের হার কত হলে যেকোনো মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?-২৫%
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদে-মূলে তিনগুণ হবে?-২০%
বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?-১২ ১/২ বছর
৬% হারে ৪০০ টাকার মুনাফা কত বছরে ১২০ টাকা ?-৫ বছর
বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?-১২ ১/২ বছরে
বার্ষিক ৪.৫ টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?-৭০০ টাকা
বার্ষিক শতকরা 10% হারে 100 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?-10 টাকা
চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?-P(1 + r)n - p
কোন মূলধন ৪ বছরের সুদে মূলে ৬০০ টাকা এবং ৬ বছরে সুদে মূলে ৭০০ টাকা হলে, মূলধন কত?-৪০০ টাকা
বার্ষিক ১৫% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেয়া হলো। আসল কত ছিল?-১১২০০
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৭২০ টাকার ২ বছর ৪ মাসের সুদ কত হবে?-৮৪ টাকা
বার্ষিক শতকরা কত হার সুদে ২০০০ টাকা ৩ বছরের সুদে-আসলে ২৩০০ টাকা হয়?-৫%
১০০ টাকা ৫ বছরে সুদে-আসলে ২০০ টাকা হলে,সুদের হার --২০%
৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মুলধন কত?-৬২৫ টাকা
৫% হার সুদে ৬০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে?-৭৫০
সেলিম ৬% সরল সুদে ব্যাংকে ১০,০০০ টাকা বিনিয়োগ করে। আর কত টাকা ৮% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর ৭% হারে সুদ পাবে?-কোনোটিই নয়
বার্ষিক ৬% সরল সুদে ৫ বছর পর কোন টাকার সুদ ৯০০ টাকা হলে, আসল কত টাকা হবে?-৩০০০
২% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা অপেক্ষা ৩% হার মুনাফায় ঐ টাকার তিন বছরের মুনাফা কত বেশি হবে?-৩ টাকা
৭% হার সরল সুদে ৩০০০ টাকা কত বছরের জন্য বিনিয়োগ করলে মোট ৪২০ টাকা মুনাফা পাওয়া যাবে?-২
শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা হবে?-৭
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৪ অংশ হলে মুনাফার হার কত?-১২.৫%
বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?-১৫০ টাকা
বার্ষিক শতকরা ১০ টাকা হারে সুদে-আসলে কোনো মূলধন কত বছর পর আসলের দ্বিগুন হবে?-১০
বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৫০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬৬৫৫ টাকা হবে?-৩ বছর
১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হার মুনাফা পাওয়া যাবে?-৯.২%
শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে সবৃদ্ধিমূল 1248 টাকা হবে?-780
সুলেমান সাহেব ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। বছরের সুদের হার কত?-৮.৫%
বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪ ৩/৪% হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত?-১৬০০০ টাকা
একই হারে সরল সুদে ৭০০ টাকার ২ বছরের সুদ ও ৮০০ টাকার ৩ বছরের সুদ একত্রে ১৯০ টাকা হলে সরল সুদের হার কত?-৫%
১০% হার মুনাফায় কত টাকার ৪ বৎসরের সুদ ১৪০ টাকা?-৩৫০ টাকা
4% হার সুদে কোনো টাকার ২ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?-625 টাকা
৬৬৬৬ টাকা বার্ষিক ১০% সুদে কয় বছরে সুদে আসলে ১৩৩৩২ টাকা হবে?-১০ বছর
বার্ষিক মুনাফা ১২.৫% থেকে কমে ১০.৭৫% হওয়ায় জামিল সাহেবের আয় ৪ বছরে ২৮০ টাকা কমে গেছে। তার মূলধন কত টাকা?-৪০০০
একই হার মুনাফায় কোনো আসল ৭ বছরে মুনাফা-আসলে ‍দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে তিনগুণ হবে?-১৪
কোনো মূলধন ১০ বছরে দ্বিগুণ হয়। ঐ মূলধন তিনগুন হবে কত বছরে?-২০
কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics