ত্রিভুজ

সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় তা হলো---সমবাহু ত্রিভুজ
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?-৩৬০°
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ২ সেমি এবং এক বাহুর দৈর্ঘ্য ৩ সেমি হলে, উহার ক্ষেত্রফল কত?-√৮ বর্গ সেমি
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ৯ সেমি হলে, এর ক্ষেত্রফল কত?-৯√৩/৪
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?-একটির তিনকোণ অপরটির তিনকোণের সমান
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?-দুই সমকোণ
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিম্নোক্তভাবে নির্নয় করা হয়---১/২ × ভূমি × উচ্চতা
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেঃ মিঃ হলে, এর অতিভুজের মান কত?-৫ সেঃ মিঃ
একটি মিনারের পাদদেশ থেকে ২০ মিটার দূরে কোন বিন্দু থেকে মিনারের চূড়ার উন্নীত কোন ৬০° হলে মিনারটির উচ্চতা কত?-২০√৩
একটি ত্রিভুজে ভূমির পরিমাণ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার। ক্ষেত্রফল = কত?-৬ বর্গ মি.
কোন ত্রিভুজের দুইটি কোণ ১০° ও ৮০° হলে ত্রিভুজটি হবে---সমকোণী
≅ এই প্রতিকের অর্থ হল?-আকার ও আকৃতি সমান
ABC ত্রিভুজের একটি মধ্যমা AD এবং ADB ও ADC কোণের সমদ্বিখণ্ডকদ্বয় বিপরীত বাহুদ্বয়কে E ও F বিন্দুতে ছেদ করে। প্রমাণ করা যায় যে---EF || BC
চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য নিম্নরূপ। কোনটি সমকোণী ত্রিভুজ?-৫, ১২, ১৩
ΔABC এর AB ও AC বাহুকে বর্ধিত করলে B ও C বিন্দুতে যে বহিঃস্থ কোণ দুটি উতপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডয় দুটি O বিন্দুতে মিলিত হলে---∠BOC = 90° - 1/2 ∠A
ABC ত্রিভুজের AB = AC = 5 সেমি। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সেমি হয়, তবে BC = কত?-৮ সেমি
BP ও CQ, ΔABC -এর দুটি মধ্যমা, BC = ১২ সেমি হলে QP এর মান কত?-৬ সেমি
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে---স্থুলকোণ
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল কত হবে?-√3/4 a2
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেঃ মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?-২৫ বর্গ সেঃ মিঃ
ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ∠A শীর্ষ কোণ। ∠B ও ∠C দুটি ভূমি কোণ। AB বাহু = AC বাহু। ∠B = 75°। ∠A = কত ডিগ্রী?-৩০°
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ০.১ এবং ০.২ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?-০.০১ বর্গ মিটার
ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল। ∠ACD = 160°; ∠ABC = 7∠BAC হলে ∠BAC -এর মান কত?-20°
একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৪ সেঃ মিঃ হলে, উহার ক্ষেত্রফল হবে কত?-৪√৩ বর্গ সেঃ মিঃ
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬, ৭ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?-১৫ বর্গমিটার
একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ১০ সেমি এবং বাহুদ্বয়ের অন্তর্ভূক্ত কোণ ৪৫°; ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?-৫০
ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D হয়। তবে প্রমাণ করা যায় যে---AB + AC > 2AD
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০° হলে, অপর দুটি কোণের মান কত?-৯০°
দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদান গুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?-তিন কোণ
The 2nd angle of a right angle is 30°. Then what is the third angle?/একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণটির মাপ ৩০° হলে তৃতীয় কোণটির মাপ কত?-60°
অতিভূজের বিপরীতে থাকে---সমকোণ
ত্রিভুজ ABC- তে AB = CA হলে নিচের কোনটি সত্য?-∠ABC > ∠ACB
ΔABC -এর ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে ৪০° ও ৪৫°। অপর কোণটির পরিমাণ কত?-৯৫°
সূর্যের উন্নীত কোণ ৬০° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য ২৪০ মিটার। মিনারটির উচ্চতা কত?-৪১৫.৬৯২ মিটার
ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর----অর্ধেক
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?-৬৪√৩
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ---সূক্ষ্ণকোণ
যদি কোন ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুটি পরস্পর---সমান
নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?-৩, ৪, ৫
⊿ABC- এর BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হল। ∠A = 60° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত?-150°
একটি স্থূলকোণের বিপ্রতীপ কোণ একটি---স্থূলকোণ
ত্রিভুজের ক্ষেত্রফল --১/২( ভূমি × উচ্চতা)
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক?-২৪ একক
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহু প্রতিটি ১০ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?-৪৮ বর্গমিটার
ΔABC এ ∠A = 60°, ∠B এর সমদ্বিখণ্ডক রেখা O বিন্দুতে মিলিত হয়েছে। ∠BOC = কত?-120°
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে উহার অতিভুজের দৈর্ঘ্য কত?-৫ মি
কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে---সমকোণী
একটি ত্রিভুজ একটি বৃত্তকে নূন্যতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?-৩টি
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৪ সেমি ও ৩ সেমি। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?-২৫ বর্গ সেমি
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেঃ মিঃ। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত?-১০.৭ সেঃ মিঃ
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ ফুট এবং লম্ব ৬ ফুট হলে অতিভুজের দৈর্ঘ্য কত?-১০ ফুট
⊿ABC এ AD, ∠A এর সমদ্বিখন্ডক এবং ∠ADB সূক্ষ্ণকোণ হলে----AD < AC
ΔABC এর ∠B ও ∠C এর সমদ্বিখণ্ডকদ্বয় Oবিন্দুতে মিলিত হয়। তাহলে নিচের কোনটি সঠিক?-∠BOC = 90° + 1/2 ∠A
ΔABC এ BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। ∠A = 45°, ∠ACD = 120°, ∠B = কত?-75°
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের পরিমাণ----45°, 90°, 45°
একটি লম্বা গাছের পাদদেশ থেকে ৯০ মিটার দূরে ভূমির একটি বিন্দুতে গাছটির শীর্ষবিন্দুর উন্নীত কোণ ৩০°। গাছটির উচ্চতা কত?-৫১.৯৬ মিটার
একটি গাছের পাদবিন্দু থেকে ১৯ মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষ বিন্দুর উন্নীত কোণ ৪৫° হলে গাছটির উচ্চতা কত?-১৯ মিটার
If four triangles are constructed with sides of the length indicate below, which of the following triangles will not be a right angle?/চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য নিম্নরূপ। কোনটি সমকোণী ত্রিভুজ নয়?-12, 15, 18
ABC সমকোণী ত্রিভুজের ∠B = ৯০° হলে--AB2 + BC2 = CA2
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২০মি, ২১মি এবং ২৯ মি হলে এর ক্ষেত্রফল কত?-২১০ বর্গমিটার
ΔABC এর অভ্যন্তরে D একটি বিন্দু। তবে---AB + AC > BD + DC
যদি একটি ত্রিভুজের তিনবাহু অপর একটি ত্রিভুজের তিনবাহুর সমান হয়, তবে প্রমাণ করা যায় যে, ত্রিভুজ দুটি---সর্বসম
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কে কি বলা হয়?-উচ্চতা
কোনো ত্রিভুজের একটি কোন অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি ----সমকোণী
যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, তা----সমদ্বিবাহু ত্রিভুজ
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গসেমি?-৩৬
ΔABC এ AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D, E। যদি BC = ১২ সেমি হয়, তবে DE = কত?-৬ সেমি
ΔABC -এর বাহু AB = বাহু AC, ∠C = 55° হলে, ∠A = কত?-70°
⊿ABC এর ∠B এবং ∠C এর অন্তর্দ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে, ∠BOC = কত?-90° + 1/2 ∠A
কোন সরলরেখা x অক্ষ এবং y অক্ষ কে ছেদ করার ফলে যে ত্রিভুজ গঠিত হবে তার নাম--সমকোণী ত্রিভুজ
ΔABC এ PQ সমান্তরাল BC বাহু। P ও Q যথাক্রমে AB ও AC -এর ওপর অবস্থিত। AP = 5 সেমি, PB = 2 সেমি, AQ = 4.5 সেমি AC = কত?-6.3 সেমি
প্রমাণ করা যায় যে, ত্রিভুজের যে কোন দু বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা---বৃহত্তর
যদি দুটি ত্রিভুজের একটির দু বাহু যথাক্রমে অপরটির দু বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি---উপরের সবগুলো
তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হল। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?-৩, ৪ ও ৫
একটি ত্রিভুজের ভূমি ১২ সে.মি. এবং উচ্চতা ১০ সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল হবে---৬০ বর্গ সে.মি.
ABC ত্রিভুজের ∠B = ১ সমকোণ এবং D অতিভুজ AC -এর মধ্যবিন্দু। তাহলে নিচের কোন তথ্যটি সঠিক?-BD = 1/2 AC
ত্রিভুজের যে কোন দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি?-সমদ্বিবাহু ত্রিভুজ
ABC ত্রিভুজে AB = AC এবং ∠C = 30° হলে ∠A এর পরিমাণ--১২০°
ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের---পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতম
একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ২০ ডিগ্রি বড় হয় তবে কোণটি কত ডিগ্রি?-৩২
কোন ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদবিন্দুকে কি বলে?-অন্তঃকেন্দ্র
যদি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫" এবং ৬" হয়, তবে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য----- হতে পারে না?-১২"
একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণটির মাপ ২০° হলে তৃতীয় কোণটির মাপ---৭০°
ত্রিভুজ ABC এর BE = EF = CF, এর AEC ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?-72
ত্রিভুজের একটি কোণ উহার অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি----সমকোণী
প্রমাণ করা যায় যে, দুটি সমকোণী ত্রিভুজের একটির এক সূক্ষ্ণকোণ অপরটির অনুরূপ সূক্ষ্ণকোণের সমান হলে, ত্রিভুজ দুটি---সদৃশ
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ১৪ গজ হলে শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?-১২ গজ
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৬ সে.মি. এবং লম্ব ৮ সে.মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?-১০ সে.মি
ΔABC -এ AB = AC এবং BA -কে D পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন BA = AD হয়। তবে ∠BCD = কত?-১ সমকোণ
ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হল। ∠ACD = 105° হলে ∠BAC + ∠ABC =কত?-105°
ত্রিভুজ ABC- এ, ABC কোণ = ৯০°, AB = ৪ সেমি এবং BC = ৩ সেমি। AC বাহুর দৈর্ঘ্য কত?-৫ সেমি
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ১০ সেমি এবং অন্তর্ভূক্ত কোণ ৪৫° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?-২৫√২
তিন কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় সেগুলোকে কি ত্রিভুজ বলে?-সদৃশ ত্রিভুজ
∆ABC -এ D, E, F যথাক্রমে BC, CA এবং AB বাহুর মধ্যবিন্দু। ∆ABC - এর ক্ষেত্রফল ২৪ বর্গসেঃমিঃ হলে, DEF ত্রিভুজের ক্ষেত্রফল----6 বর্গসেঃমিঃ
যদি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৫ সেমি এবং ১২ সেমি হয়, তবে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত?-১৩ সেমি
কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ সেমি এবং পরিসীমা ৩০ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্নয় করুন।-৩০ বর্গ সেমি
ABC ত্রিভুজের AB = AC এবং ∠A = ৮০° হলে ∠B = কত?-৫০°
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি--সূক্ষ্ণকোণ
কোন ত্রিভুজের ভূমিসংলগ্ন কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় বিপরীত বাহু দুটিকে X ও Y বিন্দুতে ছেদ করে। XY ভূমির সমান্তরাল হলে প্রমাণ করা যায় যে, ত্রিভুজটি---সমদ্বিবাহু
ΔABC এর ∠B = ৯০, BC = ৫ সে.মি., AC = ১৩ সে.মি.। ΔABC -এর অপর বাহু AB-এর দৈর্ঘ্য কত?-১২ সে.মি.
যে কোণের পরিমাণ ৯০° অপেক্ষা কম তাকে বলে---সূক্ষ্ণকোণ
যদি কোন ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহুদ্বয়ও পরস্পর---সমান
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার এবং ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু ---- হতে পারে না?-১৩ সেন্টিমিটার
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৫০ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে?-৭৫০ টাকা
ΔABC এ BC বাহুকে Dপর্যন্ত বাড়ানো হল। ∠A = ৫০°, ∠B = ৮০° হলে ∠ACD = কত?-১৩০°
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?-৩ : ৪ : ৫
ত্রিভুজ ABC -এর ক্ষেত্রফল ২০ বর্গ একক। D, AB-এর এবং E, AC-এর মধ্যবিন্দু। ত্রিভুজ ADE-এর মান কত বর্গ একক?-৫
কোন একটি ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখন্ডক গুলোর ছেদবিন্দুর নাম কি?-পরিকেন্দ্র
কোন ত্রিভুজের দুটি বহিঃস্থ কোণ সমান হলে, প্রমাণ করা যায় যে, ঐ ত্রিভুজটি---সমদ্বিবাহু ত্রিভুজ
কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?-মধ্যমা
কোন ত্রিভুজের দুটি কোণ ১০° ও ৮০°। ত্রিভুজটি---সমকোণী
একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলোমিটার ঠিক পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?-১৩ কিলোমিটার
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ৫/৬ অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?-১২ বর্গ মি.
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?-৪০°
প্রমাণ করা যায় যে, সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, তাও---সমবাহু ত্রিভুজ
একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নীত কোণ ৩০°। গাছটি ২৬ মিটার উঁচু হলে, ঐ স্থানটি থেকে গাছটির দূরত্ব কত?-৪৫.০৩৩ মিটার
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?-১৩ : ১২ : ৫
সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে ১৩ মিটার ও ৫ মিটার। মাঠটির ক্ষেত্রফল---৩০ বর্গমিটার
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?-৮৪ বর্গমিটার
একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল ১০০° এবং উক্ত দুটি কোণের বিয়োগফল ৪০°। তৃতীয় কোণের মান হচ্ছে---৮০°
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় x মিটার এবং (x+৩) মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল ১৭০ বর্গ মিটার হলে x এর মান কত---১৭ মিটার
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাপ ৮০ মিটার এবং উচ্চতার পরিমাপ ৪৫ মিটার। জমির ক্ষেত্রফল কত?-১৮০০ বর্গমিটার
একটি ত্রিভুজের ভূমি ১২ সেমি, উচ্চতা ৪ সেমি। তার ক্ষেত্রফল কত বর্গ সেমি?-২৪
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটিকে বর্ধিত করলে উৎপন্ন কোণ দুটি হবে---সমান
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?-৬০°
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ণকোণদ্বয়ের পার্থক্য ৬° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?-৪২°
একটি ত্রিভুজের ভূমির পরিমাণ ৬ মিটার এবং উচ্চতা ৩ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?-৯ বর্গমিটার
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৫০° হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে---৬৫°
ABC ত্রিভুজের B কোণটি C কোণের সমান, D হচ্ছে BC বাহুর মধ্য একটি বিন্দু। নিচের কোন বক্তব্যটি সঠিক?-AC > AD
১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৪৫° কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত?-১২.৭২৮ মিটার
একটি মিনারের পাদদেশ থেকে ৩০ মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে মিনারের চূড়ার উন্নীত কোণ ৬০° হলে মিনারটির উচ্চতা কত?-৫১.৯৬২ মিটার
ABC ত্রিভুজে AB = AC, ∠A = 80°, ∠B = কত?-৫০°
একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুইবাহুর যোগফল---তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
ABC একটি সমবাহু ত্রিভুজ। ∠A শীর্ষকোণ, ∠B ও ∠C দুটি ভূমিকোণ, AB বাহু = AC বাহু। ∠B = 75°, ∠A = কত ডিগ্রী?-30°
একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫০ মিটার ও ১২০ মিটার। অতিভুজের দৈর্ঘ্য = ?-১৩০ মিটার
কোন ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুর নাম কি?-ভরকেন্দ্র
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?-১৪ গজ
কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a, b, c হলে এবং 2s = a + b + c হলে, ঐ ত্রিভুজের ক্ষেত্রফল কত?-√{s(s - a)(s - b)(s - c)}
প্রমাণ করা যায় যে, সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর---সমান
একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?-240°
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য ০.২ মিটার এবং ০.৩ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?-০.০৩ বর্গ মিটার
ABC সমবাহু ত্রিভুজে BC বাহুর উপর অঙ্কিত মধ্যমা AD হলে ∠BAD-এর মান কত?-৩০°

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics