ঐকিক নিয়ম

শাহিক ২৪০ টাকার কতকগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?-১৫
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুন হলে পিতার বয়স কত?-৬০ বছর
১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে লোক লাগবে --৩০০ জন
ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব ১২০ কিলোমিটার। একটি বাস কত ঘন্টায় ঢাকা থেকে ময়মনসিংহে পৌছাবে যদি বাসটির গড় গতিবেগ ১৫ কি.মি./ঘণ্টা হয়?-৮
রাফি, দিপু এবং অপু তিনজন মিলে একটি টেনিস বল কিনলো। অপু যে পরিমাণ টাকা দিলো দিপু তার দ্বিগুণের থেকে ৪ টাকা বেশি দিলো। রাফির থেকে অপু ৩ টাকা কম দিলো। যদি রাফি ‘ক’ টাকা দিয়ে থাকে তবে দিপু কত টাকা দিলো?-(২ক - ২)
দৈনিক ৯ ঘণ্টা কাজ করে ৫ জন শ্রমিক ৩ দিনে ৯টি বাক্স বানাতে পারে। দৈনিক ১০ ঘণ্টা কাজ করে ৮ জন শ্রমিক ৬ দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারবে?-৩২টি
পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?-২ কেজি
আরিফ স্টেশন P থেকে Q তে যাওয়ার জন্য ৫টি টিকেট এবং P থেকে R এ যাওয়ার জন্য ১০টি টিকেট ক্রয় করলো। টিকেট ক্রয় বাবদ সে মোট ৩৫০০ টাকা খরচ করলো। যদি P থেকে Q তে যাওয়ার জন্য ৫টি টিকেট এবং P থেকে R এ যাওয়ার জন্য ১টি টিকেটের একত্রিত মূল্য ৮০০ টাকা হয়, তবে P থেকে Q -১০০
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘু্রে। 1 সেকেন্ডে চাকাটির কত ডিগ্রি ঘুরবে?-540
মাতা ও কন্যার ওজন ২৫০ পাউন্ড; মাতার ওজন কন্যার ওজনের দেড় গুণ। কন্যার ওজন কত পাউন্ড?-১০০
২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, কর্মী সংখ্যা ৬০ শতাংশ কমে যাওয়ায় কাজটি শেষ করতে কতগুণ সময় বেশি লাগবে?-২.৫ গুণ
কোনো ব্যক্তি উপস্থিতির দিন 20 টাকা পাওয়া ও অনুপস্থিতির দিন 5 টাকা জরিমানা দেয়ার শর্তে কাজ শুরু করে। জুন মাসে তার বেতন 400 টাকা দেয়া হলে লোকটি কত দিন কাজে উপস্থিত ছিল?-22 দিন
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর এবং অনুপাত ৭ঃ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?-২৬ঃ১১
একটি জলাধারের দুই-পঞ্চমাংশ পানি দ্বারা পূর্ণ এবং এতে আরো ২৫ লিটার পানি ঢাললে এর ৯০% পানিপূর্ণ হয়। জলাধারটির ধারণ ক্ষমতা কত লিটার?-৫০
পিতার বয়স পুত্রের বয়সের অপেক্ষা ২২ বছর বেশি। পিতার বয়স ৬২ হলে পুত্রের বয়স কত?-৪০
একটি ক্লাসের ছাত্রদের গণিতে প্রাপ্ত মোট নম্বর থেকে ১০০ বাদ দেয়ার পদর ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় ৫০ থেকে ৪৮ এ নেমে আসলো। ঐ ক্লাসে মোট ছাত্র সংখ্যা হবে?-৫০
৪০ ফুট লম্বা একটি বাঁর্শ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের ২/৩ ভাগ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?-১৬
নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ২১ কিমি ও ৭ কিমি। নদীপথে ৮৪ কিমি অতিক্রম করে আবার ফিরে আসতে কত সময় লাগবে?-৯ ঘণ্টা
আরিফ স্টেশন P থেকে Q তে যাওয়ার জন্য ৫টি টিকেট এবং P থেকে R যাওয়ার জন্য ১০টি টিকেট ক্রয় করলো। টিকেট ক্রয় বাবদ সে মোট ৩৫০০ টাকা খরচ করলো। যদি P থেকে Q তে যাওয়ার জন্য ৫টি টিকেট এবং P থেকে R এ যাওয়ার জন্য ১টি টিকেটের একত্রিত মূল্য ৮০০ টাকা হয়, তবে P থেকে Q ত-১০০
ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা লাগবে?-

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics